classes
classes
 *West Bengal board only.

স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধা | Advantages and Disadvantages of Self pollination

{tocify} $title={এক নজরে শিরোনাম}

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো উদ্ভিদের স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধা। শেষের দিকে কিছু প্রশ্ন উত্তর থাকবে। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধা | Advantages and Disadvantages of Self pollination

স্বপরাগযোগের সুবিধা

১) স্বপরাগযোগ প্রক্রিয়ায় প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায়। এই প্রক্রিয়াতে জনিতৃ বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়।

২) সংকরায়ন পরীক্ষাতে পিওর লাইন (pure line) বজায় রাখার জন্য স্বপরাগযোগ ঘটানো হয়।

৩) স্বপরাগযোগ পদ্ধতিতে পরাগযোগ এর জন্য অন্য প্রজাতির উদ্ভিদের বা ফুলের প্রয়োজন হয় না।

৪) স্বপরাগযোগ প্রক্রিয়ার ক্ষেত্রে অধিক সংখ্যক পরাগরেণুর প্রয়োজন হয় না।

৫) স্বপরাগযোগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো বাহকের উপর নির্ভর করতে হয় না।

৬) স্বপরাগযোগ প্রক্রিয়ার জন্য উজ্জ্বল বর্ণ অথবা মকরন্দ গ্রন্থির উপস্থিতির দরকার হয় না।

৭) স্বপরাগযোগ পদ্ধতি উদ্ভিদের কিছু মন্দ প্রকৃতির প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের বিলোপ ঘটায়।

৮) স্বপরাগযোগ পদ্ধতি একই ফুলে ঘটে বলে এই ধরনের পরাগযোগের ক্ষেত্রে সফলতার পরিমাণ বেশি হয়।


আরও পড়ুন : মাইক্রোস্পোরোজেনেসিস : সংজ্ঞা, পদ্ধতি, প্রশ্ন উত্তর | Microsporogenesis

স্বপরাগযোগের অসুবিধা

১) স্বপরাগযোগ পদ্ধতিতে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হয় না। কারণ স্বপরাগযোগ পদ্ধতি একই উদ্ভিদের একই ফুলে ঘটে, যে কারণে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হয় না।

২) স্বপরাগযোগ পদ্ধতিতে উৎপন্ন অপত্য উদ্ভিদ গুলি দুর্বল প্রকৃতির হয়।

৩) স্বপরাগযোগ পদ্ধতিতে উৎপন্ন নতুন বংশধরদের অভিযোজন ক্ষমতা লোপ পায়।

৪) স্বপরাগযোগ পদ্ধতিতে উৎপন্ন নতুন বংশধরদের মধ্যে নতুন কোনো বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না এর ফলে উন্নততর প্রজাতির আবির্ভাব ঘটতে পারে না।

৫) স্বপরাগযোগ পদ্ধতিতে সৃষ্ট অপত্য উদ্ভিদের অনাক্রম্যতা (Immunity) হ্রাস পায়।

৬) বীজের অঙ্কুরোদগম ক্ষমতা হ্রাস পায়।

আরও পড়ুন : মেন্ডলের বংশগতি সুত্র | Mendel's Law of Heredity


এবার দেখে নেয়া যাক কিছু প্রশ্ন এবং উত্তর —


১) স্বপরাগযোগ কয় প্রকার এবং কি কি?

উত্তর : স্বপরাগযোগ দুই প্রকারের, যথা - অটোগ্যামি এবং জেইটোনোগ্যামি।


২) অটোগ্যামি কাকে বলে? (What is Autogamy?)

উত্তর : পরাগমিলন যখন একই ফুলের মধ্যে ঘটে অর্থাৎ একটি ফুলের মধ্যে পরাগধানী থেকে উৎপন্ন পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় তাকে অটোগ্যামি বলে।


৩) অটোগ্যামি কয় প্রকার এবং কি কি?

উত্তর : অটোগ্যামি তিন প্রকারের, যথা - A] সমপরিণত বা হোমোগ্যামি (Homogamy), B] অনুন্মীলন বা ক্লিস্টোগ্যামি (Cleistogamy) এবং C] কুঁড়ি পরাগযোগ (Bud pollination)।


৪) জেইটোনোগ্যামি কাকে বলে? (What is Geitonogamy?)

উত্তর : একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগযোগ ঘটে থাকলে তাকে জেইটোনোগ্যামি বলে।


৫) স্বপরাগী উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর : A) স্বপরাগী উদ্ভিদের ফুলের পরাগধানী এবং গর্ভমুণ্ড একই সময় পরিণত হয়।

B) স্বপরাগী উদ্ভিদের একই ফুলে অথবা একটি উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগ ঘটে থাকে।

C) স্বপরাগী উদ্ভিদের ফুল সাধারণত উভলিঙ্গ প্রকৃতির হয়।

D) স্বপরাগী উদ্ভিদের পরাগযোগের ক্ষেত্রে পরাগরেণুর অপচয় ঘটে না।

E) স্বপরাগী উদ্ভিদের পরাগযোগ এর ফলে সৃষ্ট অপত্য উদ্ভিদের গুণগতমান কম হয় এবং অপত্য উদ্ভিদের অভিযোজন ক্ষমতাও কম হয়।


৬) স্বপরাগযোগ কাকে বলে? (What is Self pollination?)

উত্তর : যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের অথবা সেই উদ্ভিদের অন্য ফুলের গর্ভমুণ্ডের উপর পতিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে।


৭) কোন প্রকারের ফুলে স্বপরাগযোগ ঘটে?

উত্তর : সাধারণত উভলিঙ্গ ফুলের স্বপরাগযোগ ঘটে।


৮) পরাগযোগ কাকে বলে? (What is pollination?)

উত্তর : যে প্রক্রিয়ায় ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলে অথবা একই প্রজাতির অন্য ফুলের গর্ভপত্রের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে পরাগযোগ বলে।

আরও পড়ুন : অঙ্গজ জনন ও অযৌন জননের পার্থক্য | Difference between Vegetative Reproduction and Asexual Reproduction


😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। 

😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। 

😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।

😊 ধন্যবাদ ।।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন