classes
classes
 *West Bengal board only.

ক্রোমোজোম ঘটিত মিউটেশন | Chromosomal mutation

{tocify} $title={এক নজরে শিরোনাম}

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো ক্রোমোজোম ঘটিত মিউটেশন সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


মিউটেশন দুই প্রকারের হয়, ১) জিন ঘটিত মিউটেশন (Gene mutation) ও ২) ক্রোমোজোম ঘটিত মিউটেশন (Chromosomal mutation)। এই আর্টিকেলের শুধু আমরা জানবো ক্রোমোজোম ঘটিত মিউটেশন সম্পর্কে। প্রথমেই আমরা দেখব ক্রোমোজোম ঘটিত মিউটেশন এর সংজ্ঞা।

• ক্রোমোজোম ঘটিত মিউটেশন কাকে বলে ? | What is Chromosomal mutation ?

ক্রোমোজোমের গঠন বা ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তনের ফলে যখন কোনো জীবে চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে তখন তাকে ক্রোমোজোম ঘটিত মিউটেশন বলে।


বেশিরভাগক্ষেত্রে এই ক্রোমোজোম ঘটিত মিউটেশনের ফলে জীবের বিভিন্ন ক্ষতিকারক প্রভাব সৃষ্টি হয়। এই ক্রোমোজোম ঘটিত মিউটেশনের ফলে জীবের যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে সেগুলি বংশপরম্পরায় সঞ্চারণ ঘটে না। আবার এই ক্রোমোজোম ঘটিত মিউটেশনের ফলে যে সমস্ত পরিবর্তনগুলি ঘটে সেগুলি অভিব্যক্তির কাজে লাগে।


জিনোম কাকে বলে ? | What is Genome ?

কোন জীব যে রকম জিন সম্ভারের অধিকারী তাকে জিনোম বলে।


ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে দুই সেট ক্রোমোজোম এর মধ্যেই জিন মজুত থাকে। তবে এই দুই সেট ক্রোমোজোমের মজুত থাকা জিন গুলির সমস্ত জিনই হ্যাপ্লয়েড ক্রোমোজোমে সেটে পাওয়া যাবে। এই কারণে এদের হ্যাপ্লয়েড ক্রোমোজোমের সেটই জিনোমের পরিচায়ক হয়।

অনেক সময় জিনগত পরিবর্তনের ফলে পুরো জিনোমের চরিত্র বদলে যেতে পারে, তখন এই ঘটনাকে জিনোম মিউটেশন বলে।


জিনোম মিউটেশন কাকে বলে ? | What is Genome mutation ?

জিনগত পরিবর্তনের ফলে যখন পুরো জিনোমের চরিত্র বদলে যায় তখন তাকে জিনোম মিউটেশন বলে।


ক্রোমোজোমের সংখ্যাভিত্তিক পরিবর্তন (Numerical changes of chromosome)

ক্রোমোজোমের স্বাভাবিক সংখ্যার দুই ধরনের পরিবর্তন ঘটে ১) ইউপ্লয়েডি এবং ২) অ্যানিউপ্লয়েডি।


         » ১) ইউপ্লয়েডি (Euploidy)

         ক্রোমোজোমের হ্যাপ্লয়েড অথবা ডিপ্লয়েড সেট যখন গুণিতকে বৃদ্ধি অথবা হ্রাস পায় তখন তাকে ইউপ্লয়েডি বলে। ইউপলয়েডি বিভিন্ন ধরনের হয়। যেমন — মনোপ্লয়েডি (Monoploidy), ট্রিপ্লয়েডি (Triploidy), টেট্রাপ্লয়েডি (Tetraploidy), অটোপলিপ্লয়েডি (Autopolyploidy), অ্যালোপলিপ্লয়েডি (Allopolyploidy)।


         » ২) অ্যানিউপ্লয়েডি (Aneuploidy)

         ক্রোমোজোম সেট সংখ্যার অর্থাৎ মোট ক্রোমোজোম গুণিতকে বৃদ্ধি বা হ্রাস না হয়ে যদি এক বা একাধিক ক্রোমোজোম সংখ্যার বৃদ্ধি বা হ্রাস ঘটে তখন তাকে অ্যানিউপ্লয়েডি বলে।

অ্যানিউপ্লয়েডি দুই প্রকারের হয় হাইপোপ্লয়েডি এবং হাইপারপ্লয়েডি।


• হাইপোপ্লয়েডি কাকে বলে ? | What is Hypoploidy ?

ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যার সেট থেকে এক বা একাধিক ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেলে তাকে হাইপোপ্লয়েডি বলে।


• হাইপারপ্লয়েডি কাকে বলে ? | What is Hyperploidy ?

ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যার সেট এর সঙ্গে এক বা একাধিক ক্রোমোজোম যুক্ত হয়ে ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পেলে তাকে হাইপারপ্লয়েডি বলে।


হাইপোপ্লয়েডি কয়েক রকমের হয়, যেমন — ১) মনোজমি (Monosomy), ২) ডাবল মনোজমি (Double monosomy) এবং ৩) নালিজোমি (Nullisomy)।

হাইপারপ্লয়েডি বিভিন্ন ধরনের হয়, যেমন — ১) ট্রাইজোমি (Trisomy), ২) ডাবল ট্রাইজোমি (Double trisomy), ৩) টেট্রাজোমি (Tetrasomy), ৪) পেন্টাজোমি (Pentasomy) প্রভৃতি।



• ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন বা অস্বাভাবিকতা | Structural alteration of chromosome or chromosomal aberration

ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন চার ধরনের হয়, যথা — ১) ডিলিশন বা ডেফিসিয়েন্সি (Deletion or Deficiency), ২) ডুপ্লিকেশন (Duplication), ৩) ইনভারশন (Inversion) এবং ৪) ট্রান্সলোকেশন।


প্রশ্ন উত্তর

• ক্রোমোজোমাল অ্যাবারেশন কাকে বলে ? | What is Chromosomal aberration ?

ক্রোমোজোমের গঠনগত পরিবর্তনের ফলে জিনের সজ্জারীতির পরিবর্তনকে ক্রোমোজোমাল অ্যাবারেশন বলে।


• ডিলিশন কাকে বলে ? | What is Deletion ?

ক্রোমোজোমের যে গঠনগত বিকৃতির ফলে ক্রোমোজোমের একটি অংশ অপসারিত হয় এবং এর ফলস্বরুপ কিছু জিন বিলুপ্ত হয় তাকে ডিলিশন বা ডেফিসিয়েন্সি বলে ।


• ডুপ্লিকেশন কাকে বলে ? | What is duplication ?

ক্রোমোজোমের কোনো অংশ অথবা জিন যদি একাধিকবার ক্রোমোজোমে থাকে তখন তাকে ডুপ্লিকেশন বলে।


• ইনভারশন কাকে বলে ? | What is Inversion ?

একটি ক্রোমোজোমের কোনো একটি অংশ যদি বিচ্ছিন্ন হয়ে ১৮০° ঘূর্ণন এর পর অর্থাৎ বিপরীত সজ্জারীতিতে কর্তিত অংশে পুনরায় স্থাপিত হয় তখন তাকে ইনভারশন বলে।


• ট্রানসলোকেশন কাকে বলে ? | What is translocation ?

যে প্রক্রিয়ায় কোনো ক্রোমোজোমের একটি খণ্ড স্থানান্তরিত হয় অপর একটি অসমসংস্থ ক্রোমোজোমে যুক্ত হয় তখন তাকে ট্রানসলোকেশন বলে।



• লেথাল মিউটেশন কাকে বলে ? | What is lethal mutation ?

ডিলিশন এর ফলে অত্যাবশ্যক জিনগুলি অপসারিত হলে জীবের মৃত্যু ঘটতে পারে একে লেথাল মিউটেশন বলে।


• প্রান্তীয় ডিলিশন কী ? | What is terminal deletion ?

