নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো মাইকোরাইজা সম্পর্কে। মাইক্রোরাইজার সংজ্ঞা, উদাহরণ, মাইকোরাইজার প্রকারভেদ প্রকৃতি সম্পর্কে আমরা এই আর্টিকেলে জানবো। তাহলে চলুন শুরু করা যাক।
• মাইকোরাইজা কাকে বলে ? | What is mycorrhiza ?
মৃত্তিকাস্থিত ছত্রাকের সঙ্গে উদ্ভিদ মূলের যে মিথোজীবী সম্পর্কের ফলে উভয় গোষ্ঠীর মধ্যে পুষ্টি উপাদান সমূহের দ্বিমুখী প্রবাহ ঘটে তাকে মাইকোরাইজা বলে।
Mycos = ছত্রাক, Rhiza = মূল
বিজ্ঞানী আলবার্ট ফ্রাঙ্ক সর্বপ্রথম মাইকোরাইজা শব্দটির ব্যবহার করেন।
আনুমানিক 90% স্থলজ উদ্ভিদ মূলেই মাইকোরাইজা গঠিত হয়।
• মাইকোরাইজার প্রকারভেদ | Types of mycorrhiza
বিজ্ঞানী হারলে এবং স্মিথ ছত্রাক ও উদ্ভিদের মূলের সম্মিলিত গঠন প্রকৃতির ভিত্তিতে মাইকোরাইজা কে আটটি ভাগে ভাগ করেন। এগুলি হল —
১) এক্টোমাইকোরাইজা (Ectomycorrhiza)
২) এন্ডোমাইকোরাইজা (Endomycorrhiza)
৩) এক্টেন্ডোমাইকোরাইজা (Ectendomycorrhiza)
৪) অর্কিডেসিয়াস (Orchidaceous)
৫) এরিকয়েড (Ericoid)
৬) আর্বুটয়েড (Arbutoid)
৭) মনোট্রোপয়েড (Monotropoid)
৮) অফিওগ্লোসোয়েড (Ophioglossoid)
এবারে আমরা দেখবো বিভিন্ন প্রকারের মাইকোরাইজার সম্পর্কে বিস্তারিত।
• এক্টোমাইকোরাইজা | Ectomycorrhiza
এক্টোমাইকোরাইজা শুধুমাত্র কাষ্ঠল গুল্ম এবং বৃক্ষের মূলে লক্ষ্য করা যায়। পাইন, বিচ, স্প্রুস প্রভৃতি অরণ্য সৃষ্টিকারী উদ্ভিদ এক্টোমাইকোরাইজা গঠন করে।
এক্টোমাইকোরাইজা ছত্রাক উদ্ভিদ মূলের পৃষ্ঠতলে একটি আবরণী স্তর সৃষ্টি করে একে ম্যান্টেল বলে।
এক্টোমাইকোরাইজা গঠনকারী ছত্রাকের উদাহরণ হল, ব্যাসিডিওমাইকোটিনার অন্তর্ভুক্ত অ্যাগারিকেলিস বর্গের বিভিন্ন ছত্রাক (Amanita , Russule , Tricholoma ), গ্যাসেটেরোমাইসেটিসের Rhizopogon , Scleroderma প্রভৃতি প্রজাতি এবং অ্যাসকোমাইকোটিনার সীমিত সংখ্যক প্রজাতি (Tuber melanospora )।
» আবরণী মাইকোরাইজা কাকে বলে ? | What is sheathing mycorrhiza ?
এক্টোমাইকোরাইজার ছত্রাক উদ্ভিদে মূলের বাইরের দিকে একটি আবরণ সৃষ্টি করে তাই এই ধরনের মাইকোরাইজাকে আবরণী মাইকোরাইজা বলে।
» হার্টিগ জাল কাকে বলে ? | What is hartig net ?
