নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে আমরা আলোচনা করবো পিটুইটারি গ্রন্থি নিঃসৃত বিভিন্ন হরমোনের কাজ সম্বন্ধে। তাহলে চলুন শুরু করা।
১) A.C.T.H. বা অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোন (A.C.T.H. or Adrenocorticotropic Hormone)
• A.C.T.H. বা অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোনের কাজ (Functions of Adrenocorticotropic Hormone or A.C.T.H.)
i) অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।
ii) অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করে তার ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
iii) A.C.T.H. বা অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোনের ক্ষরণ বেড়ে গেলে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স এর ক্ষরণ বেড়ে গিয়ে কুশিং বর্ণিত রোগ হয়।
২) G.H. বা গ্রোথ হরমোন বা বৃদ্ধি পোষক হরমোন (G.H. or Growth hormone)
• G.H. বা গ্রোথ হরমোনের কাজ (Functions of Growth hormone or G.H.)
i) মানবদেহের তথা প্রাণীদেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটায় এই হরমোন।
ii) অস্থি ও তরুণাস্থি এর দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায় এই হরমোন।
iii) শর্করা, প্রোটিন ও ফ্যাট বিপাকে সাহায্য করে গ্রোথ হরমোন।
iv) G.H. বা গ্রোথ হরমোনের কম ক্ষরণের ফলে বামনত্ব বা ডোয়ারফিজম (Dwarfism) রোগ হয় এবং অধিক ক্ষরণের ফলে অতিকায়ত্ব বা জাইগ্যানটিজম (Gigantism) বা অ্যাক্রোমেগালি (Acromegaly) রোগ হয়।
আরও দেখুন : হরমোনের বৈশিষ্ট্য
৩) T.S.H. বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (T.S.H. or Thyroid Stimulating Hormone)
• T.S.H. বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ (Functions of Thyroid Stimulating Hormone or T.S.H.)
i) থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে এই হরমোন।
ii) থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে তার ক্ষরণ নিয়ন্ত্রণ করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।
iii) দেহের আয়োডিন বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করে T.S.H. বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।
iv) T.S.H. বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কম ক্ষরণের ফলে থাইরয়েড এর ক্ষরণ হ্রাস পায় এবং ক্ষরণ বেড়ে গেলে থাইরয়েড গ্রন্থির আকার বৃদ্ধি পায়।
আরও দেখুন : থাইরক্সিন
৪) G.T.H. বা গোনাডো ট্রপিন হরমোন (G.T.H. or Gonadotropin Hormone)
• G.T.H. বা গোনাডো ট্রপিন হরমোনের কাজ (Functions of Gonadotropin Hormone or G.T.H.)
গোনাডো বা জননগ্রন্থির (শুক্রাশয় এবং ডিম্বাশয়) বৃদ্ধি এবং কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে এই হরমোন। বিভিন্ন গোনাডো ট্রপিন হরমোনের কাজ —
i) F.S.H. বা ফলিকল স্টিমুলেটিং হরমোন (F.S.H. or Follicle Stimulating Hormone)
এই হরমোন স্ত্রী দেহে ডিম্বাশয় এর গ্রাফিয়ান ফলিকল (Graafian follicle) বা ডিম্বথলির বৃদ্ধিতে সাহায্য করে এবং এর থেকে ইস্ট্রোজেন হরমোন (Estrogen hormone) ক্ষরিত হতে সাহায্য করে।
ii) I.C.S.H. বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন (I.C.S.H. or Interstitial Cell Stimulating Hormone)
এই হরমোন পুরুষ দেহে শুক্রাশয় এর ইন্টারস্টিশিয়াল কোশসমূহকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোনের (Testosterone hormone) ক্ষরণে সাহায্য করে।
iii) L.H. বা লিউটিনাইজিং হরমোন (L.H. or Luteinizing hormone)
এই হরমোন স্ত্রী দেহের ডিম্বাশয়ের করপাস লিউটিয়াম (Corpus Luteum) বা পীত গ্রন্থি গঠনে সাহায্য করে এবং এর থেকে প্রজেস্টেরণ হরমোন (Progesterone hormone) ক্ষরণে সাহায্য করে।
iv) প্রোল্যাকটিন বা L.T.H. বা লিউটো ট্রফিক হরমোন (Prolactin or L.T.H. or Luteotropic Hormone)
এই হরমোন মাতৃ দেহে স্তনদুগ্ধ ক্ষরণে সাহায্য করে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজ্ঞানবুক পড়ার জন্য।
এভাবেই পড়তে থাকুন বিজ্ঞানবুক।
ফলো করুন বিজ্ঞানবুক ফেসবুক, টুইটারে।
এই আর্টিকেলটি আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন।
সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল থেকে আপনি পাবেন বিভিন্ন বিষয়ের উপর পডকাস্ট বা অডিওবুক। এছাড়াও আপনি আরো অনেক আপডেট পাবেন।
ফলো করুন বিজ্ঞানবুক গুগল নিউজে। একেবারে উপরের দিকে গুগল নিউজের লিংক দেওয়া আছে।
আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পড়তে থাকুন, দেখতে থাকুন বিজ্ঞানবুক।