{tocify} $title={এক নজরে শিরোনাম}
অঙ্গজ জননের গুরুত্ব
- এই জননের মাধ্যমে মাতৃ উদ্ভিদের মতো একইরকম গুণসম্পন্ন অপত্য উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব, ফলে বংশপরম্পরায় বিশুদ্ধ গুণের ধারাবাহিকতা বজায় থাকে।
- অঙ্গজ জননের মাধ্যমে অল্প সময়ের মধ্যে অনেক অপত্য উদ্ভিদ উৎপন্ন করা যায়।
- অঙ্গজ জননের মাধ্যমে সৃষ্ট অপত্য উদ্ভিদে দ্রুত ফল ও ফুল জন্মায়।
- এই জনন পদ্ধতিতে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদের সৃষ্টি হয় না।
- অপত্য উদ্ভিদগুলির অভিযোজন ক্ষমতা কমে যাওয়ায় তারা প্রতিকূল বা নতুন পরিবেশে নিজেদের খাপ খাওয়াতে পারে না, ফলে প্রজাতির অবলুপ্তি হয়ে যাবার সম্ভাবনা থাকে।
- অঙ্গজ জননের দ্বারা স্বল্প পরিসরে অসংখ্য উদ্ভিদ জন্মায়, ফলে অনেক উদ্ভিদই দুর্বল হয়ে পড়ে এবং অকালে মারা যায়।
◼ অঙ্গজ জনন কাকে বলে ?
যে পদ্ধতিতে জনিতৃ উদ্ভিদের দেহের কোনো অংশ প্রত্যক্ষভাবে বংশবিস্তারে অংশগ্রহণ করে তাকে উদ্ভিদের অঙ্গজ জনন বলে।
Importance of Vegetative Reproduction