বিজ্ঞানবুক -এ আপনাকে স্বাগত। এই আর্টিকেলে আমরা যে বিষয়ে জানব তা হল প্রোগ্রেসিভ সিমপ্লিফিকেশন থিওরি বা রিগ্রেসিভ থিওরি। তাহলে চলুন শুরু করা যাক।
ব্রায়োফাইটের (Bryophyta) রেনু উৎপাদনকারী জনু বা স্পোরোফাইট (Sporophyte) সালোকসংশ্লেষে অক্ষম এবং পুষ্টি সম্পাদনের জন্য অন্য লিঙ্গধর উদ্ভিদ এর উপর নির্ভরশীল হয়। পরিবেশগত এবং শারীরবৃত্তীয় কারণে ব্রায়োফাইটের রেণুধর এর গঠন বৈচিত্র্যের তারতম্য লক্ষ্য করা যায়। কোথাও এর গঠন সরল বা অনুন্নত হয় অথবা কোথাও এই রেনুধর এর গঠন অত্যন্ত জটিল এবং উন্নত হয়। ব্রায়োফাইটের রেনুধর এর এই দুই ধরনের গঠনের মধ্যে একাধিক গণের উপস্থিতি লক্ষ্য করা যায়, যারা সর্বাপেক্ষা সরল থেকে জটিল এবং উন্নত গঠন সৃষ্টির ধারাবাহিকতাকে প্রমাণ করে।
ব্রায়োফাইটের রেনুধর এর বিবর্তন জনিত ঘটনার ব্যাখ্যা সম্পর্কে বিজ্ঞানীরা দুটি মত বা তত্ত্ব পোষণ করেন। যা হলো, 1. প্রগ্রেসিভ থিওরি বা থিওরি অফ প্রগ্রেসিভ স্টেরিলাইজেশন (Progressive theory or Theory of Progressive Sterilization) এবং 2. রিগ্রেসিভ থিওরি থিওরি অফ প্রগ্রেসিভ সিম্প্লিফিকেশন (Regressive Theory or Theory of Progressive Simplification)।
এই পোস্টে আমরা শুধু জানব থিওরি অফ প্রগ্রেসিভ সিম্প্লিফিকেশন বা রিগ্রেসিভ থিওরি সম্পর্কে।
Theory Of Progressive Simplification Or Regressive Theory
Kashyap (1919), Church(1919), Goebel(1930), Evans(1939) প্রমূখ বিজ্ঞানীরা এই তত্ত্বের সমর্থক। এই তথ্য অনুযায়ী, সরল গঠন যুক্ত রিকসিয়া (Riccia) -এর রেনুধর সর্বাপেক্ষা আদিম প্রকৃতির নয়। এই সরল গঠন যুক্ত রেনুধর, বিবর্তনের ফলে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের বিয়োজনের মাধ্যমে জটিল গঠন যুক্ত রেণুধরের থেকে সৃষ্টি লাভ করেছে।
অর্থাৎ, জটিল গঠন যুক্ত রেনুধর থেকে সরল গঠন যুক্ত রেনুধরের উৎপত্তি ঘটেছে।
এই তত্ত্ব অনুযায়ী, ব্রায়োপসিডা এবং অ্যান্থোসেরোটপসিডা শ্রেণীর সদস্যরা, যাদের রেনুধরে সালোকসংশ্লেষকারী কলা, পত্ররন্ধ্র, কোশান্তররন্ধ্র প্রভৃতি উপস্থিত, তারা পূর্বসূরি হিসেবে বিবেচিত। এই ধরনের রেনুধর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিয়োজনের মাধ্যমে, মারক্যানসিয়ালিস বর্গের সরল এবং উন্নত রেণুধর এর উৎপত্তি ঘটেছে।
যে সকল গঠনের বিয়োজন বা দূরীকরণের দ্বারা সরল উন্নত গঠন যুক্ত রেনুধর সৃষ্টি হয়েছে সেগুলি হলো —
1. রেণুধর এর রেনু বিদারণ পদ্ধতির সরলীকরণ।
2. সালোকসংশ্লেষকারী কলার ক্রমশ হ্রাস প্রাপ্তি এবং শেষ পর্যন্ত মারক্যানসিয়ালিস (Marchantiales) বর্গের রেনুধরে এই কলার পূর্ণ অবলুপ্তি।
3. সালোকসংশ্লেষ কারী কলার ধারাবাহিকভাবে রস প্রাপ্তির সাথে সাথেই পত্ররন্ধ্র এবং অন্তঃকোষীয় গহবর এর অবলুপ্তিকরণ।
4. রেণুধর এর ক্যাপসুল প্রাচীরের কোশস্তরের সংখ্যার হ্রাসপ্রাপ্তি এবং সংশ্লিষ্ট কোষপ্রাচীরের গায়ে স্থায়ীকরণের পরিমাণ হ্রাসকরণ।
5. রেণুধর থেকে ফুট ও সিটার ক্রমশ অপসারণ।
6. রেণুধর এর সরলীকরণের সাথে সাথে, রেনুধারণ কলার পরিমাণ বৃদ্ধি এবং ইলেটর, ইলেটারোফোর প্রভৃতি গঠনগুলির পূর্ণ অপসারণ।
রেণুধর বা স্পোরোফাইটের এই বিবর্তন গুলির ফলে সর্বাপেক্ষা উন্নত এবং সরল গঠন যুক্ত Riccia -এর রেনুধর উদ্ভিদের সৃষ্টি হয়েছে।
Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।
পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।
পড়তে থাকুন বিজ্ঞানবুক।
ধন্যবাদ।।