classes
classes
 *West Bengal board only.

হরমোনের বৈশিষ্ট্য | Characteristics of Hormone : Bigyanbook

{tocify} $title={এক নজরে শিরোনাম}

নমস্কার, স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে আমরা জানবো, হরমোন এর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


• হরমোন কাকে বলে?

প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড বা স্টেরয়েড ধর্মী যে জৈব রাসায়নিক পদার্থ জীব দেহের কোনো বিশেষ কোশগুচ্ছ অথবা অন্তঃক্ষরা বা অনাল গ্ৰন্থি থেকে স্বল্প মাত্রায় ক্ষরিত হয়ে সাধারণত রক্ত, লসিকা ইত্যাদির মাধ্যমে উৎপত্তিস্থল থেকে দূরে শরীরের কোনো বিশেষ জায়গায় পরিবাহিত হয় এবং সেই অঞ্চলের কলা কোশের বিভিন্ন বিপাকীয় কাজের মধ্যে রাসায়নিক সমন্বয়সাধন করে এবং কাজের শেষে নষ্ট হয়ে যায়, তাকে হরমোন বলে।

আরও দেখুন : পিটুইটারি গ্রন্থি নিঃসৃত বিভিন্ন হরমোনের কাজ

হরমোন কথাটির গ্ৰিক শব্দ "হরম্যাসিন" (Hormacin) বা "হরমাও" (Hormao) থেকে উৎপত্তি হয়েছে। যার অর্থ জাগ্ৰত করা অথবা উত্তেজিত করা। 1905 খ্রিস্টাব্দে বেলিস (Bayliss) এবং স্টারলিং (Starling) নামের দুই বিজ্ঞানী প্রথম জীবদেহে হরমোন এর উপস্থিতির কথা উল্লেখ করেন।

আরও পড়ুন: প্রতিবর্ত ক্রিয়া


হরমোনের বৈশিষ্ট্য (Characteristics of Hormones)

1. হরমোন হলো এক রকম প্রোটিন ধর্মী বা স্টেরয়েড ধর্মী বা অ্যামাইনো ধর্মী জৈব রাসায়নিক পদার্থ, যা শরীরের নিঃসৃত স্থান থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে। (ব্যাতিক্রম: স্থানীয় হরমোন)

2. হরমোন জৈব অনুঘটকের মতো ক্রিয়া করে। ক্রিয়ার পরে ধ্বংস প্রাপ্ত হয় এবং দ্রুত সেই স্থান থেকে বের হয়ে যায়।

3. নিঃসৃত স্থান ছাড়া দেহের অন্য কোনো স্থানে হরমোন সঞ্চিত হয় না।

4. হরমোন খুব স্বল্প মাত্রায় ক্রিয়া করে। হরমোনের ক্রিয়ার স্থায়িত্বকাল বহুদিন পর্যন্ত থাকে। প্রয়োজন এর তুলনায় হরমোন কম বা বেশি ক্ষরিত হলে জীব দেহে অস্বাভাবিকতা দেখা যায়।

5. হরমোন জীব দেহে রাসায়নিক সমন্বয়কারী বা কেমিক্যাল কো অর্ডিনেটর হিসেবে কাজ করে।

6. হরমোন জীব দেহের বিভিন্ন কোশে কোশে রাসায়নিক বার্তা প্রেরণ করে। এজন্য হরমোন কে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবহ বা কেমিক্যাল মেসেঞ্জার (chemical messenger) বলা হয়।

7. কোনো একটি অন্তঃক্ষরা গ্ৰন্থির ক্ষরন ক্রিয়া পরোক্ষভাবে অন্য গ্ৰন্থির মাধ্যমে নিজেই নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই পদ্ধতিকে 'ফিড ব্যাক' (feed back) বলা হয়।

