নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে আমরা জানবো কক্ এর মৌলিক নীতি সম্পর্কে। এর সাথে থাকবে আরো একাধিক তথ্য। তাহলে চলুন শুরু করা যাক।
ব্যাকটেরিওলজির জনক (Father of Bacteriology) বলা হয় রবার্ট কক্ (Robert Koch, 1843-1910) -কে। বিজ্ঞানী রবার্ট কক্ কতগুলি ধারাবাহিক ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করেন যে, কোনো রোগের জন্য কোনো নির্দিষ্ট অণুজীব দায়ী। একে কক্ এর মৌলিক নীতি (Koch's postulates) বলে। 1887 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট কক্ এই নীতির প্রবর্তন করেন।
• কক এর মৌলিক নীতি (Koch's postulates)
১) যে জীবাণুকে কোনো রোগের কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে, সেই জীবাণুকে প্রতিটি রোগাক্রান্ত জীবে উপস্থিত থাকতে হবে।
২) রোগাক্রান্ত জীবের (উদ্ভিদ) থেকে এই অণুজীবকে পৃথক করে বিশুদ্ধ কৃষ্টি বা কর্ষণ মাধ্যমে অণুজীব টির সংখ্যাবৃদ্ধি করানো হবে।
৩) সংখ্যাবৃদ্ধি করানোর পরে কৃষ্টি মাধ্যম থেকে অণুজীবটি নিয়ে সুস্থ জীবে (উদ্ভিদ) প্রবেশ বা বীজায়ন (Inoculate) করাতে হবে। এরপর পর্যবেক্ষণ করে দেখতে হবে যে, বীজায়িত জীব (উদ্ভিদ) অনুরূপ রোগ লক্ষণ প্রকাশ করছে কিনা।
৪) রোগাক্রান্ত জীবের থেকে প্রাপ্ত অনুজীবের প্রকৃতি এই পরীক্ষার দ্বিতীয় পর্যায়ে যে অণুজীব বা প্যাথোজেনকে পৃথক করা হয়েছিল এবং তা বিশুদ্ধ কৃষ্টি বা কর্ষণ মাধ্যমে সংখ্যাবৃদ্ধি করানো হয়েছিল তার সঙ্গে যদি হুবহু সদৃশ হয় তা হলে নিশ্চিত হওয়া যাবে যে, ওই অণুজীব বা প্যাথোজেনটিই রোগটির জন্য নিশ্চিতভাবে দায়ী।
✓ কক্ এর মৌলিক নীতি ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি অণুজীব বা প্যাথোজেনের ক্ষেত্রে কার্যকরী হলেও এই নীতি ভাইরাস, মাইকোপ্লাজমা এবং অন্যান্য বাধ্যতামূলক পরজীবীর ক্ষেত্রে কার্যকরী নয়। এর কারণ, ভাইরাস, মাইকোপ্লাজমা -এই ধরনের প্যাথোজেন কৃষ্টি মাধ্যমে বংশবৃদ্ধি করতে পারে না, তাই এদের ক্ষেত্রে কক্ এর মৌলিক নীতি প্রয়োগযোগ্য নয়।
এবারে দেখে নেওয়া যাক আরো কিছু তথ্য !!
প্রশ্ন উত্তর
• বায়োট্রফ কাকে বলে? | What is Biotroph?
উত্তর : যেসব জীব অন্য সজীব পোষক দেহের মধ্যে বৃদ্ধি লাভ এবং বংশবিস্তার করে কিন্তু পোষকদেহের অণুপস্থিতিতে সক্রিয় হয় না তাদের বায়োট্রফ (Biotroph) বলে।
উদাহরণ : আপেলের স্কাব (Scab) রোগ সৃষ্টিকারী Venturia ।
• একটি আদর্শ বায়োট্রফের উদাহরণ দাও।
উত্তর : গমের কৃষ্ণবর্ণ মরিচারোগ সৃষ্টিকারী ছত্রাক Puccinia graminis হলো একটি আদর্শ বায়োট্রফ। কারণ, এই পরজীবী শুধু গম এবং বারবেরি (প্রাথমিক পোষক ও গৌণ পোষক) গাছের মধ্যেই জীবনচক্র সম্পন্ন করে।
• নেক্রোট্রফ কাকে বলে? | What is Necrotroph?
উত্তর : যে সমস্ত অণুজীব মৃত অথবা পচনশীল দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে তাদের নেক্রোট্রফ (Necrotroph) বলে।
উদাহরণ : Mucor , Rhizopus প্রভৃতি ছত্রাক।
• হেমিবায়োট্রফ কী? | What is Hemibiotroph?
উত্তর : যেসমস্ত পরজীবীর জীবনচক্রের একাংশ পোষোকদেহের মধ্যে সম্পন্ন হয় কিন্তু বাকি অংশ মৃতপোষক দেহের মধ্যে মৃতজীবীরূপে (Saprophyte) সম্পূর্ণ হয় তাদের হেমিবায়োট্রফ (Hemibiotroph) বলে।
• রোগ ত্রিকোণ কী? | What is disease triangle?
উত্তর : যে ত্রিকোণের তিনটি বাহু যথাক্রমে প্যাথোজেন, পোষক এবং পরিবেশকে চিহ্নিত করে এবং এই তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল রোগের পরিমাণকে নির্দেশ করে তাকে রোগ ত্রিকোণ (disease triangle) বলে।
» পান বিজ্ঞানবুকের সমস্ত আপডেটস সরাসরি আপনার ইমেলে। নীচে আপনার ইমেল দিয়ে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন।
» সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক ইউটিউবে। লাইক, ফলো করুন বিজ্ঞানবুক ফেসবুক, টুইটারে।
» শেয়ার করুন বিজ্ঞানবুকের আর্টিকেলগুলি আপনার বন্ধুদের সঙ্গে।
» কোনো প্রশ্ন থাকলে, বা কোনো মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।
» পড়তে থাকুন বিজ্ঞানবুক।
» আপনাকে অসংখ্য ধন্যবাদ ।।