নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে আমরা জানবো ম্যালপিজিয়ান নালিকা এবং ম্যালপিজিয়ান করপাসল এর পার্থক্য। তাহলে চলুন শুরু করা যাক।
ম্যালপিজিয়ান নালিকা এবং ম্যালপিজিয়ান করপাসল এর পার্থক্য (Difference between Malpighian Tubule and Malpighian Corpuscle)
১) ম্যালপিজিয়ান নালিকা: ম্যালপিজিয়ান নালিকা হলো পতঙ্গ শ্রেণীর প্রাণীদের রেচন অঙ্গ। এটি পতঙ্গ শ্রেণীর প্রাণীদের মধ্য ও পশ্চাদ পৌষ্টিক নালীর সংযোগস্থলে অবস্থিত।
১) ম্যালপিজিয়ান করপাসল: অপরদিকে, ম্যালপিজিয়ান করপাসল হলো মেরুদন্ডী প্রাণীদের বৃক্ক এর মধ্যে অবস্থিত নেফ্রন এর অংশ।
২) ম্যালপিজিয়ান নালিকা: ম্যালপিজিয়ান নালিকা হিমোলিম্ফ এ ভাসমান অবস্থায় থাকে।
২) ম্যালপিজিয়ান করপাসল: অপরদিকে, ম্যালপিজিয়ান করপাসল বৃক্ক এর কর্টেক্স অঞ্চলে থাকে।
৩) ম্যালপিজিয়ান নালিকা: ম্যালপিজিয়ান নালিকা এর আকৃতি নলের মতো হয়।
৩) ম্যালপিজিয়ান করপাসল: অপরদিকে, ম্যালপিজিয়ান করপাসল এর আকৃতি কণিকার মতো হয়।
৪) ম্যালপিজিয়ান নালিকা: ম্যালপিজিয়ান নালিকা হিমোলিম্ফ থেকে রেচন পদার্থ শোষণ করে পৌষ্টিক নালীর গহ্বরে প্রেরণ করে।
৪) ম্যালপিজিয়ান করপাসল: অপরদিকে, ম্যালপিজিয়ান করপাসল দূষিত রক্ত পরিস্রুত বা ফিল্টার করে অর্থাৎ রক্ত থেকে দূষিত পদার্থ গুলিকে ছেঁকে নিয়ে বৃক্কীয় নালিকায় প্রেরণ করে।
আরও পড়ুন: উদ্ভিদ ও প্রাণীর রেচন ক্রিয়ার পার্থক্য
• নেফ্রন কী? (What is Nephron?)
নেফ্রন হলো বৃক্ক বা কিডনি এর গঠনগত এবং কার্যগত একক।
• ম্যালপিজিয়ান করপাসল কী? (What is Malpighian Corpuscle?)
ম্যালপিজিয়ান করপাসল হলো বৃক্ক এর কর্টেক্স অঞ্চলে অবস্থিত ফানেল আকৃতির একটি অংশ।
• ব্যাওম্যান এর ক্যাপসুল কী? (What is Bowman's capsule?)
