classes
classes
 *West Bengal board only.

জিব্বেরেলিন | Gibberellin - Bigyanbook

{tocify} $title={এক নজরে শিরোনাম}

জিব্বেরেলিন হরমোন উদ্ভিদ হরমোন উদ্ভিদের বৃদ্ধি কারক হরমোন নাইট্রোজেন বিহীন হরমোন জৈব এসিড জিবরেলিক এসিড অক্সিন সাইটোকাইনিন জিব্বেরেলিন হরমোন অ্যামাইনো এসিড কাজ প্রশ্ন উত্তর উদ্ভিদবিদ্যা জীবনবিজ্ঞান দশম শ্রেণী নবম শ্রেণি অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণি একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো জিব্বেরেলিন হরমোন সম্পর্কে। এর সাথে সাথেই থাকবে কিছু প্রশ্ন উত্তর। তাহলে চলুন শুরু করা যাক।


জিব্বেরেলিন হলো একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ হরমোন। জিব্বেরেলিন হরমোন হলো টারপিনয়েড জাতীয় নাইট্রোজেন বিহীন জৈব অম্ল। এই উদ্ভিদ হরমোন প্রধানত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। জিব্বেরেলিন হরমোন এর রাসায়নিক নাম জিব্বেরেলিক অ্যাসিড (Gibberellic acid বা GA)। এই জিব্বেরেলিক অ্যাসিড হলো বর্ণহীন ও গন্ধহীন জৈব অ্যাসিড। জিব্বেরেলিক অ্যাসিড GA1, GA2, GA3, GA4 ইত্যাদি রূপে পাওয়া যায়, এরমধ্যে বেশি কাজে লাগানো হয় GA3 -কে।


জিব্বেরেলিন কাকে বলে ? বা জিব্বেরেলিন হরমোন কী ? (What is gibberellin ?)

উদ্ভিদের পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারা, মুকুল, বীজপত্র, বর্ধিষ্ণু পাতা ইত্যাদি থেকে উৎপন্ন টারপিনয়েড জাতীয় যে জৈব অম্ল সমস্ত বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে, উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটাতে এবং ফুল ফোটাতে সাহায্য করে তাদের জিব্বেরেলিন বলে।


জিব্বেরেলিনের উৎসস্থল কোথায় ? বা জিব্বেরেলিন কোথায় পাওয়া যায় ? বা জিব্বেরেলিন হরমোনের উৎস লেখো। (What is the site of gibberellin formation ?)

জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে বেশি পরিমাণে উৎপন্ন হয়। এছাড়াও মুকুল, অঙ্কুরিত চারাগাছ, বীজের বীজপত্র এবং পাতার বর্ধিষ্ণু অঞ্চলে এই উদ্ভিদ হরমোন পাওয়া যায়।


জিব্বেরেলিনের কাজ (Function of Gibberellin)

১) জিব্বেরেলিন হরমোন খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করে।

২) জিব্বেরেলিন হরমোন সমস্ত রকম উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে।

৩) জিব্বেরেলিন হরমোন মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে।

৪) এই উদ্ভিদ হরমোন উদ্ভিদের পাতা, ফুল ও ফলের আয়তন বৃদ্ধি এবং বীজ বিহীন ফল উৎপাদনে সাহায্য করে।

৫) জিব্বেরেলিন হরমোন পুষ্পমুকুল ও কাক্ষিক মুকুল এর পরিস্ফুটন ঘটায়।

৬) এই উদ্ভিদ হরমোন আঙ্গুর, আপেল, ন্যাসপাতি প্রভৃতি উদ্ভিদের ফল গঠনে কার্যকরী ভূমিকা পালন করে।

৭) জিব্বেরেলিন হরমোন বীজ-মধ্যস্থ অ্যামাইলেজ নামক শ্বেতসার বিশ্লেষণকারী উৎসেচক এর কার্যকারিতা বৃদ্ধি করে।

৮) জিব্বেরেলিন হরমোন উন্নত উদ্ভিদের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা গ্রহণ করে।


কৃত্রিম জিব্বেরেলিন হরমোনের উদাহরণ লেখো। বা কৃত্রিম জিব্বেরেলিনের উদাহরণ দাও।

কৃত্রিম জিব্বেরেলিন হরমোন এর উদাহরণ হল, GA1, GA2, GA3, GA4 ইত্যাদি।


জিব্বেরেলিনের রাসায়নিক নাম কি ? বা জিব্বেরেলিন হরমোনের রাসায়নিক নাম কি ?

জিব্বেরেলিন হরমোনের রাসায়নিক নাম হল জিব্বেরেলিক অ্যাসিড (Gibberellic Acid বা GA)।



ধন্যবাদ আপনাকে বিজ্ঞানবুক পড়ার জন্য, পড়তে থাকুন বিজ্ঞানবুক, ফলো করুন বিজ্ঞানবুক সোশ্যাল মিডিয়াতে, শেয়ার করুন বিজ্ঞানবুকের আর্টিকেলগুলি আপনার বন্ধুদের সঙ্গে, ধন্যবাদ।।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন