নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই আর্টিকেলে আমরা দেখবো টেরিডোফাইটা এবং জিম্নোস্পার্ম এর মধ্যে পার্থক্য। তাহলে চলুন শুরু করা যাক।
টেরিডোফাইটা ও জিমনোস্পার্মের পার্থক্য | Difference between Pteridophytes and Gymnosperms
১) টেরিডোফাইটা : অধিকাংশ টেরিডোফাইটা সমরেণু বা হোমোস্পোরাস প্রকৃতির হয়।
১) জিমনোস্পার্ম : অধিকাংশ জিম্নোস্পার্ম বিষমরেণু বা হেটারোস্পোরাস প্রকৃতির হয়।
২) টেরিডোফাইটা : টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদের কান্ড রাইজোম প্রকৃতির হয়।
২) জিমনোস্পার্ম : জিম্নোস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদের কান্ড বায়বীয় প্রকৃতির হয়।
৩) টেরিডোফাইটা : টেরিডোফাইটা উদ্ভিদের মূল অস্থানিক প্রকৃতির হয় এবং এদের অস্থানিক মূলতন্ত্র (adventitious root system) দেখা যায়।
৩) জিমনোস্পার্ম : ব্যক্তবীজী বা জিম্নোস্পার্ম উদ্ভিদের ক্ষেত্রে প্রধান মূলতন্ত্র দেখা যায়।
৪) টেরিডোফাইটা : টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদ বীজ উৎপাদনে অক্ষম, এরা বীজ উৎপাদন করতে পারে না।
৪) জিমনোস্পার্ম : জিম্নোস্পার্ম বা ব্যক্তবীজী জাতীয় উদ্ভিদ বীজ উৎপাদনে সক্ষম, এরা বীজ উৎপাদন করতে পারে।
৫) টেরিডোফাইটা : অধিকাংশ টেরিডোফাইটার কাণ্ডে গৌণ বৃদ্ধি দেখা যায় না।
৫) জিমনোস্পার্ম : জিমনোস্পার্ম ব্যক্তবীজী উদ্ভিদের কান্ডের গৌণ বৃদ্ধি দেখা যায়।
৬) টেরিডোফাইটা : রেনু অঙ্কুরোদগমের সময় টেরিডোফাইটের ক্ষেত্রে কোনো প্রকারের রেণুনালিকার সৃষ্টি হয় না।
৬) জিমনোস্পার্ম : ব্যক্তবীজী উদ্ভিদ বা জিম্নোস্পার্ম এর পরাগরেণু অঙ্কুরোদগমের সময় পরাগনালিকার সৃষ্টি হয়।
৭) টেরিডোফাইটা : টেরিডোফাইটা উদ্ভিদের মেগাস্পোর ইনটেগুমেন্ট নামের আবরণী স্তর দ্বারা আবৃত থাকে না। টেরিডোফাইটার মেগাস্পোরাঞ্জিয়াম কোন ছিদ্র দ্বারা বাইরে উন্মুক্ত থাকে না।
৭) জিমনোস্পার্ম : জিম্নোস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদের মেগাস্পোর ইনটেগুমেন্ট নামের আবরণী দ্বারা আবৃত থাকে। এক্ষেত্রে ডিম্বক গঠিত হয়। ডিম্বক মাইক্রোপাইন প্রান্তে একটি ছিদ্রের দ্বারা বাইরে উন্মুক্ত থাকে।
৮) টেরিডোফাইটা : টেরিডোফাইটা উদ্ভিদের মেগাস্পোর, মেগাস্পোরাঞ্জিয়াম এর মধ্যে স্থায়ীভাবে নিমজ্জিত থাকে না।
৮) জিমনোস্পার্ম : ব্যক্তবীজী উদ্ভিদের মেগাস্পোর ডিম্বকের নিউসেলাস এর মধ্যে স্থায়ীভাবে নিমজ্জিত অবস্থায় থাকে।
৯) টেরিডোফাইটা : টেরিডোফাইটা উদ্ভিদের স্ত্রীধানীতে গ্রীবা নালিকোশ (neek canal cell) উপস্থিতি দেখা যায়।
৯) জিমনোস্পার্ম : জিম্নোস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদের স্ত্রীধানীর গ্রীবা নালিকোশ থাকে না।
১০) টেরিডোফাইটা : টেরিডোফাইটা উদ্ভিদের ক্ষেত্রে ভ্রূণ উৎপাদনকালে জাইগোট নিউক্লিয়াসের মুক্ত বিভাজন ঘটে না।
১০) জিমনোস্পার্ম : ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে ভ্রূণ উৎপাদনকালে জাইগোট নিউক্লিয়াসের মুক্ত নিউক্লিয়াস বিভাজন ঘটে।
» পান বিজ্ঞানবুকের সমস্ত আপডেটস সরাসরি আপনার ইমেলে। নীচে আপনার ইমেল দিয়ে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন।
» সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক ইউটিউবে। লাইক, ফলো করুন বিজ্ঞানবুক ফেসবুক, টুইটারে।
» শেয়ার করুন বিজ্ঞানবুকের আর্টিকেলগুলি আপনার বন্ধুদের সঙ্গে।
» কোনো প্রশ্ন থাকলে, বা কোনো মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।
» পড়তে থাকুন বিজ্ঞানবুক।
» আপনাকে অসংখ্য ধন্যবাদ ।।