উত্তর: গ্লোমেরিউলাস কে আবৃত করে থাকা আবরণ কে ব্যাওম্যান ক্যাপসুল বলে।
আরও পড়ুন: ভাসা ইফারেনসিয়া ও ভাস ডিফারেনসিয়া এর পার্থক্য
নেফ্রন এর বিভিন্ন অংশ এবং তাদের কাজ :-
• ম্যালপিজিয়ান করপাসল (Malpighian Corpuscle)
ম্যালপিজিয়ান করপাসল দুটি অংশ নিয়ে গঠিত। যেগুলি হলো — ১) গ্লোমেরিউলাস এবং ২) ব্যাওম্যান এর ক্যাপসুল।
✓ ম্যালপিজিয়ান করপাসল এর কাজ :
→ ম্যালপিজিয়ান করপাসল পরা পরিশ্রাবক হিসেবে কাজ করে।
→ গ্লোমেরিউলাস রক্তে থাকা দূষিত পদার্থ গুলিকে পরিস্রুত বা ফিল্টার করে।
→ ব্যাওম্যান এর ক্যাপসুল গ্লোমেরিউলাস কে আবৃত করে থাকে এবং পরিস্রুত বা ফিলট্রেট তরলকে বৃক্কীয় নালিকায় প্রেরণ করে।
আরও পড়ুন: ভাসেকটোমি এবং টিউবেকটোমি এর পার্থক্য
• বৃক্কীয় নালিকা (Renal Tubule)
বৃক্কীয় নালিকা হলো ব্যাওম্যান এর ক্যাপসুল এর তলদেশ থেকে উৎপন্ন হয়ে সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত, সূক্ষ্ম পেঁচানো বা কুন্ডলীকৃত নালিকা। এই কুন্ডলীকৃত নালিকার বিভিন্ন অংশ বিভিন্ন নামে পরিচিত। বৃক্কীয় নালিকার নিকটবর্তী সংবর্ত নালিকা বা পরসংবর্ত নালিকা বলে, এই নালিকার মাঝের অংশ 'U' আকৃতি বিশিষ্ট হয়, একে হেনলীর লুপ (Henles' loop) বলে, এবং বৃক্কীয় নালিকার শেষ অংশকে দূরবর্তী সংবর্ত নালিকা বা দূরসংবর্ত নালিকা বলে।
✓ বৃক্কীয় নালিকার কাজ :
→ বৃক্কীয় নালিকা পরিস্রুত তরলের প্রয়োজনীয় পদার্থের পুনঃশোষণে সাহায্য করে।
→ নিকটবর্তী সংবর্ত নালিকা গ্লুকোজ, সোডিয়াম আয়ন, অ্যামাইনো অ্যাসিড, ক্রিয়েটিন, সালফেট, ফসফেট ইত্যাদি বিশোষন করে।
→ হেনলীর লুপ জল এবং সোডিয়াম আয়ন বিশোষন করে।
→ দূরবর্তী সংবর্ত নালিকা জলের বিশোষনে সহায়তা করে।
• সংগ্রাহী নালিকা (Collecting Tubule)
বৃক্কীয় নালিকার শেষ অংশগুলি অপেক্ষাকৃত যে মোটা নালির সঙ্গে যুক্ত থাকে তাকে সংগ্রাহী নালিকা বলে।
✓ সংগ্ৰাহী নালিকার কাজ :
→ পরিস্রুত ও পুনঃবিশোষিত তরলকে মুত্র রূপে সংগ্ৰহ করে গবিনীতে প্রেরণ করে।
• অন্তর্মুখী ধমনিকা কাকে বলে?
উত্তর: গ্লোমেরিউলাস অভিমুখী রেনাল ধমনীর শাখাটিকে অন্তর্মুখী ধমনিকা বলে।
• বহির্মুখী ধমনিকা কাকে বলে?
উত্তর: গ্লোমেরিউলাস থেকে বহির্মুখী বা দূরগামী উপধমনীর শাখাটিকে বহির্মুখী ধমনিকা বলে।
• হেনলীর লুপ কাকে বলে? (What is Henles' loop?)
উত্তর: বৃক্কীয় নালিকার মাঝের 'U' আকৃতির অংশকে হেনলীর লুপ বলে।
• বৃক্কীয় নালিকার প্রধান কাজ কী?
উত্তর: পরিস্রুত তরলের প্রয়োজনীয় অংশের পুনঃশোষন হলো বৃক্কীয় নালিকার প্রধান কাজ।
• মানুষের বৃক্ক বা কিডনিতে কতগুলি নেফ্রন থাকে?
উত্তর: প্রতিটি মানুষের বৃক্ক বা কিডনিতে প্রায় দশ লক্ষ নেফ্রন থাকে।
চিত্র: নেফ্রন |
😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন।
😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন।
😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।
😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।
😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।
😊 ধন্যবাদ ।।