নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। আমরা এই আর্টিকেলে জানবো জীবের জনন সম্পর্কে, জীবের জনন এর বিভিন্ন বৈশিষ্ট্য, জীবের জনন এর বিভিন্ন প্রয়োজনীয়তা বা জননের গুরুত্ব, জননের পর্যায় এবং জননের প্রকারভেদ সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।
জনন হল জীবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। জননের মাধ্যমে জীব বংশবৃদ্ধি করার মাধ্যমে নিজেদের অস্তিত্ব কে বাঁচিয়ে রাখে। বংশবৃদ্ধি করার মাধ্যমে জীবনের প্রবাহ অক্ষুন্ন থাকে। যে জীব থেকে জননের মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি হয় তাকে জনিতৃ জীব বলে। জননের মাধ্যমে জনিতৃ জীব থেকে সৃষ্ট জীব কে অপত্য জীব বলে। যে পদ্ধতিতে জনিতৃ জীব থেকে অপত্য জীবের সৃষ্টি হয় তাকে জনন বলে।
• জনন কাকে বলে?
যে জৈবিক পদ্ধতিতে জীব তার নিজের সত্ত্বা এবং আকৃতিবিশিষ্ট অপত্য জীবের সৃষ্টি করে এবং বংশ বৃদ্ধির মাধ্যমে, বংশধারাকে অক্ষুন্ন রাখে তাকে জনন বা রিপ্রোডাকশন বলে।
• জননের গুরুত্ব (Importance of reproduction)
১. সমগ্র জীবজগৎ জনন পদ্ধতির মাধ্যমে, বংশধর সৃষ্টির দ্বারা নিজেদের অস্তিত্ব বজায় রাখে।
২. জননের মাধ্যমে প্রতিটি জীব তাদের নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি করে।
৩. জনন এর মাধ্যমে প্রতিটি জীব তার বংশানুক্রমিক ধারা কে বাঁচিয়ে রাখে।
৪. জনন এর দ্বারা জীবের মৃত্যুজনিত সংখ্যার হ্রাস এর পূরণ ঘটে, এর ফলে পৃথিবীতে জীবজগতের ভারসাম্য বজায় থাকে।
৫. যৌন জননের দ্বারা অপত্য বংশধরদের মধ্যে নানা বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে, ভেদ বা প্রকরণ দেখা যায়। এই প্রকরণ বা ভেদ জৈব অভিব্যক্তি কে সহায়তা করে।
৬. যৌন জনন এর মাধ্যমে অপত্যদের মধ্যে পরিব্যক্তি বা মিউটেশন ঘটার সম্ভাবনা থাকে, যার ফলে নতুন প্রজাতির উদ্ভব ঘটে।
আরও দেখুন : পুং জননতন্ত্রের গোলযোগ
জীবন কালের পর্যায় (Stages of Life Span)
জীবনকাল কে প্রধানত চারটি পর্যায়ে ভাগ করা হয়। যেগুলি হল, ১) তরুণ দশা, ২) পরিণত দশা, ৩) বয়ঃপ্রাপ্তি বা বার্ধক্য দশা এবং ৪) মৃত্যু ।
১) তরুণ দশা (Juvenile stage)
জন্মগ্রহণের পর থেকে জননে সক্ষম হওয়ার পূর্ববর্তী সময়কে তরুণ দশা বলা হয়। জীবন কালের এই দশায় কোষ বিভাজনের ফলে জীবের দ্রুত বৃদ্ধি ঘটে। তরুণ দশার শেষ পর্যায়ে জীবের জনন অঙ্গ পরিণতি লাভ করতে শুরু করে।
২) পরিণত দশা (Matured phase)
তরুণ দশার পর এই দশায় জীব পূর্ণাঙ্গ আকার ধারণ করে এবং জীবের কোষ বিভাজনের হার কমে যায়। জীবনকালের যে পর্যায়ে বা সময়ে জীব জননে সক্ষম থাকে অর্থাৎ প্রজননক্ষম থাকে তাকে পরিণত দশা বলে।
৩) বয়ঃপ্রাপ্তি বা বার্ধক্য দশা (Phases of ageing and senescence)
