classes
classes
 *West Bengal board only.

অঙ্গজ জননের গুরুত্ব

{tocify} $title={এক নজরে শিরোনাম}
অঙ্গজ জননের গুরুত্ব


অঙ্গজ জননের গুরুত্ব

  1. এই জননের মাধ্যমে মাতৃ উদ্ভিদের মতো একইরকম গুণসম্পন্ন অপত্য উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব, ফলে বংশপরম্পরায় বিশুদ্ধ গুণের ধারাবাহিকতা বজায় থাকে।
  2. অঙ্গজ জননের মাধ্যমে অল্প সময়ের মধ্যে অনেক অপত্য উদ্ভিদ উৎপন্ন করা যায়।
  3. অঙ্গজ জননের মাধ্যমে সৃষ্ট অপত্য উদ্ভিদে দ্রুত ফল ও ফুল জন্মায়।
  4. এই জনন পদ্ধতিতে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদের সৃষ্টি হয় না।
  5. অপত্য উদ্ভিদগুলির অভিযোজন ক্ষমতা কমে যাওয়ায় তারা প্রতিকূল বা নতুন পরিবেশে নিজেদের খাপ খাওয়াতে পারে না, ফলে প্রজাতির অবলুপ্তি হয়ে যাবার সম্ভাবনা থাকে।
  6. অঙ্গজ জননের দ্বারা স্বল্প পরিসরে অসংখ্য উদ্ভিদ জন্মায়, ফলে অনেক উদ্ভিদই দুর্বল হয়ে পড়ে এবং অকালে মারা যায়।

অঙ্গজ জনন কাকে বলে ?
যে পদ্ধতিতে জনিতৃ উদ্ভিদের দেহের কোনো অংশ প্রত্যক্ষভাবে বংশবিস্তারে অংশগ্রহণ করে তাকে উদ্ভিদের অঙ্গজ জনন বলে।
Importance of Vegetative Reproduction
বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন