বিজ্ঞানবুকে আপনাকে স্বাগত। এই আর্টিকেলে আমরা যে বিষয়ে জানবো তাহলো মিউটেশন এর গুরুত্ব। তাহলে চলুন শুরু করা যাক।
মিউটেশন কী ?
জিনের হঠাৎ কোনো স্থায়ী বংশগতভাবে সঞ্চারণশীল পরিবর্তনকে মিউটেশন বলে।
আরো পড়ুন: Bt জিনের সংজ্ঞা ও ব্যবহার
মিউটেশনের গুরুত্ব
1. জেনেটিক চরিত্রের আকস্মিক পরিবর্তনকে মিউটেশন বলে।
2. মিউটেশন DNA ক্রম বা ক্রোমোসোমাল বিন্যাসের পরিবর্তনের ফলে ঘটে।
3. মিউটেশন একটি জিন দ্বারা বাহিত জেনেটিক বার্তার পরিবর্তন করে।
4. এর ফলে নতুন বৈশিষ্ট্যের বিকাশ ঘটে।
বিবর্তন প্রক্রিয়ার ক্ষেত্রে জিনের পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিনের মিউটেশনের ফলে নতুন অ্যালিল সৃষ্টি হয়। এই অ্যালিল নতুন কোনো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। এইভাবে জীবে নতুন নতুন বৈশিষ্ট্যযুক্ত হয়ে প্রকরণ এর সৃষ্টি হয়। এই পদ্ধতির মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি হয়।
জীবের সঙ্গে ঘটে থাকা সমস্ত মিউটেশনই জীবের পক্ষে উপকারী নাও হতে পারে। কিছু কিছু মিউটেশন জীবের রোগ, মৃত্যু এবং প্রজাতির বিলুপ্তির কারণ হয়ে থাকে। অতত্রব, প্রকৃতিতে মিউটেশন হল বিবর্তনের প্রধান হাতিয়ার।
এবার আমরা দেখবো মিউটেশনের ফলে কিভাবে নতুন প্রজাতির উৎপত্তি ঘটছে, তা একটি চার্টের মাধ্যমে।
মিউটেশন
↓
প্রকরণ
↓
1. প্রয়োজনীয় প্রকরণ এবং 2. অপ্রয়োজনীয় প্রকরণ
↓
প্রয়োজনীয় প্রকরণ
↓
প্রাকৃতিক নির্বাচন
↓
নতুন প্রজাতির উৎপত্তি
আরো পড়ুন: মাশরুমের উপকারিতা বা পুষ্টিগুণ