নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে আমরা জানবো ব্যাকটেরিওফাজের লাইসোজেনিক চক্র সমন্ধে। তাহলে চলুন শুরু করা যাক।
• লাইসোজেনিক চক্র কী? | What is Lysogenic cycle?
যে পদ্ধতিতে ফাজ ভাইরাস পোষক ব্যাকটেরিয়ার কোশে প্রবেশ করার পর ভাইরাল DNA, ব্যাকটেরিয়াল DNA -এর সঙ্গে সংযুক্ত হয় এবং ব্যাকটেরিয়াল DNA-এর সঙ্গে একত্রে প্রতিলিপি গঠন করে কিন্তু পূর্ণাঙ্গ ভাইরাসরূপে পোষক ব্যাকটেরিয়ার কোশের বিদারণ ঘটিয়ে মুক্ত হয় না তাকে লাইসোজেনিক চক্র বলে।
✓ এবারে দেখে নেওয়া যাক লাইসোজেনিক চক্রের বিভিন্ন পর্যায় ।
লাইসোজেনিক চক্রের বিভিন্ন পর্যায়
১) পোষক ব্যাকটেরিয়ায় ফাজ DNA এর অণুপ্রবেশ (Entry of phage DNA in host bacterium)
লাইটিক চক্রের অনুরূপভাবে প্রথমে ফাজ ভাইরাস তার DNA অণুটিকে পোষক ব্যাকটেরিয়ার কোশের মধ্যে প্রবেশ করায় এবং প্রোটিন আবরণীটি পোষকের বাইরে থেকে যায়।
২) ব্যাকটেরিয়াল DNA -এর সঙ্গে ভাইরাল DNA -এর সংযুক্তি (Integration of viral DNA with bacterial DNA)
লাইসোজেনিক চক্রের এই পর্যায়ে ভাইরাল DNA অণুটি চক্রাকার হয়ে ব্যাকটেরিয়াল DNA অণুর কোনো কর্তিত অংশে গিয়ে সংযুক্ত হয়।
সংযুক্ত হওয়ার এই প্রক্রিয়াটির জন্য যে শর্তগুলি প্রয়োজন তাহলো —
A) ল্যামডা ফাজের DNA -এর পোষক দেহের মধ্যে অণুপ্রবেশ।
B) cl জিনের সক্রিয়তার প্রয়োজন। এই জিনের জন্য বিলম্বিত পর্যায়ের প্রোটিনগুলি (কোট প্রোটিন ও লাইসোজাইম) উৎপন্ন হতে পারে না। এই জিনের সক্রিয়তার কারণে ভাইরাল DNA -কে বেষ্টন করে প্রোটিন আবরণী তৈরি হতে পারে না।
C) নিউক্লিয়েজ উৎসেচক ব্যাকটেরিয়ার DNA -কে একটি স্থানে কেটে দেয়।
D) int জিনের প্রভাবে ইন্টিগ্ৰেজ উৎসেচক তৈরি হয় যা ভাইরাল DNA -কে, ব্যাকটেরিয়াল DNA এর সঙ্গে সংযুক্ত করে।
• লাইসোজেনির ফলাফল (Results of Lysogeny)
১) লাইসোজেনিক চক্রে যখন একটি ভাইরাল DNA, ব্যাকটেরিয়াল DNA -এর সঙ্গে সংযুক্ত হয় তখন সেই ব্যাকটেরিয়াকে অন্য কোনো ভাইরাস আক্রমণ করতে পারে না। অর্থাৎ, ওই ব্যাকটেরিয়াটি অন্য ভাইরাসের সাপেক্ষে অনাক্রম্যতা বা ইমিউনিটি (immunity) লাভ করে।
২) ভাইরাল DNA যদি বিশেষ কয়েকটি চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে ব্যাকটেরিয়াল DNA -এর সঙ্গে সংযুক্ত হয়, তাহলে ব্যাকটেরিয়াল DNA -তে নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। Corynebacterium diphtheriae যে টক্সিন নির্গত করে ডিপথেরিয়া (Diphtheria) রোগের সৃষ্টি করে, তার জিন লাইসোজেনিক ফাজের মাধ্যমে ব্যাকটেরিয়ায় কার্যকরী হয়। এই কারণে, লাইসোজেনিক ফাজ ভাইরাসটি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করলে তবেই ব্যাকটেরিয়াটি টক্সিন নির্গত করে এবং ডিপথেরিয়া রোগ সৃষ্টি করে।
প্রশ্ন উত্তর
• প্রোফাজ কাকে বলে? | What is Prophage?
উত্তর : ব্যাকটেরিয়ার DNA -এর সঙ্গে সংযুক্ত ভাইরাস DNA -কে প্রোফাজ বলে। এটি ব্যাকটেরিয়াতে সুপ্ত অবস্থায় থাকে।
• টেমপারেট ফাজ কাকে বলে? | What is Temperate phage?
উত্তর : যে সমস্ত ভাইরাস লাইসোজেনিক চক্রকে প্রদর্শন করে তাদের টেমপারেট ফাজ বলে। টেমপারেট ফাজ ভাইরাসের আক্রমণকে মৃদু আক্রমণ (temperate infection) বলে, কারণ এই ধরনের আক্রমণে পোষক কোশের বিদারণ ও মৃত্যু ঘটে না।
» পান বিজ্ঞানবুকের সমস্ত আপডেটস সরাসরি আপনার ইমেলে। নীচে আপনার ইমেল দিয়ে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন।
» সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক ইউটিউবে। লাইক, ফলো করুন বিজ্ঞানবুক ফেসবুক, টুইটারে।
» শেয়ার করুন বিজ্ঞানবুকের আর্টিকেলগুলি আপনার বন্ধুদের সঙ্গে।
» কোনো প্রশ্ন থাকলে, বা কোনো মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।
» পড়তে থাকুন বিজ্ঞানবুক।
» আপনাকে অসংখ্য ধন্যবাদ ।।