নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে আমরা জানবো অঙ্গজ জনন এবং অযৌন জনন এর মধ্যে পার্থক্য। তাহলে চলুন শুরু করা যাক।
অঙ্গজ জনন ও অযৌন জনন এর পার্থক্য
• অঙ্গজ জনন: এই জনন প্রক্রিয়ায় জনিতৃ দেহ থেকে কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে অপত্য জীবের সৃষ্টি হয়।
• অযৌন জনন: এই জনন প্রক্রিয়ায় জনিতৃ জীব প্রধানত রেণু উৎপাদন এর মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি করে।
• অঙ্গজ জনন: এই জনন প্রধানত উদ্ভিদ দেহে সম্পন্ন হয়।
• অযৌন জনন: এই জনন প্রক্রিয়া সাধারণত উদ্ভিদের দেহে দেখা গেলেও, কোনো কোনো প্রাণী দেহেও অযৌন জনন দেখা যায়।
• অঙ্গজ জনন: এই জনন প্রক্রিয়া তুলনামূলকভাবে সরল।
• অযৌন জনন: এই জনন প্রক্রিয়া তুলনামূলকভাবে জটিল। এই জনন প্রক্রিয়ায় রেণুস্থলী গঠন এবং রেণু উৎপাদন ঘটে।
• অঙ্গজ জনন: এই জনন প্রক্রিয়ায় শুধুমাত্র মাইটোসিস কোষ বিভাজন এর প্রয়োজন হয়।
• অযৌন জনন: এই জনন প্রক্রিয়া প্রধানত মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে হলেও, কোনো কোনো ক্ষেত্রে কিছু প্রজাতিতে মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে মিয়োস্পোর গঠন করে (যেমন, অ্যাসকোস্পোর, ব্যাসিডিওস্পোর) যেগুলি অঙ্কুরিত হবার মাধ্যমে সরাসরি অপত্য উদ্ভিদ এর সৃষ্টি হয়।
• অঙ্গজ জনন: এই জনন প্রক্রিয়ায় জনুক্রম ঘটে না।
• অযৌন জনন: এই জনন প্রক্রিয়ায় মিয়োস্পোর এর মাধ্যমে জনন হলে জনুক্রম দেখা যায়।
• অঙ্গজ জনন: এই জনন প্রক্রিয়া কৃত্রিমভাবে ঘটানো সম্ভব। যেমন, কলম তৈরীর মাধ্যমে অপত্য উদ্ভিদ এর সৃষ্টি।
• অযৌন জনন: এই জনন প্রক্রিয়া কৃত্রিমভাবে ঘটানো সম্ভব নয়। তবে পরিবেশ অনুকূল থাকলে অযৌন জননের হার বৃদ্ধি পায়।
• অঙ্গজ জনন: এই জনন প্রক্রিয়া তুলনামূলকভাবে অনুন্নত জনন প্রক্রিয়া।
• অযৌন জনন: এই জনন প্রক্রিয়া তুলনামূলকভাবে উন্নত জনন প্রক্রিয়া।
অঙ্গজ জননের সুবিধা (Advantages Of Vegetative Reproduction) :
• 1. যেসব উদ্ভিদ এ প্রাকৃতিকভাবে বীজ এর সৃষ্টি হয় না, সেইসব উদ্ভিদ শুধুমাত্র অঙ্গজ জনন পদ্ধতির মাধ্যমে বংশবিস্তার করতে পারে।
• 2. অঙ্গজ জনন এর মাধ্যমে উৎপন্ন অপত্য উদ্ভিদ গুলির গুণমান একই রকম থাকে। কোন রকম পরিবর্তন বা ভ্যারিয়েশন (variation) ঘটে না।
• 3. অঙ্গজ জনন পদ্ধতিতে উদ্ভিদের সংখ্যা দ্রুত বৃদ্ধি ঘটে ।
• 4. অঙ্গজ জননের ক্ষেত্রে মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে জিনগত বৈশিষ্ট্য বজায় রেখে অপত্য উদ্ভিদের সৃষ্টি করা হয়।
• 5. অঙ্গজ জনন পদ্ধতির দ্বারা সৃষ্ট অপত্য উদ্ভিদ গুলির বেঁচে থাকার ক্ষমতা প্রায় 100% হয়।
• 6. অঙ্গজ জননের ক্ষেত্রে টিস্যু কালচারের মাধ্যমে ট্রান্সজেনিক উদ্ভিদ এর সৃষ্টি করা যায়।
অঙ্গজ জননের অসুবিধা (Disadvantages Of Vegetative Reproduction) :
• 1. অঙ্গজ জনন এর মাধ্যমে উৎপন্ন অপত্য উদ্ভিদ গুলি খুব সহজেই বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা আক্রান্ত হয় এবং এর ফলে অপত্য উদ্ভিদের তাড়াতাড়ি মৃত্যু ঘটে।
• 2. অঙ্গজ জনন পদ্ধতিতে সৃষ্ট অপত্য উদ্ভিদ গুলির মধ্যে প্রজাতিগত বৈচিত্র্য বা ভ্যারিয়েশন (variation) দেখা যায় না। এর ফলে অপত্য উদ্ভিদ গুলির মধ্যে নতুন কোনো বৈশিষ্ট্যের দেখা যায় না বা নতুন কোনো বৈশিষ্ট্যের অনুপ্রবেশ ঘটে না।
• 3. অঙ্গজ জনন পদ্ধতিতে উৎপন্ন অপত্য উদ্ভিদ গুলির অভিযোজন ক্ষমতা কম হয় যার ফলে এদের কোনো বিবর্তন ঘটে না।
• 4. অঙ্গজ জনন পদ্ধতিতে অপত্য দের বিস্তার ঘটা সম্ভব নয়। এই কারণে একই স্থানে অসংখ্য উদ্ভিদ একসঙ্গে গাদাগাদি করে জন্মায় এবং এভাবে জন্মানোর ফলে খাদ্য এবং স্থানাভাবে সহজেই অপত্য উদ্ভিদ গুলি মারা যায়।
অযৌন জননের সুবিধা (Advantages of Asexual Reproduction)
• ১. অযৌন জননের একটিমাত্র জনিতৃ থেকে বংশবিস্তার সম্ভব। অর্থাৎ, যৌন মিলনের প্রয়োজন হয়না।
• ২. অযৌন জনন খুব সরল একটি পদ্ধতি যা কেবল অ্যামাইটোসিস এবং মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়।
• ৩. অযৌন জননের মাধ্যমে দ্রুত বংশ বিস্তার ঘটে।
• ৪. একটিমাত্র জনিতৃ থেকে অযৌন জননের মাধ্যমে অসংখ্য অপত্য জীব সৃষ্টি হয়।
• ৫. অযৌন জননের মাধ্যমে সৃষ্ট অপত্য জীব গুলি জিনগতভাবে মাতৃ জীবের সদৃশ হয়।
অযৌন জননের অসুবিধা (Disadvantages of Asexual Reproduction)
• ১. অযৌন জনন পদ্ধতিতে জিন বস্তুর মিলন না ঘটায় প্রজাতির মধ্যে কোনো ভেদ বা ভেরিয়েশন লক্ষ করা যায় না।
• ২. অযৌন জনন পদ্ধতিতে অপত্য দের মধ্যে প্রজাতিগত ভেদ না থাকায় এদের বিবর্তন ঘটে না।
• ৩. অযৌন জনন পদ্ধতিতে খুব দ্রুত হারে বিভাজন ঘটে ফলে জীবের সংখ্যা অতিরিক্ত হারে বেড়ে যায়। এর ফলে অপত্য দের খাদ্য এবং বাসস্থানের সংকুলান হয় না।
• ৪. অযৌন জনন পদ্ধতিতে উৎপন্ন অপত্য জীব পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে অক্ষম হয়।
😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন।
😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন।
😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।
😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।
😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।
😊 ধন্যবাদ ।।