জনুক্রম | Alternation of Generation
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে আমরা জানবো জনুক্রম বা অল্টারনেশন অফ জেনেরেশন (Alternation of Generation) সম্পর্কে। জনুক্রম এর প্রকারভেদ এবং সেইসব প্রকারভেদ সম্পর্কে ও জানবো। তাহলে চলুন শুরু করা যাক।
প্রথমেই আমরা জেনে নেবো জনুক্রম কাকে বলে বা জনুক্রম কী সেই সম্পর্কে।
জনুক্রম কাকে বলে? (What is alternation of generation?)
কোনো জীবের জীবনচক্রে ডিপ্লয়েড (2n) রেণুধর জনু বা অযৌন জনু এবং হ্যাপ্লয়েড (n) লিঙ্গধর জনু বা যৌন জনুর পর্যায়ক্রমিক চক্রাকার আবর্তন কে জনুক্রম বলে।
তবে জনুক্রম সমস্ত জীব এর ক্ষেত্রে দেখা যায় না। অনেক জীবের জীবনে হ্যাপ্লয়েড দশাই হলো প্রধান, যেখানে ডিপ্লয়েড দশা শুধুমাত্র ভ্রূণাণু বা জাইগোট (Zygote) এর মধ্যেই সীমাবদ্ধ, যেমন - শৈবাল ও ছত্রাক। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে, ডিপ্লয়েড দশাই হলো প্রধান দশা, যেখানে হ্যাপ্লয়েড দশা রেণুর মধ্যে গ্যামেট সৃষ্টির ক্ষেত্রেই সীমাবদ্ধ, যেমন - সপুষ্পক উদ্ভিদ। আবার কিছু জীবের মধ্যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এই দুটি দশাই সু্স্পষ্ট ভাবে এবং স্বাধীন ভাবে হয়, যেমন - ফার্ন জাতীয় উদ্ভিদ।
আরও পড়ুন: অযৌন জননের সুবিধা ও অসুবিধা
তাহলে আমরা জনুক্রম বা অল্টারনেশন অফ জেনেরেশন কি সেই সম্পর্কে একটা ধারণা পেলাম। এবার আমরা জানবো জনুক্রম এর বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে।
জনুক্রম এর প্রকারভেদ (Types of alternation of generation)
সমগ্র উদ্ভিদ জগতে প্রধানত তিন প্রকারের জনুক্রম দেখা যায়। এগুলি হলো —
১) হ্যাপ্লোবায়োন্টিক
২) ডিপ্লোবায়োন্টিক
৩) ট্রাইফেজিক
১) হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রম (Haplobiontic alternation of generation)
এই প্রকারের জনুক্রমে রেণুধর এবং লিঙ্গধর দশার মধ্যে একটি দশা প্রধান, অর্থাৎ রেণুধর অথবা লিঙ্গধর। এই জনুক্রম মনোফেজিক (monophasic) জনুক্রম নামেও পরিচিত।
• হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রম কাকে বলে? (What is Haplobiontic alternation of generation?)
যে জনুক্রমে একটি দশা (রেণুধর অথবা লিঙ্গধর) প্রধান তাকে হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রম বলে।
হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রম আবার দুই প্রকারের হয়। যেগুলি হলো, a) হ্যাপ্লন্টিক জনুক্রম এবং b) ডিপ্লন্টিক জনুক্রম।
a) হ্যাপ্লন্টিক জনুক্রম (Haplontic alternation of generation)
যে হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রম (Haplobiontic alternation of generation) এ প্রধান দশা হ্যাপ্লয়েড এবং যেখানে ডিপ্লয়েড দশা শুধুমাত্র ভ্রূণাণু বা জাইগোট (zygote) এর মধ্যেই সীমাবদ্ধ থাকে তাকে হ্যাপ্লন্টিক জনুক্রম বলে।
হ্যাপ্লন্টিক জনুক্রম এর ক্ষেত্রে, মিয়োসিস বিভাজন জাইগোট এ ঘটে।
হ্যাপ্লন্টিক জনুক্রম এর উদাহরণ - স্পাইরোগাইরা নামক শৈবাল (Spirogyra) ।
b) ডিপ্লন্টিক জনুক্রম (Diplontic alternation of generation)
যে হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রম এ প্রধান দশা ডিপ্লয়েড এবং যেখানে হ্যাপ্লয়েড দশা শুধুমাত্র জনন কোশ এর মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে ডিপ্লন্টিক জনুক্রম বলে।
ডিপ্লন্টিক জনুক্রম এর ক্ষেত্রে, মিয়োসিস বিভাজন রেণু মাতৃকোশ এ ঘটে।
ডিপ্লন্টিক জনুক্রম এর উদাহরণ - ফিউকাস নামক শৈবাল (Fucus) ।
২) ডিপ্লোবায়োন্টিক জনুক্রম (Diplobiontic alternation of generation)
এর আগে আমরা হ্যাপ্লোবায়োন্টিক এর ক্ষেত্রে দেখলাম শুধুমাত্র একটি দশা রেণুধর অথবা লিঙ্গধর দশা প্রধান। ডিপ্লোবায়োন্টিক জনুক্রম এর ক্ষেত্রে দুটি দশাই অর্থাৎ রেণুধর এবং লিঙ্গধর দুটি দশাই সমান থাকে। এই জনুক্রম ডাইফেজিক (diphasic) জনুক্রম নামেও পরিচিত।
• ডিপ্লোবায়োন্টিক জনুক্রম কাকে বলে? (What is Diplobiontic alternation of generation?)
