নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা দেখবো স্নায়ু থেকে কিছু প্রশ্ন উত্তর। তাহলে চলুন শুরু করা যাক।
১) স্নায়ু কাকে বলে ? বা স্নায়ুর সংজ্ঞা লেখো। (What is Nerve ?)
রক্তবাহ সমন্বিত এবং পেরিনিউরিয়াম নামক যোগকলার আবরণ দ্বারা আবৃত এক বা একাধিক স্নায়ুতন্তু বা স্নায়ুতন্তুগুচ্ছকে নার্ভ বা স্নায়ু বলে।
২) স্নায়ু কয় প্রকার ও কি কি ?
কাজ অনুসারে স্নায়ু প্রধানত তিন প্রকারের হয়। যথা, (ক) অ্যাফারেন্ট বা অন্তর্বাহী স্নায়ু, (খ) ইফারেন্ট বা বহির্বাহী স্নায়ু এবং (গ) মিশ্র স্নায়ু।
৩) অ্যাফারেন্ট স্নায়ু কাকে বলে ? বা অন্তর্বাহী স্নায়ু কাকে বলে ?
যে স্নায়ু গ্রাহক বা রিসেপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে স্নায়ু উদ্দীপনা বহন করে নিয়ে যায় তাকে অন্তর্বাহী স্নায়ু বা অ্যাফারেন্ট স্নায়ু বা অ্যাফারেন্ট নার্ভ বলে।
৪) ইফারেন্ট স্নায়ু কাকে বলে ? বা বহির্বাহী স্নায়ু কাকে বলে ?
যে স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক বা ইফেক্টরে সাড়া বা নির্দেশ বহন করে নিয়ে আসে তাকে বহির্বাহী স্নায়ু বা ইফারেন্ট নার্ভ বা ইফারেন্ট স্নায়ু বলে।
৫) মিশ্র স্নায়ু কাকে বলে ?
যে স্নায়ু সেনসরি এবং মোটর এই দুই রকম নিউরনের সমন্বয়ে গঠিত তাকে মিশ্র স্নায়ু বলে।
৬) স্নায়ুর কাজ কি ? (What is the functions of nerve ?)
(ক) বিভিন্ন জ্ঞানেন্দ্রিয় থেকে অনুভূতি গ্রহণ করা।
(খ) অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে অনুভূতিকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পাঠানো।
(গ) বহির্বাহী স্নায়ুর মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নির্দেশকে কারক বা ইফেক্টর অঙ্গে বয়ে নিয়ে আসা।
(ঘ) বিভিন্ন পেশী সংকোচন প্রসারণে সাহায্য করা।
৭) অ্যাফারেন্ট স্নায়ুর উদাহরণ লেখো বা অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ লেখো।
অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ হল, অলফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু প্রভৃতি।
৮) ইফারেন্ট স্নায়ুর উদাহরণ লেখো বা বহির্বাহী স্নায়ুর উদাহরণ লেখো।
বহির্বাহী স্নায়ুর উদাহরণ হল, অকিউলোমোটর স্নায়ু।
৯) মিশ্র স্নায়ুর উদাহরণ লেখো।
মিশ্র স্নায়ুর উদাহরণ হল, ভেগাস নার্ভ, ফেসিয়াল নার্ভ প্রভৃতি স্নায়ু।
১০) স্নায়ুসন্নিধি কাকে বলে ? বা সাইন্যাপস কাকে বলে ? (What is synapse ?)
দুটি নিউরনের যে সংযোগস্থলে একটি নিউরন শেষ হয় এবং অপর একটি নিউরন শুরু হয় তাকে স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস বলে।
১১) সাইন্যাপস এর কাজ কী ? বা স্নায়ুসন্নিধির কাজ কি ? (What is the function of synapse ?)
সাইন্যাপস স্নায়ু স্পন্দনকে এক নিউরন থেকে অপর এক নিউরনে প্রবাহিত করে। যখন পূর্ববর্তী নিউরন থেকে স্নায়ু স্পন্দন ওই নিউরনের অ্যাক্সন এর শেষ প্রান্তে আসে তখন অ্যাসিটাইল কোলিন নিঃসৃত হয়ে স্নায়ুস্পন্দনকে পরবর্তী নিউরোনের ডেনড্রাইটের মধ্যে প্রবাহিত করে।
১২) অ্যাক্সো অ্যাক্সোনিক সাইন্যাপস কাকে বলে ? (What is axoaxonic synapse ?)
একটি নিউরনের অ্যাক্সন এর শেষ প্রান্ত, অপর একটি নিউরনের অ্যাক্সন এর শেষ প্রান্তের সঙ্গে মিলিত হয়, এইরকম সাইন্যাপসকে অ্যাক্সো অ্যাক্সোনিক সাইন্যাপস (axo-axonic synapse) বলে।
১৩) অন্তর্বাহী স্নায়ুর কাজ কি ? বা অ্যাফারেন্ট স্নায়ুর কাজ কি ?
অন্তর্বাহী স্নায়ু, স্নায়ু স্পন্দনকে গ্ৰাহক বা রিসেপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠায়।
১৪) বহির্বাহী স্নায়ুর কাজ কি ? বা ইফারেন্ট স্নায়ুর কাজ কি ?
বহির্বাহী স্নায়ু, স্নায়ু স্পন্দনকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক বা ইফেক্টরে পাঠায়।
ধন্যবাদ আপনাকে বিজ্ঞানবুক পড়ার জন্য, পড়তে থাকুন বিজ্ঞানবুক, ফলো করুন বিজ্ঞানবুক সোশ্যাল মিডিয়াতে, শেয়ার করুন বিজ্ঞানবুকের আর্টিকেলগুলি আপনার বন্ধুদের সঙ্গে, ধন্যবাদ।।