যখন ক্রোমোজোমের একপ্রান্ত থেকে কিছুটা অংশ অপসারিত হয় তখন তাকে প্রান্তীয় ডিলিশন বা টার্মিনাল ডিলিশন বলে।


• অন্তর্বর্তী ডিলিশন কাকে বলে ? | What is intercalary deletion ?

ক্রোমোজোমের অন্তর্বর্তী অঞ্চল থেকে কোন খন্ড অপসারিত হলে তখন তাকে অন্তর্বর্তী ডিলিশন বলে।


• ট্যানডেম ডুপ্লিকেশন কাকে বলে ? | What is tandem duplication ?

একটি ক্রোমোজোমের যে জিনগুলি অতিরিক্ত সংখ্যায় থাকে তাদের সজ্জরীতি যদি স্বাভাবিক অবস্থায় প্রাপ্ত ওই জিনগুলির সজ্জারীতির মতন হয়, তখন তাকে ট্যানডেম ডুপ্লিকেশন অথবা ট্যানডেম রিপিট বলে।


• পেরিসেন্ট্রিক ইনভারশন কাকে বলে ? | What is Pericentric inversion ?

ক্রোমোজোমের ইনভার্টেড অঞ্চলটিতে যদি সেন্ট্রোমিয়ার থাকে তখন তাকে পেরিসেন্ট্রিক ইনভার্শন বলে।


• প্যারাসেন্ট্রিক ইনভারশন কাকে বলে ? | What is Paracentric inversion ?

ক্রোমোজোমের ইনভার্টেড অঞ্চলটিতে যদি সেন্ট্রোমিয়ার না থাকে তখন তাকে প্যারাসেন্ট্রিক ইনভার্শন বলে।


• রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন কাকে বলে ? | What is Robertsonian translocation ?

যে ট্রান্সলোকেশনের ফলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলটি বিচ্ছিন্ন হয়ে অ্যাসেন্ট্রিক খন্ডের সৃষ্টি করে তাকে রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন বলে।


✓ সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল এবং পান বিভিন্ন নতুন নতুন ভিডিও আপডেট এবং বিভিন্ন নতুন নতুন বিষয়ের ওপর অডিও পডকাস্ট। এই অডিও পডকাস্ট এ আপনি পাবেন একটি বিষয়ের উপর সম্পুর্ণ আলোচনা। আর এই সবকিছুই পাবেন আপনি বিজ্ঞান বুকের ইউটিউব চ্যানেলে। তাই এখনই ইউটিউব এ যান আর গিয়ে সাবসক্রাইব করুন বিজ্ঞান বুক এর ইউটিউব চ্যানেল। আপনি সরাসরি ওয়েবসাইটের উপরের দিকে অথবা নিচের দিকে যে ইউটিউব এর আইকন রয়েছে তাতে ক্লিক করে যেতে পারেন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন এখনি।

✓ আপনি লাইক এবং ফলো করতে পারেন বিজ্ঞানবুক এর ফেসবুক পেজ। ফেসবুক পেজে আপনি পাবেন বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট।

✓ আপনি ফলো করতে পারেন বিজ্ঞানবুকের টুইটার হ্যান্ডেল। বিজ্ঞানবুকের টুইটার হ্যান্ডেলে আপনি পাবেন বিভিন্ন ধরনের নতুন নতুন পোস্টের আপডেটস।

✓ আপনি ফলো করতে পারেন বিজ্ঞান বুকে গুগল নিউজে। উপরের দিকে লেখা গুগল নিউজ লেখাটিতে ক্লিক করে আপনি সরাসরি যেতে পারেন গুগোল নিউজে।

✓ শেয়ার করুন বিজ্ঞানবুক এর বিভিন্ন আর্টিকেলস আপনার বন্ধুদেরকে।

✓ পড়তে থাকুন বিজ্ঞানবুক।

✓ আপনাকে অসংখ্য ধন্যবাদ ।।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন