classes
classes
 *West Bengal board only.

ব্যাকটেরিওফাজ | Bacteriophage

{tocify} $title={এক নজরে শিরোনাম}

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে আমরা জানবো ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাস বা ব্যাকটেরিওফাজ সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


ব্যাকটেরিওফাজ হল এমন এক ধরনের ফাজ বা ভক্ষক ভাইরাস যা ব্যাকটেরিয়া আক্রমণ করে তাদের ধ্বংস করে।

• ব্যাকটেরিওফাজ কি? (What is Bacteriophage?)

যেসব ভাইরাস ব্যাকটেরিয়া কে আক্রমণ এবং ধ্বংস করে তাদের ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস বলে।


বিজ্ঞানী দ্য হেরেলি (d' Herelle) 1917 খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসদের ব্যাকটেরিয়া ভাইরাস বা ব্যাকটেরিওফাজ বা ফাজ নামে অভিহিত করেন। এখনো পর্যন্ত যে সমস্ত ব্যাকটেরিওফাজের অস্তিত্ব সম্পর্কে আমরা জানি তাদের মধ্যে 'T' শ্রেণীর অন্তর্গত ব্যাকটেরিওফাজ প্রধান। 'T' শ্রেণীর অন্তর্গত ব্যাকটেরিওফাজ দের 1 থেকে 7 সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়েছে। 'T' শ্রেণীর সমস্ত ভাইরাস E. coli নামক ব্যাকটেরিয়া কে আক্রমণ করে।

'T' শ্রেণীর সমস্ত ব্যাকটেরিওফাজ একতন্ত্রী DNA এবং প্রোটিন এর সমন্বয়ে গঠিত। এই শ্রেণীর ব্যাকটেরিওফাজের মধ্যে, T3 এবং T7 ছাড়া সমস্ত ব্যাকটেরিওফাজ এর মস্তক ষড়ভূজ আকারের হয় এবং দীর্ঘ পুচ্ছবিশিষ্ট হয় এবং এদের দেখতে অনেকটা ব্যাঙের লার্ভার মতো হয়। T3 ও T7 ব্যাকটেরিওফাজ এর পুচ্ছ খুবই ছোট হয়।

T3 ও T7 ছাড়া অন্যান্য ব্যাকটেরিওফাজের পুচ্ছ দৃঢ় এবং সংকোচনশীল আবরণ বিশিষ্ট হয় অথবা নমনীয় এবং সংকোচনশীল আবরণ বিহীন হয়। E. coli ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ব্যাকটেরিওফাজ বা T-ফাজ দের শেষ প্রান্তে থাকে কাঁটাওয়ালা বা স্পাইক (spike) পাদফলক এবং এখান থেকে উদ্ভূত পুচ্ছ তন্তুর সাহায্যে ব্যাকটেরিওফাজ পোষকের অর্থাৎ ব্যাকটেরিয়ার দেহে অবস্থান করে এবং কাঁটার সাহায্যে নিজেকে শক্ত করে পোষোকের দেহে আটকে রাখে।

www.bigyanbook.co.in
চিত্র: ব্যাকটেরিওফাজ ভাইরাসের গঠন


• ব্যাকটেরিওফাজ এর গুরুত্ব (Significance of Bacteriophage)

দেহে রোগ সৃষ্টিকারী বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যেমন কলেরা, টাইফয়েড, আমাশয় প্রভৃতি, এই সমস্ত ব্যাকটেরিয়ার দেহে পরজীবী হিসেবে বসবাস করার মাধ্যমে তাদের ধ্বংস করে ব্যাকটেরিওফাজ এবং এই সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করার মাধ্যমে, ওই সমস্ত রোগের আক্রমণের হাত থেকে পরোক্ষভাবে ব্যাকটেরিওফাজ আমাদের রক্ষা করে। তাই ব্যাকটেরিওফাজ কে উপকারী ভাইরাস বলা হয়।

আরও পড়ুন: DNA ও RNA এর পার্থক্য

প্রশ্ন উত্তর

• ব্যাকটেরিওফাজ কি দিয়ে গঠিত?

