classes
classes
 *West Bengal board only.

প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের পার্থক্য | আদি কোশ ও প্রকৃত কোশের পার্থক্য | Difference between Prokaryotic and Eukaryotic cells - Bigyanbook

{tocify} $title={এক নজরে শিরোনাম}

www.bigyanbook.co.in

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই আর্টিকেলে আমরা জানবো প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য এবং এর সাথে কিছু প্রশ্ন-উত্তর দেখবো, তাহলে চলুন শুরু করা যাক।


আমরা অবশ্যই জানবো প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য কিন্তু তার আগে এটা জেনেনিই যে প্রোক্যারিওটিক কোষ আসলে কি এবং ইউক্যারিওটিক কোষ কি।

• প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ কাকে বলে? (What is Prokaryotic cell?)

যে কোষে সংগঠিত নিউক্লিয়াস এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণু উপস্থিত থাকে না তাকে প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ বলে।


• ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ কাকে বলে? (What is Eukaryotic cell?)

যে কোষে সুগঠিত বা সংগঠিত নিউক্লিয়াস এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে তাকে ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ বলে।


আচ্ছা এই হলো প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের সংজ্ঞা। এবার মনে প্রশ্ন আসতেই পারে যে প্রোক্যারিওটিক কোষ কোথায় দেখা যায় এবং ইউক্যারিওটিক কোষ কোথায় দেখা যায় অর্থাৎ কোন কোন জীবে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ দেখা যায়।

প্রোক্যারিওটিক কোষ দেখা যায় ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল প্রভৃতির মধ্যে।

ইউক্যারিওটিক কোষ দেখা যায় উন্নত উদ্ভিদ এবং উন্নত প্রাণীদের মধ্যে।


আমরা জানলাম প্রোক্যারিওটিক কোষ কাকে বলে, ইউক্যারিওটিক কোষ কাকে বলে, কোথায় দেখা যায় এই কোষগুলোকে, এরপর আমরা জানবো এদের মধ্যে পার্থক্য কিন্তু, এবার বলতো কোশ আমাদের কোন কাজে লাগে, কি কাজ করে আমাদের শরীরে কোষগুলি?

এককোষী জীব থেকে শুরু করে সমস্ত উদ্ভিদ ও প্রাণীর দেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। এই কোষকে জীবদেহের গঠন মূলক একক বলা হয়। একটি মাত্র কোষ থেকে প্রত্যেক জীবের জীবন যাত্রা শুরু হয়। জীব দেহের সমস্ত জৈবিক ক্রিয়া গুলি কোষের মধ্যে ঘটে, এই জৈবিকক্রিয়া গুলি হল, পরিপাক, পুষ্টি, শ্বসন, রেচন, বৃদ্ধি, জনন ইত্যাদি।


আচ্ছা তাহলে এবার দেখে নেয়া যাক পার্থক্যগুলি ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক কোষের।


প্রোক্যারিওটিক কোশ ও ইউক্যারিওটিক কোশের পার্থক্য (Difference between Prokaryotic and Eukaryotic cells)

১) প্রোক্যারিওটিক কোষ: তুলনামূলকভাবে ছোটো (1-10μm) হয়।

     ইউক্যারিওটিক কোষ: তুলনামূলকভাবে বড়ো (5-100μm) হয়।


২) প্রোক্যারিওটিক কোষ: এই কোষ অনুন্নত এবং সরল প্রকৃতির হয়।

     ইউক্যারিওটিক কোষ: এই কোষ উন্নত এবং অপেক্ষাকৃত জটিল প্রকৃতির হয়।


৩) প্রোক্যারিওটিক কোষ: এই কোষের নিউক্লিয়াস অঞ্চলটি (নিউক্লয়েড) নিউক্লিয় পর্দা (নিউক্লিয় মেমব্রেন) দিয়ে ঘেরা থাকে না।

     ইউক্যারিওটিক কোষ: এই কোষের নিউক্লিয়াস অঞ্চলটি নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা থাকে।


৪) প্রোক্যারিওটিক কোষ: এই কোষে শুধুমাত্র একটি ক্রোমোজোম থাকে।

     ইউক্যারিওটিক কোষ: এই কোষে একাধিক ক্রোমোজোম থাকে।


৫) প্রোক্যারিওটিক কোষ: এই কোষের নিউক্লিয়াসে, নিউক্লিওলাস থাকে না।

     ইউক্যারিওটিক কোষ: এই কোষের নিউক্লিয়াসে, নিউক্লিওলাস উপস্থিত থাকে।


৬) প্রোক্যারিওটিক কোষ: এই কোশে রাইবোজোম নামে পর্দা বিহীন কোষ অঙ্গাণু উপস্থিত থাকে।

     ইউক্যারিওটিক কোষ: এই কোশে পর্দা ঘেরা কোষ অঙ্গাণুগুলি উপস্থিত থাকে।


৭) প্রোক্যারিওটিক কোষ: এই কোষের রাইবোজোম 70S প্রকৃতির হয়।

     ইউক্যারিওটিক কোষ: এই কোষের রাইবোজোম 80S প্রকৃতির হয়।


৮) প্রোক্যারিওটিক কোষ: বিভাজন, উপবৃদ্ধি অথবা কোরকোদগম পদ্ধতির মাধ্যমে কোষ বিভাজন ঘটে।

     ইউক্যারিওটিক কোষ: মাইটোসিস অথবা মিয়োসিস পদ্ধতির মাধ্যমে কোষ বিভাজন ঘটে।


এবারে দেখে নেয়া যাক কিছু প্রশ্ন উত্তর।

প্রশ্ন উত্তর

• ডিকটিওজোম কাকে বলে?

উদ্ভিদ কোষের গলগি বস্তু (Golgi bodies) কে ডিকটিওজোম বলে।


• গলগি বস্তু বা গলগি বডি (Golgi bodies) কাকে বলে?

আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছে চ্যাপ্টা তুলির মত যে সমস্ত অঙ্গাণু পরপর সমান্তরাল ভাবে সাজানো থাকে তাদের একসঙ্গে গলগি বস্তু বা গলগি বডিস বলে।


• লাইসোজোম (Lysosome) কাকে বলে?

আদর্শ কোশ বা ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজম এর, বিশেষ করে প্রাণী কোষে যে পর্দা বেষ্টিত ছোট্ট থলির মতো অঙ্গাণুগুলি থাকে তাদের লাইসোজোম বলে।


• কোষের শক্তিঘর কাকে বলে?

মাইটোকনড্রিয়া (Mitochondria) কে কোষের শক্তিঘর বলে।


• মাইটোকনড্রিয়া (Mitochondria) কাকে বলে?

আদর্শ কোষের সাইটোপ্লাজম এ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দন্ডাকার, সূত্রাকার, গোলাকার ইত্যাদি যে সমস্ত অঙ্গাণুর মধ্যে কোষের শক্তি উৎপন্ন হয় তাদের মাইটোকনড্রিয়া বলে।


• এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (Endoplasmic Reticulum) কাকে বলে?

কোষের সাইটোপ্লাজম এর ধাত্র যে অসংখ্য সরু ও শাখান্বিত নালিকা দিয়ে অনিয়মিত প্রকোষ্ঠে বিভক্ত থাকে সেইসব নালিকাগুলিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (Endoplasmic Reticulum) বলে।


• আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষে কি নিউক্লিওলাস থাকে?

না, প্রোক্যারিওটিক কোষে নিউক্লিওলাস থাকে না।


• মানুষের শরীরে কোন কোষ থাকে? (ক) প্রোক্যারিওটিক (খ) ইউক্যারিওটিক কোষ

মানুষ যেহেতু উন্নত প্রাণী তাই মানুষের শরীরে আদর্শ কোশ বা ইউক্যারিওটিক কোষ থাকে।


• নিউক্লিওপ্লাজম কি?

নিউক্লিয়াস মধ্যস্থ তরল ধাত্র বিশেষ হলো নিউক্লিওপ্লাজম।


• প্রোটোপ্লাজম (Protoplasm) কাকে বলে?

কোষ পর্দা ঘেরা কোষ মধ্যস্থ সমগ্র সজীব অংশটিকে প্রোটোপ্লাজম (Protoplasm) বলে।


ধন্যবাদ আপনাকে বিজ্ঞানবুক পড়ার জন্য, পড়তে থাকুন বিজ্ঞানবুক, ফলো করুন বিজ্ঞানবুক সোশ্যাল মিডিয়াতে, শেয়ার করুন বিজ্ঞানবুকের আর্টিকেলগুলি আপনার বন্ধুদের সঙ্গে, ধন্যবাদ।।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন