নিষেকের সুবিধা ও অসুবিধা | Merits and Demerits of Fertilization

নমস্কার, স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই পোস্টে আমরা জানবো নিষেকের বিভিন্ন সুবিধা এবং অসুবিধা সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in

নিষেক কী? (What is Fertilization?)

পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনকে নিষেক বা ফার্টিলাইজেশন বলে।

আরো পড়ুন: সংশ্লেষ ও নিষেকের পার্থক্য

নিষেকের সুবিধা (Merits of Fertilization) :

• শুক্রাণু এবং ডিম্বাণু এর সৃষ্টির সময় যে মিয়োসিস প্রক্রিয়া ঘটে, সেই সময় ক্রসিং ওভার ঘটার ফলে শুক্রাণু এবং ডিম্বাণুর চরিত্রগত গুণের পুনর্বিন্যাস হয়।

• যৌন জননে নিষেক এর মাধ্যমে ভিন্ন ভিন্ন বংশগত গুণসম্পন্ন শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটে। এর ফলে উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য সৃষ্টি হয় ফলে জৈব বৈচিত্র দেখা যায়।

• যেহেতু যৌন জননে, নিষেকের মাধ্যমে ভিন্ন ভিন্ন বংশগত গুণ সম্পন্ন শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে এবং অপত্য সৃষ্টি হয় যাদের মধ্যে জৈব বৈচিত্র্য দেখা যায় সেই কারণে অপত্য দের অভিযোজনগত দক্ষতা বাড়ে এবং অপত্যরা অবলুপ্তির হাত থেকে রক্ষা পায়।

আরো পড়ুন: ভাসেকটোমি ও টিউবেকটোমি এর পার্থক্য

নিষেকের অসুবিধা (Demerits of Fertilization) :

• যৌন জননে নিষেকের ক্ষেত্রে দুটি বিপরীত লিঙ্গের জননাঙ্গের উপস্থিতির অভাব ঘটলে নিষেক সম্পন্ন হবে না।

• পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনে বাধা সৃষ্টি হলে নিষেক সম্পন্ন হবে না।

আরো পড়ুন: জিন থেরাপি

নিষেক থেকে আরও তথ্য এবং প্রশ্ন এবং উত্তর :-


দ্বি নিষেক কোথায় ঘটে?

— দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন শুধুমাত্র গুপ্তবীজী উদ্ভিদ দেহে ঘটে।

মানুষের জননের ক্ষেত্রে নিষেক কোথায় ঘটে?

— মানুষের জননে নিষেক প্রধানত ফ্যালোপিয়ান নালির উপরের অংশে অ্যাম্পুলার মধ্যে সম্পন্ন হয়।

আরো পড়ুন: মিউটেশনের গুরুত্ব

পেরিভাইটেলাইন স্পেস কী? (What is perivitelline space?)

— ডিম্বাণুর প্লাজমা মেমব্রেনের বাইরে এক তরল পদার্থ পূর্ণ স্থান থাকে, একে পেরিভাইটেলাইন স্পেস বলে।

আক্রোসিন কী? (What is acrosin?)

— আক্রোসিন হলো একটি উৎসেচক বা এনজাইম। এটি শুক্রাণু অ্যাক্রোজোমের পর্দায় অবস্থিত প্রোটিওলাইটিক উৎসেচক।

কর্টিকাল গ্র্যানিউলস কী? (What is cortical granules?)

— ডিম্বাণুর প্লাজমা মেমব্রেনের নীচে বা প্লাজমা পর্দার নীচে পর্দা বেষ্টিত দানা থাকে, এদের কর্টিকাল গ্র্যানিউলস বলে।

আরো পড়ুন: ডিম্বাণু ব্যাংকের প্রয়োজনীয়তা

😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। 

😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। 

😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।


😊 ধন্যবাদ ।।


Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post