নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলের আমরা দেখবো তাপগ্রাহিতা এবং জলসম এর মধ্যে তুলনা। এছাড়াও আমরা দেখবো তাপগ্রাহীতার সংজ্ঞা, জলসম এর সংজ্ঞা এবং বিভিন্ন পদ্ধতিতে এদের মান এবং আরো অন্যান্য কিছু তথ্য। তাহলে চলুন শুরু করা যাক।
তাপগ্রাহিতা ও জলসমের তুলনা | Difference between thermal capacity and water equivalent
১) তাপগ্ৰাহীতা : তাপগ্রাহিতা কিছু পরিমান তাপ বোঝায়।
১) জলসম : জলসম কিছু পরিমাণ জল বোঝায়।
২) তাপগ্ৰাহীতা : CGS পদ্ধতিতে তাপ গ্রহীতার সাংখ্যমান = বস্তুর ভর × আপেক্ষিক তাপ,
SI পদ্ধতিতে তাপগ্ৰাহীতার সাংখ্যমান = বস্তুর ভর × আপেক্ষিক তাপ।
২) জলসম : CGS পদ্ধতিতে জলসম এর সাংখ্যমান = বস্তুর ভর × আপেক্ষিক তাপ,
SI পদ্ধতিতে জলসম এর সাংখ্যমান = (বস্তুর ভর × আপেক্ষিক তাপ) / 4200
৩) তাপগ্ৰাহীতা : CGS পদ্ধতিতে তাপগ্রাহীতার একক হল = ক্যালোরি/°C বা Cal/°C
SI পদ্ধতিতে তাপগ্রাহীতার একক হল = জুল/K বা J/K
৩) জলসম : CGS পদ্ধতিতে জলসমের একক হল = গ্রাম। SI পদ্ধতিতে জলসমের একক হল = কিলোগ্রাম।
• তাপগ্রাহিতা কাকে বলে? | What is thermal capacity?
উত্তর : কোন বস্তুর উষ্ণতা 1° বৃদ্ধি করতে যে পরিমান তাপ লাগে তাকে ঐ বস্তুর তাপগ্রাহিতা বলে।
• জলসম কাকে বলে? | What is water equivalent?
উত্তর : কোন বস্তুর উষ্ণতা 1° বৃদ্ধি করতে যে পরিমান তাপ লাগে, সেই পরিমান তাপ যত ভরের জলের উষ্ণতা 1° বৃদ্ধি করে তাকে ঐ বস্তুর জলসম বলে।
• আপেক্ষিক তাপ কাকে বলে? | What is specific heat?
উত্তর : কোনো পদার্থের একক ভরের এক ডিগ্ৰি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমান তাপ লাগে তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে।
• ক্যালোরিমিতির মূলনীতি কি? | What is fundamental principle of calorimetry?
উত্তর : দুটি ভিন্ন উষ্ণতার বস্তু যখন পরস্পরের সংস্পর্শে আসে তখন উষ্ণ বস্তু তাপ বর্জন করতে থাকে এবং শীতল বস্তু তাপ গ্রহণ করতে থাকে। বস্তু দুটির তাপের এই গ্রহণ ও বর্জন ততক্ষণই চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত বস্তু দুটি তাপীয় সাম্যবস্থা অর্থাৎ একই উষ্ণতায় আসে। দুটি বস্তুর মধ্যে তাপের এই গ্রহণ-বর্জনে যদি, 1] কোনভাবে তাপ বেরিয়ে না যায় বা বাইরে থেকে তাপ না আসে এবং 2] কোনভাবে তাপের উদ্ভব অথবা শোষণ না ঘটে তবে তাপীয় সাম্যবস্থায় এলে, উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ = শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। একে ক্যালোরিমিতির মূলনীতি বলে।
• ক্যালরিমিতির মূলনীতি প্রযোজ্য হওয়ার শর্ত :-
১) দুটি ভিন্ন উষ্ণতার বস্তুর পরস্পরের মধ্যে তাপ বিনিময়ে, পরিবহন, পরিচলন, বিকিরণ পদ্ধতিতে বাইরে থেকে তাপ আসবে না এবং বস্তু দুটি থেকেও কোনো তাপ বাইরে যাবে না।
২) ওই ভিন্ন উষ্ণতার দুটি বস্তুর মধ্যে কোনো প্রকারের রাসায়নিক বিক্রিয়া ঘটবে না।
৩) বস্তু দুটির মধ্যে একটি বস্তু কঠিন এবং অন্য বস্তুটি তরল হলে দেখতে হবে যে কঠিন বস্তুটি যেন তরলে দ্রাব্য না হয়।
😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন।
😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন।
😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।
😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।
😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।
😊 ধন্যবাদ ।।