যে জনুক্রম এ রেণুধর এবং লিঙ্গধর দুটি দশাই সমান থাকে তাকে ডিপ্লোবায়োন্টিক জনুক্রম বলে।
ডিপ্লোবায়োন্টিক জনুক্রম দুই প্রকারের হয়। যেগুলি হলো - a) সমরূপ বা আইসোমরফিক (Isomorphic) এবং b) ভিন্ন রূপ বা হেটেরোমরফিক (Heteromorphic) ।
আরও পড়ুন: লিংকেজ থিওরি
a) সমরূপ বা আইসোমরফিক (Isomorphic)
যে ডিপ্লোবায়োন্টিক জনুক্রম এ রেণুধর এবং লিঙ্গধর উদ্ভিদ আকৃতিগত ভাবে একই রকমের হয় তাকে সমরূপ বা আইসোমরফিক জনুক্রম বলে।
সমরূপ বা আইসোমরফিক জনুক্রম এর উদাহরণ - এক্টোকারপাস (Ectocarpus) ।
b) ভিন্ন রূপ বা হেটেরোমরফিক (Heteromorphic)
যে ডিপ্লোবায়োন্টিক জনুক্রম এ রেণুধর এবং লিঙ্গধর উদ্ভিদ আকৃতিগত ভাবে ভিন্ন রকমের হয় তাকে ভিন্ন রূপ বা হেটেরোমরফিক জনুক্রম বলে।
ভিন্ন রূপ বা হেটেরোমরফিক জনুক্রম এর উদাহরণ - ড্রায়োপটেরিস (Dryopteris)
৩) ট্রাইফেজিক জনুক্রম (Triphasic alternation of generation)
যে জনুক্রমে তিনটি পৃথক দশা পর্যায়ক্রমিক ভাবে আবর্তিত হয় তাকে ট্রাইফেজিক জনুক্রম বলে।
ট্রাইফেজিক জনুক্রম এর উদাহরণ - পলিসাইফোনিয়া শৈবাল (Polysiphonia) ।
এবারে দেখে নেওয়া যাক কিছু প্রশ্ন এবং উত্তর জনুক্রম থেকে।
প্রশ্ন উত্তর
• মনোফেজিক জনুক্রম কাকে বলে? (What is monophasic alternation of generation?)
উত্তর: যে জনুক্রমে একটি দশা (রেণুধর অথবা লিঙ্গধর) প্রধান তাকে হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রম বা মনোফেজিক জনুক্রম বলে।
• ডাইফেজিক জনুক্রম কাকে বলে? (What is diphasic alternation of generation?)
উত্তর: যে জনুক্রম এ রেণুধর এবং লিঙ্গধর দুটি দশাই সমান থাকে তাকে ডিপ্লোবায়োন্টিক জনুক্রম বা ডাইফেজিক বলে।
• ডিপ্লন্টিক জনুক্রম এ মিয়োসিস কোথায় ঘটে?
উত্তর: ডিপ্লন্টিক জনুক্রম এ মিয়োসিস রেণু মাতৃকোশ এ ঘটে।
• ডাইফেজিক জনুক্রম কয় প্রকারের ও কী কী?
উত্তর: ডাইফেজিক জনুক্রম দুই প্রকারের যথা, সমরূপ বা আইসোমরফিক জনুক্রম এবং ভিন্ন রূপ বা হেটেরোমরফিক জনুক্রম।
• হেটেরোমরফিক জনুক্রম কোন উদ্ভিদে দেখা যায়?
উত্তর: হেটেরোমরফিক জনুক্রম ড্রায়োপটেরিস এ দেখা যায়।
• হ্যাপ্লন্টিক জনুক্রম এর প্রধান দশা কী?
উত্তর: হ্যাপ্লন্টিক জনুক্রম এর প্রধান দশা হলো হ্যাপ্লয়েড (n) দশা।
• হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রম এর মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো।
উত্তর: ১) এই জনুক্রমে হ্যাপ্লয়েড লিঙ্গধর জনু অথবা ডিপ্লয়েড রেণুধর জনুর যে কোনো একটি দশা প্রধান।
২) এই জনুক্রম এর ক্ষেত্রে জীবনচক্রে জনুক্রম সুস্পষ্ট নয়।
৩) হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রম উদ্ভিদ জগতে নিম্নশ্রেণীর শৈবাল ও ছত্রাক দেহে দেখা যায়। উদাহরণ - স্পাইরোগাইরা এবং ফিউকাস শৈবাল।
৪) জীবনচক্রে জাইগোটিক মিয়োসিস দেখা যায়।
• ডিপ্লোবায়োন্টিক জনুক্রম এর মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো।
উত্তর: ১) এই জনুক্রমে হ্যাপ্লয়েড লিঙ্গধর জনু এবং ডিপ্লয়েড রেণুধর জনু উভয়কে সমানভাবে দেখা যায়।
২) এই জনুক্রম এর ক্ষেত্রে জীবনচক্রে জনুক্রম সুস্পষ্ট।
৩) ডিপ্লোবায়োন্টিক জনুক্রম এ লিঙ্গধর দশার উদ্ভিদ এবং রেণুধর দশার উদ্ভিদ সম আকৃতি বিশিষ্ট বা অসম আকৃতি বিশিষ্ট হতে পারে।
৪) জীবনচক্রে স্পোরিক মিয়োসিস দেখা যায়।
আরও পড়ুন: অঙ্গজ জননের সুবিধা ও অসুবিধা
Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন।
এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন।
এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।
পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।
পড়তে থাকুন বিজ্ঞানবুক।
ধন্যবাদ ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন