বিজ্ঞানবুক এ আপনাকে স্বাগত। এই আর্টিকেলে আমরা জানবো, বর্তনী ছেদক বা সার্কিট ব্রেকার সম্বন্ধে। তাহলে চলুন শুরু করা যাক।
বর্তনী ছেদক বা সার্কিট ব্রেকার হল একটি স্বয়ংক্রিয় সুইচ ব্যবস্থা। এই ব্যবস্থা হ্রস্ব বর্তনী বা শর্ট সার্কিট (short circuit) অথবা অতি প্রবাহ বা ওভারলোড (overload) -এর জন্য, কোনো তড়িৎ বর্তনী ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই সেই বর্তনীটিকে তড়িৎ থেকে বিচ্ছিন্ন করে।
আরও দেখুন : তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য
বর্তনী ছেদের সঙ্গে সঙ্গেই ছেদক এর সুইচ অফ অবস্থানে চলে যায়।
যে ত্রুটিপূর্ণ তড়িৎ যন্ত্রের কারণে বর্তনী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে সেটি মেরামত করা যায় বা বর্তনী থেকে সরিয়ে দেওয়ার পর ছেদক এর সুইচ অন করলে তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে আবার আগের মতো সুষ্ঠুভাবে তড়িৎ প্রবাহ চলতে থাকে।
আরো পড়ুন: ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন এর মধ্যে পার্থক্য
বিভিন্ন বর্তনী ছেদকে বা সার্কিট ব্রেকারে বিভিন্ন ধরনের ভৌত ঘটনাকে কাজে লাগানো হয়। যেমন, উচ্চ তড়িৎ প্রবাহের কারণে বর্তনীর অন্তর্গত একটি দ্বি ধাতব পাত উত্তপ্ত হয়ে ওঠে এবং বেঁকে যায়, আর এর ফলে বর্তনী তড়িৎ ছিন্ন হয়। অথবা, একটি তড়িৎ চুম্বক এর মধ্য দিয়ে উচ্চ প্রবাহ গেলে বর্তনীর অন্তর্গত একটি নরম লোহার পাত কে আকর্ষণ করে এবং তার ফলে ওই বর্তনীটি তড়িৎ ছিন্ন হয়।
আরও দেখুন : বৈদ্যুতিক যন্ত্রাদির রেটিং
নিম্ন ভোল্টেজ (0-1000V) এর লাইনে যে বর্তনী ছেদক বা সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় তাকে যান্ত্রিক বর্তনী ছেদক (mechanical circuit breaker) বা ক্ষুদ্রাকার বর্তনী ছেদক (miniature circuit breaker) বা সংক্ষেপে MCB বলে।
বর্তমানে বাড়ির তড়িৎ সঙ্গেও ফিউজ তারের পরিবর্তে MCB ব্যবহার করা হয়।
আরো পড়ুন: শুক্রাণু ব্যাংক বা স্পার্ম ব্যাংক (Sperm Bank)
তড়িৎ উৎপাদন কেন্দ্র থেকে অনেক দূরে উচ্চ ভোল্টেজের (11000V বা তার বেশি) সরবরাহ লাইনে বর্তনীতে ছেদক হিসেবে সুইচগিয়ার (Switchgear) ব্যবহার করা হয়।
😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন।
😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন।
😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।
😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।
😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।
😊 ধন্যবাদ ।।