জীবন কালের এই দশাতে জীবের, কোষ বিভাজন প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে যায়, অপচিতি মূলক ক্রিয়ার হার উপচিতিমূলক ক্রিয়ার হারের চেয়ে বেশি হয়, এই দশায় প্রজনন ক্ষমতা হ্রাস পায় বা বন্ধ হয়ে যায়, কোষের মাইটোকনড্রিয়ার ক্রিয়া হ্রাস পায়, উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোফিল এর পরিমাণ কমে যায় এবং যার ফলে সালোকসংশ্লেষ এর হার হ্রাস পায়, ক্রোমোজোমের টেলোমিয়ারের ক্ষুদ্র হয়ে যায়, জীবের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এই দশাতে জীবের পরিবেশের সাথে ভারসাম্য রাখার ক্ষমতা হ্রাস পায়, জিনের পরিব্যক্তির বা মিউটেশন এর হার বেড়ে যায়।
৪) মৃত্যু (Death)
জীবের শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়াকে মৃত্যু বলে। উন্নত প্রাণীর ক্ষেত্রে হৃদস্পন্দন এবং মস্তিষ্কের কার্য বন্ধ হয়ে যাওয়া মৃত্যুর লক্ষণ।
আরও দেখুন : অঙ্গজ জননের সুবিধা ও অসুবিধা
জননের সাধারণ বৈশিষ্ট্যাবলি (General Features of Reproduction)
১) মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন হয় এবং অযৌন জনন সম্পন্ন হয়। মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়।
২) অঙ্গজ জননের ক্ষেত্রে জীবদেহের কোন একটি অংশ সরাসরি অথবা পরিবর্তিত রূপে বংশবৃদ্ধি করে। অযৌন জনন সাধারণত রেনুর মাধ্যমে সম্পন্ন হয় এবং যৌন জনন গ্যামেট উৎপাদনের মাধ্যমে সম্পন্ন হয়।
৩) জনন এর আণবিক ভিত্তি হলো DNA এর প্রতিলিপি গঠন বা রেপ্লিকেশন (Replication)। উদ্ভিদ ভাইরাসের ক্ষেত্রে RNA অণুর প্রতিলিপি গঠন এর মাধ্যমে বংশ বিস্তার ঘটে।
জননের প্রকারভেদ (Types of Reproduction)
জনন প্রধানত দুই প্রকারের, যথা - অযৌন জনন (Asexual Reproduction) এবং যৌন জনন (Sexual Reproduction)। এছাড়াও উদ্ভিদের ক্ষেত্রে অঙ্গজ জনন (Vegetative Reproduction) দেখা যায় এবং কিছু নিম্ন শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদ এর ক্ষেত্রে অপুংজনি (Parthenogenesis) নামের বিশেষ ধরনের জনন প্রক্রিয়া দেখা যায়।
প্রশ্ন উত্তর
• প্রাণীদের মধ্যে কোন প্রাণী সবচেয়ে বেশিদিন বাঁচে?
উত্তর: প্রাণীদের মধ্যে কচ্ছপ সবচেয়ে বেশিদিন বাঁচে।
• উদ্ভিদের মধ্যে কোন উদ্ভিদ সবচেয়ে বেশিদিন বাঁচে?
উত্তর: উদ্ভিদের মধ্যে রেড উড ট্রি সবচেয়ে বেশিদিন বাঁচে।
• জীবনকাল কাকে বলে?
উত্তর: জীবের জন্মের পর থেকে স্বাভাবিক মৃত্যুর পূর্ব পর্যন্ত সময়কালকে জীবনকাল বা স্প্যান অফ লাইফ বলে (Span of life)।
• বায়োজেনেসিস কাকে বলে? (What is Biogenesis?)
উত্তর: জনন প্রক্রিয়ার মাধ্যমে জনিতৃ জীব থেকে অপত্য জীব সৃষ্টি হওয়ার পদ্ধতিকে জীবজনি বা বায়োজেনেসিস বলে।
• জীবজনি কাকে বলে?
উত্তর: জনন প্রক্রিয়ার মাধ্যমে জনিতৃ জীব থেকে অপত্য জীব সৃষ্টি হওয়ার পদ্ধতিকে জীবজনি বায়োজেনেসিস বলে।
😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন।
😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন।
😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।
😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।
😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।
😊 ধন্যবাদ ।।