নমস্কার, স্বাগতম আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে আমরা জানবো বৈদ্যুতিক যন্ত্রের রেটিং সম্বন্ধে। বিভিন্ন প্রকারের রেটিং যেমন, ভোল্টেজ রেটিং, ওয়াট রেটিং এবং রেটিং এর তাৎপর্য সম্বন্ধে আমরা এই পোস্টে জানবো। তা হলে চলুন শুরু করা যাক।
প্রত্যেকটি বৈদ্যুতিক যন্ত্র বিভব-প্রভেদ এর উপর নির্ভরশীল। আমরা প্রথমে ভোল্টেজ রেটিং সম্বন্ধে জানবো।
আরও দেখুন : তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য
ভোল্টেজ রেটিং (Voltage rating) :
দুই প্রান্তের বিভব প্রভেদ নির্দিষ্টভাবে কত হলে বৈদ্যুতিক যন্ত্র টির কোন ক্ষতি হবে না এবং ওই যন্ত্রটি সবথেকে ভালো কাজ করতে পারবে তা সুনির্দিষ্ট থাকে, একে ভোল্টেজ রেটিং বলা হয়। বিভব-প্রভেদ এর মান যন্ত্রের গায়ে লেখা থাকে।
আরো পড়ুন: সাবান ও ডিটারজেন্ট এর পার্থক্য
উদাহরণ হিসেবে গৃহস্থালীতে যেসব বৈদ্যুতিক যন্ত্রের আমরা ব্যবহার করি, প্রত্যেকটি যন্ত্রের ভোল্টেজ রেটিং হলো 220V । এর মানে, দুই প্রান্তের বিভব প্রভেদ 220V হলে প্রতিটি যন্ত্র ক্ষতিগ্রস্ত না হয় সবথেকে বেশি কার্যকর হয়। অর্থাৎ এই বিভব-প্রভেদ মানেই গৃহস্থালির ব্যবহৃত প্রত্যেকটি বৈদ্যুতিক যন্ত্র সবথেকে ভালো কাজ করে, এই বিভব-প্রভেদ মানে যন্ত্র গুলির কোনো প্রকার ক্ষতি হয় না।
বিদ্যুৎ সরবরাহ লাইনের ভোল্টেজ কমে গেলে কর্মদক্ষতা রাস পায়, অর্থাৎ বৈদ্যুতিক বাতির উজ্জ্বলতা কমে যেতে দেখা যায় বা বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরতে দেখা যায়। আবার অপরদিকে ভোল্টেজ 220V থেকে বেশি হলে যন্ত্রটির ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে।
আরও দেখুন : বর্তনী ছেদক বা সার্কিট ব্রেকার
ওয়াট রেটিং (Watt rating) :
একটি ভোল্টেজে একাধিক বৈদ্যুতিক যন্ত্র একই সময়ে কাজ করলে তারা ওই একই সময়ে সমান তড়িৎ শক্তি ব্যয় করে না। এই কারণে, কোনো বৈদ্যুতিক যন্ত্র একক সময়ে কতটা তড়িৎ শক্তি ব্যয় করে, তার উল্লেখ করতে হয়। একে বৈদ্যুতিক যন্ত্রের ওয়াট রেটিং বলে।
উদাহরন হিসেবে, আমরা বৈদ্যুতিক বাতির গায়ে 220V-100W অথবা কোনো বৈদ্যুতিক হিটার এর গায়ে লেখা থাকে 220V-2000W দেখতে পাই। প্রথমে ভোল্টেজ রেটিং এবং তার পর ওয়াট রেটিং একসঙ্গে উল্লেখ করা হয়।
আরো পড়ুন: মদ্যপান এর ফলাফল
আমরা যেসব বৈদ্যুতিক বাতি বা বালব্ এর ব্যবহার করি, তার গায়ে 220V-100W লেখা থাকে। এতে বোঝা যায় যে ওই বৈদ্যুতিক বাতির দুই প্রান্তের বিভব প্রভেদ 220V হলে সেটি সবচেয়ে উজ্জ্বল ভাবে জলে এবং সেই অবস্থায় ওই বাতিটি 100W হারে তড়িৎ শক্তি ব্যয় করে।
রেটিং এর তাৎপর্য (Significance of rating) :
• কোন বৈদ্যুতিক যন্ত্র কত ভোল্টেজ এ সর্বাধিক কার্যক্রম হয় এবং সেই অবস্থায় ওই বৈদ্যুতিক যন্ত্রের শক্তি ব্যয় হার কত তা যন্ত্রটির ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটিং থেকে জানা যায়।
• রেটিং থেকে বৈদ্যুতিক যন্ত্রে তড়িৎ প্রবাহ মাত্রা এবং যন্ত্রটির রোধ নির্ণয় করা যায়।
• বৈদ্যুতিক যন্ত্র সরবরাহ লাইনের পক্ষে নিরাপদ কিনা তা রেটিং থেকে জানা যায়।
আরো পড়ুন: জননের গুরুত্ব
প্রশ্ন উত্তর তথ্য
কোনো বৈদ্যুতিক যন্ত্র সরবরাহ লাইনের ক্ষেত্রে নিরাপদ কিনা তা কীভাবে বুঝবো?
হিটার এর ভোল্টেজ রেটিং = 220V এবং ওয়াট রেটিং = 2000W ।
=> প্রবাহ মাত্রা = ওয়াট রেটিং / ভোল্টেজ রেটিং
=> প্রবাহ মাত্রা = 2000/220 = 9.1A (প্রায়)
অর্থাৎ, বাড়ির মিটার এবং ফিউজ সর্বোচ্চ 5 A প্রবাহের জন্য তৈরি, অর্থাৎ মিটার এবং ফিউজ এর প্রবাহমাত্রা এর মান 5 A। এখানে হিটার এর প্রবাহমাত্রা এর মান 9.1 A যা অনেকটা বেশি। তাই হিটার বৈদ্যুতিক সরবরাহ লাইনের ক্ষেত্রে নিরাপদ নয়, হিটার টি ব্যবহার করলে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হবে।
• প্রবাহ মাত্রা = I ; ক্ষমতা (ওয়াট রেটিং) = P ; বিভব প্রভেদ (ভোল্টেজ রেটিং) = V
• প্রবাহ মাত্রা (I) = ক্ষমতা (P) / বিভব প্রভেদ (V)
• রোধ (R) = বিভব প্রভেদ (V) / প্রবাহ মাত্রা (I)
• বৈদ্যুতিক বাতির ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটিং 220 V - 100 W হলে, বৈদ্যুতিক বাতির রোধ কত?
প্রবাহ মাত্রা (I) = ক্ষমতা (P) / বিভব প্রভেদ (V) = 100 W / 220 V = 0.45 A (প্রায়)
রোধ (R) = বিভব প্রভেদ (V) / প্রবাহ মাত্রা (I) = 220 V / 0.45 A = 489 Ω
আরো পড়ুন: প্লাসমোডিয়াম ভাইভাক্স এর প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি
কেমন লাগছে আপনার বিজ্ঞানবুক পড়তে অবশ্যই জানান নীচের কমেন্ট বক্সে কমেন্ট করে। শেয়ার করুন এই আর্টিকেলটি। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ। পড়ুন আমাদের অন্যান্য লেখাগুলিও। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।