নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে আমরা জানবো থাইরক্সিন সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।
থাইরক্সিন হলো থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত একটি হরমোন। থাইরয়েড গ্রন্থি থেকে আরও দুটি হরমোন নিঃসৃত হয় যে গুলি হলো, ট্রাই আয়োডোথাইরেনিন এবং ক্যালসিটোনিন। আমরা এই আর্টিকেলে শুধু থাইরক্সিন সম্পর্কে জানব।
থাইরক্সিন সম্পর্কে জানার আগে একটু থাইরয়েড গ্রন্থি সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক।
থাইরয়েড গ্রন্থি আমাদের গ্রীবাদেশে ট্রাকিয়ার দুই পাশে দ্বিতীয় থেকে চতুর্থ ট্রাকিয়াল রিং এর সামনে অবস্থিত। একজন প্রাপ্তবয়স্ক লোকের থাইরয়েড গ্রন্থির ওজন হয় প্রায় 20 থেকে 35 গ্রাম হয়।
এবার আমরা জেনে নেবো থাইরক্সিন হরমোনের বিভিন্ন কাজ সম্পর্কে।
আরও দেখুন : পিটুইটারি গ্রন্থি নিঃসৃত বিভিন্ন হরমোনের কাজ
থাইরক্সিন এর কাজ (Functions of Thyroxin)
• থাইরক্সিন হরমোন মানবদেহে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ, বৃদ্ধি, মানসিক পরিপূর্ণতা এবং বিভিন্ন গৌণ ও যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে।
• থাইরক্সিন মৌল বিপাক নিয়ন্ত্রণ করে বা মানবদেহের বিএমআর (BMR) কে নিয়ন্ত্রণ করে। থাইরক্সিন হরমোনের প্রভাবে মৌল বিপাকীয় ক্রিয়া বা বি এম আর (BMR) -এর হার বৃদ্ধি পায়। প্রতি মিলিগ্রাম থাইরক্সিন বিএমআর (BMR) 1000 ক্যালরিতে বাড়িয়ে দেয়।
• থাইরক্সিন হরমোনের প্রভাবে হৃদ গতি বৃদ্ধি পায়।
• থাইরক্সিন হরমোন মানব দেহের অস্থি থেকে ক্যালসিয়াম এবং ফসফরাস কে মুক্ত করে।
• থাইরক্সিন হরমোন অন্ত্রে গ্লুকোজের শোষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। থাইরক্সিন এর প্রভাবে মানবদেহের যকৃত থেকে গ্লুকোজেন মুক্ত হয়ে রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে তোলে।
• থাইরক্সিন হরমোনের প্রভাবে মূত্রে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়।
• থাইরক্সিন হরমোন রক্তকণিকার ক্রম পরিণতিতে সহায়তা করে।
• থাইরক্সিন হরমোন দেহে অক্সিজেন সংযোগ ক্রিয়া বাড়াতে সাহায্য করে।
এবার আমরা জেনে নেবো থাইরয়েড গ্রন্থির অধঃক্ষরণ বা কম ক্ষরণ এবং অধিঃক্ষরণ বা বেশি ক্ষরণ জনিত বিভিন্ন ফলাফল সম্পর্কে।
থাইরয়েড গ্রন্থির অধঃক্ষরণ জনিত ফলাফল (Effect of Hypothyroidism)
থাইরয়েড গ্রন্থির কম ক্ষরন বা অধঃক্ষরণ বা থাইরক্সিন এর কম ক্ষরণের জন্য বিভিন্ন রোগের সৃষ্টি হয়। থাইরক্সিন এর কম ক্ষরণ শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সবার উপরই প্রভাব ফেলে।
থাইরক্সিন এর কম ক্ষরণের জন্য শিশুদের ক্রেটিনিজম (Cretinism) রোগ হয়। এক্ষেত্রে শিশুরা জড় বুদ্ধিসম্পন্ন হয়, শিশুদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় কিছুটা বৃদ্ধির পর এদের আর বৃদ্ধি ঘটে না, যৌন লক্ষণ প্রকাশিত হয় না, উদর বড় হয় এবং বিএমআর (BMR) হ্রাস পায়।
থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের জন্য প্রাপ্ত বয়স্কদের মিক্সিডিমা (Myxoedema) রোগ হয়। এক্ষেত্রে চোখ মুখ ফোলা ভাব দেখায়, গলার স্বর মোটা হয়ে যায়, দেহের রোম এবং চুল উঠে যায়, স্মৃতি শক্তি নষ্ট হয়ে যায় বা স্মৃতিভ্রংশ ঘটে, রক্তে শর্করার পরিমাণ কমে যায়, যৌন লক্ষণ হ্রাস পায়, বিএমআর (BMR) কমে যায় ইত্যাদি।
থাইরয়েড গ্রন্থির অধিঃক্ষরণ জনিত ফলাফল (Effect of Hyperthyroidism)
থাইরয়েড গ্রন্থির অধিঃক্ষরণ বা বেশি ক্ষরণ বা থাইরক্সিন হরমোন এর বেশি ক্ষরণ এর জন্য গয়টার বা গলগন্ড বৃদ্ধি বা বিস্ফারিত চোখসহ গয়টার (Exopthalmic goiter) রোগ সৃষ্টি হয়।
আরও দেখুন : অর্গানাইজার থেকে ক্ষরিত হরমোনগুলির নাম
কিছু প্রশ্ন এবং সঙ্গে উত্তর
• থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম বল।
উত্তর: থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে সৃষ্ট দুটি রোগ হল ক্রেটিনিজম এবং মিক্সিডিমা। ক্রেটিনিজম শিশুদের ক্ষেত্রে হয় এবং মিক্সিডিমা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হয়।
• থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণের ফলে সৃষ্ট একটি রোগের নাম বল।
উত্তর: থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণের ফলে সৃষ্ট একটি রোগ হল গয়টার।
• থাইরয়েড গ্রন্থি দেহের কোথায় অবস্থিত?
উত্তর: থাইরয়েড গ্রন্থি দেহের গ্রীবাদেশে ট্রাকিয়ার দুই পাশে দ্বিতীয় থেকে চতুর্থ ট্রাকিয়াল রিং এর সামনে অবস্থিত।
• একজন প্রাপ্তবয়স্ক মানুষের থাইরয়েড গ্রন্থির ওজন কত?
উত্তর: একজন প্রাপ্তবয়স্ক মানুষের থাইরয়েড গ্রন্থির ওজন 20 থেকে 35 গ্রাম হয়।
• প্যারাথরমোন কাকে বলে? (What is Parathormone?)
উত্তর: প্যারাথরমোন হল প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত একটি হরমোন। প্যারাথরমোন রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে।
• প্যারাথরমোন এর কাজ কী?
উত্তর: প্যারাথরমোন রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে।
• প্যারাথরমোন এর কম ক্ষরণে কোন রোগ লক্ষণ প্রকাশ পায়?
উত্তর: প্যারাথরমোন নামের এই হরমোনের কম ক্ষরণের ফলে টিটেনি (Tetany) নামক রোগ লক্ষণ প্রকাশ পায়।
• থাইমোসিন কি?
উত্তর: থাইমোসিন হল থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত একটি হরমোন। থাইমোসিন হরমোন শৈশবকালীন বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। কিশোর অবস্থায় পিটুইটারির সক্রিয়তা বৃদ্ধি পায় এবং থাইমাস গ্রন্থি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়।
😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন।
😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন।
😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।
😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।
😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।
😊 ধন্যবাদ ।।