8. প্রাণী দেহে কোনো কোনো কার্যক্ষেত্রে কোনো একটি হরমোন কোনো কাজে সহায়তা করে, আবার কোনো একটি হরমোন ওই কাজে বাধার সৃষ্টি করে। এইভাবে হরমোন প্রাণী দেহে দ্বৈত নিয়ন্ত্রক (dual controller) হিসেবে কাজ করে।

আরও পড়ুন: অ্যান্টিজেন

উৎসেচক এবং হরমোন এর মধ্যে তুলনা (Difference between Hormone and Enzyme)

• উৎসেচক প্রায় সমস্ত রকম সজীব কোশে উৎপন্ন হয়।

• উৎসেচক সনাল গ্ৰন্থি থেকে নিঃসৃত হয়ে উৎসেচক নালী পথের মাধ্যমে পরিবাহিত হয়।

• উৎসেচক উৎসস্থলে এবং অন্যত্র ক্রিয়া করতে পারে।

• উৎসেচক জৈব অনুঘটক রূপে করে এবং ক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে।

• উৎসেচক রাসায়নিক বার্তাবহ রূপে কাজ করে না।

• অপরদিকে, হরমোন শুধু মাত্র তরুণ কোশে অথবা অনাল গ্ৰন্থির কোশে উৎপন্ন হয়।

• অনাল গ্ৰন্থি থেকে নিঃসৃত হয়ে হরমোন সরাসরি রক্তে বা লসিকায় মিশে যায় এবং রক্ত বা লসিকা দ্বারা বাহিত হয়।

• হরমোন উৎস স্থলে ক্রিয়া করে না, উৎস স্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে। (ব্যাতিক্রম: স্থানীয় হরমোন)

• হরমোন জৈব অনুঘটক রূপে ক্রিয়া করলেও ক্রিয়ার শেষে ধ্বংসপ্রাপ্ত হয়।

• হরমোন রাসায়নিক বার্তাবহ রূপে কাজ করে।

আরও দেখুন : অর্গানাইজার থেকে ক্ষরিত হরমোনগুলির নাম

• হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী কেন বলা হয়?

উত্তর: জীব দেহের নির্দিষ্ট স্থান থেকে হরমোন উৎপন্ন অথবা নিঃসৃত হয়ে ধীরে ধীরে সম্পূর্ণ দেহের কোষে কোষে ছড়িয়ে পড়ে এবং কোশের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া গুলিকে নিয়ন্ত্রণ করে। এইভাবে হরমোন জীব দেহে রাসায়নিক সংযোগ গঠন করায় হরমোন কে রাসায়নিক সমন্বয়কারী বা কেমিক্যাল কো অর্ডিনেটর (chemical co-ordinator) বলা হয়।

আরও পড়ুন: ভাসেকটোমি এবং টিউবেকটোমি এর পার্থক্য

হরমোনের সাধারণ কাজ (General Functions of Hormone)

• হরমোন জীব দেহের প্রতিটি কোশে কোশে রাসায়নিক সমন্বয়সাধন করে।

• হরমোন জীব দেহের কোশ বিভাজন এবং জীব এর বৃদ্ধিতে সহায়তা করে।

• হরমোন জীব দেহের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে।

• হরমোন জীব দেহের যৌনাঙ্গের পরিস্ফুটনে এবং যৌন বৈশিষ্ট্যের প্রকাশে সহায়তা করে।

হরমোন এবং স্নায়ুর কাজের মধ্যে পার্থক্য

• হরমোন উদ্ভিদ এবং প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়কারী হিসেবে কাজ করে।

• অপরদিকে, স্নায়ু প্রাণী দেহে ভৌত সমন্বয়কারী হিসেবে কাজ করে।

• হরমোন এর ক্রিয়া মন্থর, কিন্তু সুদূর প্রসারী হয়।

• অপরদিকে, স্নায়ুর ক্রিয়া দ্রুত কিন্তু তাৎক্ষণিক হয়।

• হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়।

• অপরদিকে, স্নায়ুর ক্রিয়ার পর এর কোনো গঠনগত এবং কার্যগত পরিবর্তন হয় না।


😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। 

😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। 

😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন