classes
classes
 *West Bengal board only.

স্নায়ুতন্ত্রের কাজ | Function of Nervous system - Bigyanbook

{tocify} $title={এক নজরে শিরোনাম}
স্নায়ুতন্ত্র কাকে বলে স্নায়ুতন্ত্রের কাজ নিউরন কি নিউরনের কাজ নিউরন এর শ্রেণীবিভাগ একশন কি অ্যাকশন এর কাজ ডেনড্রন কি ডেনড্রন এর কাজ অ্যাকশন ও ডেনড্রন এর পার্থক্য নিউরোন বিজ্ঞান বুক বিজ্ঞান আলোচনা বিজ্ঞান প্রসঙ্গ বিজ্ঞান বই দশম শ্রেণী জীবনবিজ্ঞান ও পরিবেশ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো স্নায়ুতন্ত্রের কাজ সম্পর্কে। এবং এর সাথে সাথেই স্নায়তন্ত্র থেকে কিছু প্রশ্ন উত্তরও দেখবো, তাহলে চলুন শুরু করা যাক।


স্নায়ুতন্ত্র কাকে বলে ? (What is nervous system ?)

নিউরোন বা স্নায়ু কোষ দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে উন্নত প্রাণীদেহে প্রয়োজনমতো উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করা হয় তাকে স্নায়ুতন্ত্র বলে।


স্নায়ুতন্ত্রের কাজ (Function of nervous system)

১) সমন্বয়সাধন: স্নায়ুতন্ত্র প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সংযোগ রক্ষা করে তাদের কাজের মধ্যে সমন্বয় ঘটায়।

২) উদ্দীপনায় সাড়া দেওয়া: বিভিন্ন উদ্দীপনায় প্রয়োজনমতো সাড়া দিয়ে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে প্রাণীকে খাপ খাইয়ে নিতে বা মানিয়ে নিতে স্নায়ুতন্ত্র সাহায্য করে।

৩) পেশী ও গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ: স্নায়ুতন্ত্র প্রাণী দেহের বিভিন্ন পেশির সংকোচন ও গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে।

৪) মানসিক ও প্রতিবর্ত ক্রিয়া পরিচালন: মানসিক অনুভূতি, বুদ্ধি, বিচার, চিন্তা ইত্যাদি মানসিক ক্রিয়া ও প্রতিবর্ত ক্রিয়া পরিচালনা করা হলো স্নায়ুতন্ত্রের অন্যতম প্রধান কাজ।


এই হল স্নায়ুতন্ত্রের কাজ এবার আমরা দেখে নেবো কিছু তথ্য এবং কিছু প্রশ্ন উত্তর।


স্নায়ুতন্ত্র কয় প্রকারের উদ্দীপনা পরিবহনকারী উপাদান থাকে ?

স্নায়তন্ত্র তিন প্রকারের উদ্দীপনা পরিবহনকারী উপাদান থাকে, যেগুলি হলো, (১) রিসেপটর বা গ্রাহক (receptor), (২) কন্ডাক্টর বা বাহক (conductor) এবং (৩) ইফেক্টর বা কারক (effector)।


রিসেপটর কাকে বলে ? (What is receptor ?)

প্রাণীদেহে অবস্থিত এক বা একাধিক উদ্দীপকের সংবেদনশীল কোষকে রিসেপ্টর বা গ্রাহক বলা হয়।


কারক বা ইফেকটর কাকে বলে ? (What is effector ?)

জীবদেহের যেসব তন্ত্র বিভিন্ন উদ্দীপনায় উদ্দীপিত হয় তাদেরই ইফেকটর বা কারক বলে।


বাহক বা কনডাক্টর কাকে বলে ? (What is conductor ?)

স্নায়ুতন্ত্রের যেসব উপাদান এর মাধ্যমে গ্রাহক বা রিসেপ্টর কর্তৃক গৃহীত উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায় বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সাড়া বা রেসপন্স (response) যাদের মাধ্যমে কারক বা ইফেকটরে পৌঁছায় তাদের বাহক বা কন্ডাক্টর বলে।


সংজ্ঞাবহ বাহক কাকে বলে ?

যে বাহকের মাধ্যমে উদ্দীপনা রিসেপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায় তাকে সংজ্ঞাবহ বাহক বলে।


আজ্ঞাবহ বাহক কাকে বলে ?

যে বাহকের মাধ্যমে সাড়া, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেকটরে এসে পৌঁছায় তাকে আজ্ঞাবহ বাহক বলে।


কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কয় ভাগে বিভক্ত এবং কি কি ?

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রধানত তিন ভাগে বিভক্ত। যথা, ১) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র (Central Nervous System), ২) প্রান্তীয় স্নায়ুতন্ত্র (Peripheral Nervous System) এবং ৩) স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনোমিক স্নায়ুতন্ত্র (Autonomic Nervous System)।


কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত ?

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত।


স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কাকে বলে ? বা অটোনোমিক স্নায়ুতন্ত্র কাকে বলে ? (What is Autonomic Nervous System ?)

যেসব স্নায়ু প্রাণী দেহের আন্তরযন্ত্রে তথা অনৈচ্ছিক পেশি গুলিতে বিস্তৃত থেকে তাদের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে তাদের স্বয়ংক্রিয় বা অটোনমিক স্নায়ুতন্ত্র বলে।


ধন্যবাদ আপনাকে বিজ্ঞানবুক পড়ার জন্য, পড়তে থাকুন বিজ্ঞানবুক, ফলো করুন বিজ্ঞানবুক সোশ্যাল মিডিয়াতে, শেয়ার করুন বিজ্ঞানবুকের আর্টিকেলগুলি আপনার বন্ধুদের সঙ্গে, ধন্যবাদ।।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন