classes
classes
 *West Bengal board only.

✨ পার্থক্য: দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য

{tocify} $title={এক নজরে শিরোনাম}

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে আমরা জানবো দুরত্ব এবং সরণের পার্থক্য। এর সাথে সাথেই জানবো দূরত্ব এবং সরণের সম্পর্কে আরো কিছু। তাহলে চলুন শুরু করা যাক।

Bigyanbook

দূরত্ব কাকে বলে?

সময়ের সঙ্গে একটি বস্তুর বা কণার অবস্থানের পরিবর্তন হলে, তার প্রাথমিক ও অন্তিম অবস্থানের মাঝে অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে ওই বস্তু বা কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব বলে।


দূরত্ব কোন রাশি?

দূরত্বের মান আছে কিন্তু অভিমুখ নেই তাই দুরত্ব হলো স্কেলার রাশি।


দূরত্বের একক (Distance Unit) :

দুরত্ব এর এস আই একক হলো মিটার (m) এবং দুরত্ব এর সিজিএস একক হলো সেন্টিমিটার (cm)।


সরণ কাকে বলে?

সময়ের সঙ্গে একটি বস্তুর বা কণার অবস্থানের পরিবর্তন হলে তার প্রাথমিক ও অন্তিম অবস্থানের মাঝে সরলরৈখিক দুরত্বকে সরণ বলে।


সরণ কোন রাশি?

সরণের মান এবং অভিমুখ উভয় আছে তাই সরণ হলো ভেক্টর রাশি।


সরণের একক

সরণের এস আই একক মিটার (m) এবং সরণের সিজিএস একক সেন্টিমিটার (cm)।


দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য (Difference between distance and displacement)

দূরত্ব

সরণ

১) সময়ের সঙ্গে একটি বস্তুর বা কণার অবস্থানের পরিবর্তন হলে, তার প্রাথমিক ও অন্তিম অবস্থানের মাঝে অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে ওই বস্তু বা কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব বলে।

১) সময়ের সঙ্গে একটি বস্তুর বা কণার অবস্থানের পরিবর্তন হলে তার প্রাথমিক ও অন্তিম অবস্থানের মাঝে সরলরৈখিক দুরত্বকে সরণ বলে।

২) দুরত্বের মান আছে, অভিমুখ নেই - স্কেলার রাশি।

২) সরণের মান, অভিমুখ উভয় আছে - ভেক্টর রাশি।

৩) একটি গতিশীল বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না।

৩) একটি গতিশীল বস্তুর সরণ শূন্য হতে পারে।

৪) কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বের মান ওই বস্তুর সরণের থেকে বেশি অথবা তার সমান হয়।

৪) কোনো বস্তুর সরণ তার অতিক্রান্ত দূরত্বের থেকে কম অথবা সমান হয়।

প্রশ্ন উত্তর

স্কেলার রাশি কাকে বলে? (What is Scalar quantities?)

উত্তর : যেসব ভৌতরাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে।

উদাহরণ : দৈর্ঘ্য, আয়তন, ভর, ঘনত্ব, দ্রুতি ইত্যাদি।


ভেক্টর রাশি কাকে বলে? (What is Vector quantities?)

উত্তর : যেসব ভৌতরাশির মান এবং অভিমুখ উভয় আছে তাদের ভেক্টর রাশি বলে।


আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজ্ঞানবুক পড়ার জন্য।পড়তে থাকুন বিজ্ঞানবুক।

ফলো করুন বিজ্ঞানবুক ফেসবুকে

এই আর্টিকেলটি আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন।

সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল থেকে আপনি পাবেন বিভিন্ন বিষয়ের উপর পডকাস্ট বা অডিওবুক। এছাড়াও আপনি আরো অনেক আপডেট পাবেন।

ফলো করুন বিজ্ঞানবুক গুগল নিউজে। একেবারে উপরের দিকে গুগল নিউজের লিংক দেওয়া আছে।

আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পড়তে থাকুন, দেখতে থাকুন বিজ্ঞানবুক।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন