নমস্কার, স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে আমরা যে বিষয়ে জানবো তা হলো নিউরোন এর শ্রেণীবিভাগ। এছাড়াও আমরা জানবো মোটর নিউরোন এবং সেনসরি নিউরোন এর পার্থক্য। তাহলে চলুন শুরু করা যাক।
আরও পড়ুন: ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠন
• কাজ অনুসারে নিউরোনের শ্রেণীবিভাগ
কাজ অনুসারে নিউরোন তিন রকমের হয়। ১) সংজ্ঞা বহ বা সেনসরি নিউরোন, ২) আজ্ঞাবহ বা চেষ্টিয় বা মোটর নিউরোন এবং ৩) সহযোগী বা অ্যাডজাস্টার বা ইন্টারকানেক্টিং নিউরোন।
১) সংজ্ঞা বহ বা সেনসরি নিউরোন (Sensory Neurone)
সংজ্ঞা বহ বা সেনসরি নিউরোন রিসেপটর থেকে স্নায়ু স্পন্দন (nerve impulse) অর্থাৎ আবেগ কে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বহন করে। সেনসরি নিউরোন এর মাধ্যমে আবেগ বাইরে থেকে ভিতরে পরিবাহিত হয় বলে একে অন্তর্বাহী বা অ্যাফারেন্ট নিউরোন (Afferent Neuron) বলে। এই রকম নিউরোন রিসেপটর থেকে উদ্দীপনা গ্ৰহণ করে বলে একে রিসেপ্টর নিউরোন (Receptor Neurone) বলে।
২) আজ্ঞাবহ বা চেষ্টিয় বা মোটর নিউরোন (Motor Neurone)
আজ্ঞাবহ বা চেষ্টিয় বা মোটর নিউরোন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ু স্পন্দন (nerve impulse) অর্থাৎ সাড়া, কারক বা ইফেক্টর এ বহন করে। মোটর নিউরোন এর মাধ্যমে স্নায়ু স্পন্দন দেহের ভিতর থেকে বাইরে পরিবাহিত হয় বলে একে বহির্বাহী বা ইফারেন্ট নিউরোন (Efferent Neurone) বলে। এই ধরনের নিউরোন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ু স্পন্দন কারক বা ইফেক্টর এ পাঠায় বলে একে ইফেকটর নিউরোন (Effector Neurone) বলে।
আরও পড়ুন: প্রতিবর্ত ক্রিয়া
৩) সহযোগী বা অ্যাডজাস্টার বা ইন্টারকানেক্টিং নিউরোন (Adjustor or Interconnecting Neurone)
সহযোগী বা অ্যাডজাস্টার বা ইন্টারকানেক্টিং নিউরোন সেনসরি নিউরোন এবং মোটর নিউরোন এর মধ্যে সংযোগসাধন করে। এই রকম নিউরোন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অবস্থান করে।
• প্রবর্ধক এর সংখ্যা অনুযায়ী নিউরোনের শ্রেণীবিভাগ
কোশ দেহ থেকে উৎপন্ন প্রবর্ধক এর সংখ্যা অনুযায়ী নিউরোন পাঁচ রকমের হয়। ১) অ্যাপোলার বা মেরু বিহীন, ২) ইউনিপোলার বা এক মেরুবর্তী, ৩) বাইপোলার বা দ্বি মেরুবর্তী, ৪) সিউডো ইউনিপোলার বা মেকি এক মেরুবর্তী এবং ৫) মাল্টিপোলার বা বহু মেরুবর্তী।
১) অ্যাপোলার বা মেরু বিহীন (Apolar)
কোশ দেহে যখন প্রবর্ধক থাকে না, তখন তাকে অ্যাপোলার বলা হয়।
২) ইউনিপোলার বা এক মেরুবর্তী (Unipolar)
কোষ দেহে যখন একটি মাত্র প্রবর্ধক থাকে অর্থাৎ অ্যাক্সন থাকে, তখন তাকে ইউনিপোলার বলা হয়।
৩) বাইপোলার বা দ্বি মেরুবর্তী (Bipolar)
কোষ দেহের দুই দিকে যখন প্রবর্ধক থাকে অর্থাৎ একদিকে অ্যাক্সন এবং অন্যদিকে ডেনড্রন থাকে, তখন তাকে বাইপোলার বলা হয়।
৪) সিউডো ইউনিপোলার বা মেকি এক মেরুবর্তী (Pseudo unipolar)
প্রাথমিক অবস্থায় দুটি প্রবর্ধক থাকে যারা বয়ঃ বৃদ্ধির সাথে সাথে পরস্পর মিলিত হয় এবং একটি প্রবর্ধক এ পরিণত হয়। এই ধরনের প্রবর্ধক কে সিউডো ইউনিপোলার বলা হয়।
৫) মাল্টিপোলার বা বহু মেরুবর্তী (Multipolar)
কোশ দেহে যখন একাধিক প্রবর্ধক থাকে, তখন তাকে মাল্টিপোলার বলা হয়। যেমন, একটি অ্যাক্সন এবং অসংখ্য ডেনড্রন বা ডেনড্রাইট।
• সেনসরি নিউরোন এবং মোটর নিউরোনের পার্থক্য (Difference between Sensory Neurone and Motor Neurone)
👉 ১) সেনসরি নিউরোন: এই নিউরোন এর ডেনড্রন দীর্ঘ হয় এবং অ্যাক্সন ছোটো হয়।
👉 ১) মোটর নিউরোন: এই নিউরোন এর ডেনড্রন ছোটো হয় এবং অ্যাক্সন দীর্ঘ হয়।
👉 ২) সেনসরি নিউরোন: এই নিউরোন এর ডেনড্রন সাধারণত গ্ৰাহক এর সঙ্গে যুক্ত থাকে।
👉 ২) মোটর নিউরোন: এই নিউরোন এর ডেনড্রন সাধারণত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এর সঙ্গে যুক্ত থাকে।
👉 ৩) সেনসরি নিউরোন: এই নিউরোন এর অ্যাক্সন সাধারণত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এর সঙ্গে যুক্ত থাকে।
👉 ৩) মোটর নিউরোন: এই নিউরোন এর অ্যাক্সন সাধারণত ইফেকটর এর সঙ্গে যুক্ত থাকে।
👉 ৪) সেনসরি নিউরোন: এই নিউরোন স্নায়ু স্পন্দন কে গ্ৰাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বহন করে।
👉 ৪) মোটর নিউরোন: এই নিউরোন স্নায়ু স্পন্দন কে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেকটর এ বহন করে।
💁🏻 কিছু প্রশ্ন 🙂
১) অন্তর্বাহী নিউরোন বা অ্যাফারেন্ট নিউরোন কাকে বলে? (What is Afferent Neuron?)
উত্তর: সংজ্ঞা বহ বা সেনসরি নিউরোন কে অন্তর্বাহী নিউরোন বা অ্যাফারেন্ট নিউরোন বলে। কারণ, সেনসরি নিউরোন এর মাধ্যমে আবেগ বাইরে থেকে ভিতরে পরিবাহিত হয়।
২) বহির্বাহী নিউরোন বা ইফারেন্ট নিউরোন কাকে বলে? (What is Efferent Neurone?)
উত্তর: আজ্ঞাবহ বা চেষ্টিয় বা মোটর নিউরোন কে বহির্বাহী বা ইফারেন্ট নিউরোন বলে। কারণ, মোটর নিউরোন এর মাধ্যমে স্নায়ু স্পন্দন দেহের ভিতর থেকে বাইরে পরিবাহিত হয়।
৩) ইন্টারকানেকটিং নিউরোন বা অ্যাডজাস্টর নিউরোন কোথায় থাকে?
উত্তর: ইন্টারকানেকটিং নিউরোন বা অ্যাডজাস্টর নিউরোন সবসময় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অবস্থান করে।
৪) রিসেপ্টর নিউরোন কাকে বলে? (What is Receptor Neurone?)
উত্তর: সেনসরি নিউরোন রিসেপ্টর থেকে উদ্দীপনা গ্ৰহণ করে বলে একে রিসেপ্টর নিউরোন বলে।
৫) ইফেকটর নিউরোন কাকে বলে? (What is Effector Neurone?)
উত্তর: মোটর নিউরোন স্নায়ু স্পন্দন গুলিকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক বা ইফেক্টর এ পাঠায় বলে একে ইফেকটর নিউরোন বলে।
আরও পড়ুন: মিউটেশনের গুরুত্ব
😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন।
😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন।
😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।
😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।
😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।
😊 ধন্যবাদ ।।