ছত্রাকের মাইসেলিয়াম মূলে প্রবেশ করে আন্তঃকোষীয় ভাবে বৃদ্ধি পায় এবং বহিঃস্তরে জালক সৃষ্টি করে, এই জালককে হার্টিগ জাল (Hartig net) বলে।
• এন্ডোমাইকোরাইজা | Endomycorrhiza
এন্ডোমাইকোরাইজা পোষক কোষের অভ্যন্তরে বিস্তার লাভ করে। ব্রায়োফাইট, টেরিডোফাইট সহ প্রায় 90% স্থলজ উদ্ভিদে এন্ডোমাইকোরাইজা দেখা যায়।
এন্ডোমাইকোরাইজা অ্যাপ্রেসোরিয়াম (Appressorium) গঠনের মাধ্যমে উদ্ভিদ মূলকে আক্রমণ করে।
এন্ডোমাইকোরাইজার ছত্রাক উদ্ভিদ পোষক মূল এর বাইরে ম্যানটেল গঠন করে না।
এন্ডোমাইকোরাইজার ছত্রাক বাধ্যতামূলক বায়োট্রফ (Obligate biotroph) প্রকৃতির হয়। কারণ, পুষ্টিগত দিক দিয়ে এন্ডোমাইকোরাইজার বৃদ্ধি পোষক উদ্ভিদ ছাড়া ঘটে না।
• এক্টেন্ডোমাইকোরাইজা | Ectendomycorrhiza
এই ধরনের মাইকোরাইজাতে এক্টোমাইকোরাইজা এবং এন্ডোমাইকোরাইজার মধ্যবর্তী বৈশিষ্ট্যগুলি দেখা যায় বলে এদের এক্টেন্ডোমাইকোরাইজা বলে।
এরিকেসি গোত্রের Arbutus এবং Arctostaphylos গণ দুটিতে এক্টেন্ডোমাইকোরাইজা দেখা যায়।
এই মাইকোরাইজাতে হার্টিগ জালিকা গঠিত হয় না।
• অর্কিডেসিয়াস মাইকোরাইজা | Orchidaceous mycorrhiza
Rhizoctonia , Corticum প্রভৃতি ছত্রাক উদ্ভিদে অর্কিডেসিয়াস মাইকোরাইজা দেখা যায়।
• এরিকয়েড মাইকোরাইজা | Ericoid mycorrhiza
এই ধরনের মাইকোরাইজা দেখা যায় এরিকেসি গোত্রের Erica , Calluna , Vaccinum , Rhododendron প্রভৃতি গণে।
এই ধরনের মাইকোরাইজার ছত্রাক ধীরগতিতে বৃদ্ধি পায়।
• মনোট্রোপয়েড মাইকোরাইজা | Monotropoid mycorrhiza
Monotropa hypopitys নামের ক্লোরোফিল বিহীন মৃতজীবী বীরুৎ জাতীয় উদ্ভিদের রসালো মূলে Boletus ছত্রাক মনোট্রোপয়েড মাইকোরাইজা গঠন করে।
এই ধরনের মাইকোরাইজার ছত্রাক উদ্ভিদের মূলে অনুসূত্রের আবরণী সৃষ্টি করে এবং বাইরের দিকে হার্টিগ জাল গঠন করে।
• মাইকোরাইজার উপকারী ভূমিকা | Beneficial role of mycorrhiza
১) মাইকোরাইজার ছত্রাক জীবজ পদ্ধতিতে খনিজ পদার্থের নিষ্কাশন ঘটিয়ে (Biological weathering) মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি করে।
২) মাইকোরাইজার উপস্থিতির ফলে পোষক উদ্ভিদের রোগ সংক্রমণের সম্ভাবনা কমে যায়। কারণ, a) উদ্ভিদের মূলে লিগনিন এর পরিমাণ বাড়ায় কোষ প্রাচীর স্থুল হয়। b) মাইকোরাইজার ম্যান্টেল ছত্রাক ঘটিত আক্রমণের ক্ষেত্রে ভৌত বাধার সৃষ্টি করে। c) মাইকোরাইজা অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক উৎপন্ন করে যা উদ্ভিদকে রোগ আক্রমণ থেকে বাঁচায়। d) মাইকোরাইজা উদ্ভিদের মূল সংলগ্ন অঞ্চলে (Rhizosphere) অনুজীবের সংখ্যা কমিয়ে দেয়।
৩) মাইকোরাইজা উদ্ভিদে N, P, K, Ca ও Zn এর পরিবহনের মাত্রা বাড়িয়ে পুষ্টি প্রদান করে।
৪) মাইকোরাইজা উদ্ভিদে জিব্বারেলিন, অক্সিন প্রভৃতি হরমোনের উৎপাদন করে উদ্ভিদের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে।
৫) বর্তমানে কৃষিক্ষেত্রে VAM (Vasicular Arbuscular Mycorrhiza) কে জীবজ সার হিসেবে মৃত্তিকায় প্রয়োগ করা হয়।
✓ সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল এবং পান বিভিন্ন নতুন নতুন ভিডিও আপডেট এবং বিভিন্ন নতুন নতুন বিষয়ের ওপর অডিও পডকাস্ট। এই অডিও পডকাস্ট এ আপনি পাবেন একটি বিষয়ের উপর সম্পুর্ণ আলোচনা। আর এই সবকিছুই পাবেন আপনি বিজ্ঞান বুকের ইউটিউব চ্যানেলে। তাই এখনই ইউটিউব এ যান আর গিয়ে সাবসক্রাইব করুন বিজ্ঞান বুক এর ইউটিউব চ্যানেল। আপনি সরাসরি ওয়েবসাইটের উপরের দিকে অথবা নিচের দিকে যে ইউটিউব এর আইকন রয়েছে তাতে ক্লিক করে যেতে পারেন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন এখনি।
✓ আপনি লাইক এবং ফলো করতে পারেন বিজ্ঞানবুক এর ফেসবুক পেজ। ফেসবুক পেজে আপনি পাবেন বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট।
✓ আপনি ফলো করতে পারেন বিজ্ঞানবুকের টুইটার হ্যান্ডেল। বিজ্ঞানবুকের টুইটার হ্যান্ডেলে আপনি পাবেন বিভিন্ন ধরনের নতুন নতুন পোস্টের আপডেটস।
✓ আপনি ফলো করতে পারেন বিজ্ঞান বুকে গুগল নিউজে। উপরের দিকে লেখা গুগল নিউজ লেখাটিতে ক্লিক করে আপনি সরাসরি যেতে পারেন গুগোল নিউজে।
✓ শেয়ার করুন বিজ্ঞানবুক এর বিভিন্ন আর্টিকেলস আপনার বন্ধুদেরকে।
✓ পড়তে থাকুন বিজ্ঞানবুক।
✓ আপনাকে অসংখ্য ধন্যবাদ ।।