উত্তর: ব্যাকটেরিওফাজ একতন্ত্র DNA এবং প্রোটিন এর সমন্বয়ে গঠিত।


• সায়ানোফাজ কি?

উত্তর: যে সমস্ত ভাইরাস নীলাভ সবুজ শৈবাল কে আক্রমণ করে তাদের সায়ানোফাজ বলা হয়।

সায়ানোফাজ হলো DNA ভাইরাস। এই ভাইরাসের মস্তক বহু পার্শ্ব বিশিষ্ট হয় এবং এদের একটি দীর্ঘ এবং পেঁচানো পুচ্ছ থাকে।


• ব্যাকটেরিওফাজ কিসের সাহায্যে পোষকের দেহের সঙ্গে আটকে থাকে?

উত্তর: ব্যাকটেরিওফাজ এর দেহের শেষ প্রান্তে অবস্থিত কাঁটাওয়ালা পাদফলক থেকে উদ্ভূত পুচ্ছ তন্তুর সাহায্যে পোষকের দেহে অবস্থান করে এবং কাঁটার সাহায্যে পোষকের দেহের সঙ্গে শক্ত করে আটকে থাকে।


• ব্যাকটেরিওফাজকে উপকারী ভাইরাস কেন বলা হয়?

উত্তর: দেহে রোগ সৃষ্টিকারী বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যেমন কলেরা, টাইফয়েড, আমাশয় প্রভৃতি, এই সমস্ত ব্যাকটেরিয়ার দেহে পরজীবী হিসেবে বসবাস করার মাধ্যমে তাদের ধ্বংস করে ব্যাকটেরিওফাজ এবং এই সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করার মাধ্যমে, ওই সমস্ত রোগের আক্রমণের হাত থেকে পরোক্ষভাবে ব্যাকটেরিওফাজ আমাদের রক্ষা করে। তাই ব্যাকটেরিওফাজ কে উপকারী ভাইরাস বলা হয়।


• T শ্রেণীর ব্যাকটেরিওফাজ ভাইরাস কোন ব্যাকটেরিয়া কে আক্রমণ করে?

উত্তর: T শ্রেণীর সমস্ত ব্যাকটেরিওফাজ ভাইরাস E. coli নামক ব্যাকটেরিয়া কে আক্রমণ করে।


• ফাজ ভাইরাস কাকে বলে? (What is Phage virus?)

উত্তর: যেসব ভাইরাস ব্যাকটেরিয়া কে আক্রমণ এবং ধ্বংস করে তাদের ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস বলে।


• ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু কেন বলা হয়?

উত্তর: ভাইরাসের দেহে দুটি স্বতন্ত্র দশা দেখা যায়, যেগুলি হল বহিঃকোষীয় দশা এবং অন্তঃকোষীয় দশা। বহিঃকোষীয় দশায় ভাইরাস সম্পূর্ণ জড়ের মতো আচরণ করে এবং অন্তঃকোষীয় দশায় ভাইরাস পোষক কোষের অভ্যন্তরে জীবের মতো আচরণ করে। এই বৈশিষ্ট্যের জন্য ভাইরাসকে জীব এবং জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়।


• ভাইরাসকে অকোষীয় কেন বলা হয়?

উত্তর: ভাইরাসের দেহে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস বা নিউক্লিয় বস্তু, কোষ অঙ্গাণু না থাকায় ভাইরাসকে অকোষীয় বলা হয়।


• ভাইরাস কাকে বলে?

উত্তর: নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত, অকোষীয়, রোগ সৃষ্টিকারী, সূক্ষ্মাতিসূক্ষ্ম, পোষকের দেহে বংশ বিস্তারে সক্ষম, জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তুকে ভাইরাস বলে।


• একটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাসের নাম লেখো।

উত্তর: একটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস হলো T4 - ব্যাকটেরিওফাজ ভাইরাস।


😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। 

😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। 

😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।

😊 ধন্যবাদ ।।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন