নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই পোস্টে আমরা জানতে চলেছি পুং জনন তন্ত্রের গোলযোগ সম্পর্কে। মানুষের পুং জনন তন্ত্রের ক্ষেত্রে কি কি গোলযোগ দেখা দিতে পারে তার সমস্ত কিছুই আমরা এই পোস্টে জানব। তাহলে চলুন শুরু করা যাক।
মানুষের পুং জনন তন্ত্রের গোলযোগগুলি আমরা এক এক করে দেখবো।
১) বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি (Benign Prostatic Hypertrophy - BPH)
এই ধরনের পুং জনন তন্ত্রের গোলযোগের ক্ষেত্রে প্রস্ট্রেট বড় হয়ে অস্বাভাবিক আকার ধারণ করে। প্রোস্টেট বড় হয়ে যাবার কারণে মূত্রনালীর উপর চাপ সৃষ্টি হয় এবং মূত্রত্যাগে এর ফলে অসুবিধা সৃষ্টি হয়। এছাড়াও এর ফলে রাত্রিবেলায় ঘন ঘন মূত্র ত্যাগ দেখা যায়। এই ধরনের পুং জননতন্ত্রের গোলযোগ সময়মতো চিকিৎসা না হলে এর দ্বারা বৃক্কের বা কিডনির ক্ষতি হতে পারে। এর ফলে অনেক সময় প্রোস্টেট ক্যান্সার ও হতে দেখা যায়।
আরও পড়ুন: ভাসা ইফারেনসিয়া ও ভাস ডিফারেনসিয়া এর পার্থক্য
২) ক্রিপটরকিডিজম (Cryptorchidism)
এই ধরনের পুং জনন তন্ত্রের গোলযোগের ক্ষেত্রে শুক্রাশয় দুটি উদর গহ্বর থেকে স্কোটামে নেমে আসে না। ভ্রূণ অবস্থাতে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন কম ক্ষরণের ফলে এই ধরনের গোলযোগের সৃষ্টি হয়। ক্রিপটরকিডিজম এর ফলে শুক্রাশয় উদরগহ্বর এ থেকে গেলে পুরুষ বন্ধ্যা হয়।
৩) হাইড্রোসিল (Hydrocoel)
মানুষের এই ধরনের পুং জনন তন্ত্রের গোলযোগের ফলে শুক্রাশয় এর টিউনিকা ভ্যাজাইনালিস এর মধ্যে অতিরিক্ত পরিমাণে তরল সঞ্চিত হয় এবং যার ফলে শুক্রাশয় দুটি স্ফিত হয়।
৪) প্রস্টেট ক্যান্সার (Prostate Cancer)
মানুষের পুং জনন তন্ত্রের এই ধরনের গোলযোগের ক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থির অস্বাভাবিক স্ফীতিসহ কোশের ম্যালিগনেন্সি দেখা যায়।
আরও পড়ুন: অঙ্গজ জনন এবং অযৌন জননের পার্থক্য
৫) প্রোস্টাটোমেগালি (Prostatomegaly)
পুং জননতন্ত্রের এই ধরনের গোলযোগের ক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থির অধিক বৃদ্ধি ঘটে। প্রোস্টেট গ্রন্থির অধিক বৃদ্ধির ফলে মূত্রনালী সংকুচিত হয়ে পড়ে এবং এর ফলে মূত্রত্যাগে অসুবিধার সৃষ্টি হয়।
৬) ইঙ্গুইনাল হার্নিয়া (Inguinal hernia)
মানুষের পুং জনন তন্ত্রের এই ধরনের গোলযোগের ক্ষেত্রে, ইঙ্গুইনাল ক্যানাল এর কলা ধ্বংস হয়ে যাওয়ার ফলে অন্ত্রের কিছু অংশ ইঙ্গুইনাল ক্যানাল আটকে যায় এবং এর ফলে ইঙ্গুইনাল হার্নিয়া নামক সমস্যার সৃষ্টি হয়।
এবারে আমরা দেখবো মানুষের পুং জনন তন্ত্র থেকে আরো কিছু তথ্য, কিছু প্রশ্ন এবং উত্তর।
• স্ক্রোটাল হার্নিয়া কাকে বলে?
উত্তর: অন্ত্রের কিছু অংশবিশেষ স্ক্রোটাম থলি তে চলে এসে পুং জনন তন্ত্রের যে গোলযোগের সৃষ্টি হয় তাকে স্ক্রোটাম হার্নিয়া বলে।
• ইঙ্গুইনাল ক্যানাল কাকে বলে? (What is Inguinal Canal?)
উত্তর: উদরগহ্বর এর নিচে, শুক্রাশয় যে নালীর মাধ্যমে স্ক্রোটাম থলি তে নেমে আসে সেই নালী পথকে ইঙ্গুইনাল ক্যানাল বলা হয়।
• বন্ধ্যাত্ব কাকে বলে? (What is Sterility?)
উত্তর: যখন পুরুষের শুক্রাণু, ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না অথবা যখন শুক্রাণু উৎপাদন হ্রাস পায় বা শুক্রাণু উৎপাদন ঘটে না, সেই অবস্থাকে বন্ধ্যাত্ব বা স্টেরিলিটি বলে।
• ইমপোটেন্স কাকে বলে? (What is Impotence?)
উত্তর: সঙ্গমের সময় অথবা সঙ্গম চলাকালীন সময়ে শিশ্ন বা পেনিস (Penis) এর উত্থান (erection) না ঘটলে তাকে ইমপোটেন্স বলে। বিভিন্ন কারণে এই রোগ দেখা দেয়, যেমন কোনো মানসিক কারণ, স্নায়ুরোগ, রক্ত সংবহনতন্ত্রের গোলযোগ, সিফিলিস ইত্যাদি।
• পুং জনন তন্ত্র কাকে বলে? (What is male reproductive system?)
উত্তর: শুক্রাণু উৎপাদন এবং তার নিঃসরণ ইত্যাদি বিষয়ের সঙ্গে জড়িত, বিভিন্ন যৌনাঙ্গ নিয়ে গঠিত তন্ত্রকে পুং জনন তন্ত্র বলে।
😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন।
😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন।
😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।
😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।
😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।
😊 ধন্যবাদ ।।