Gnetum এর বৈশিষ্ট্য | Characters of Gnetum

{tocify} $title={এক নজরে শিরোনাম}

নমস্কার, স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে আমরা জানব Gnetum এর বিভিন্ন গুপ্তবীজী বৈশিষ্ট্য এবং বিভিন্ন ব্যক্তবীজী বৈশিষ্ট্য সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in

Gnetum এর গুপ্তবীজী বৈশিষ্ট্য (Angiospermic characters of Gnetum ) :

1. দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদের মতোই Gnetum এর স্বভাব বীরুৎ বা গুল্ম অথবা বৃক্ষ জাতীয় হতে পারে।

2. এই উদ্ভিদের পাতায় দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদের মতো জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়।

3. গুপ্তবীজী উদ্ভিদের কান্ডের অগ্রভাগের অন্তর্গঠন এর মধ্যে টিউনিকা (Tunica) এবং কর্পাস (Corpus) নামক কলা অঞ্চল দেখতে পাওয়া যায়, যা এই উদ্ভিদের কান্ডের অগ্রভাগের অন্তঃ গঠনেও দেখা যায়।

4. এই উদ্ভিদের রেণপত্র মঞ্জুরীর গঠন গুপ্তবীজী উদ্ভিদের ক্যাটকিন পুষ্পবিন্যাস এর অনুরূপ হয়। এছাড়াও এই উদ্ভিদের মঞ্জুরী পত্রের গঠন গুপ্তবীজী উদ্ভিদের পুষ্পের গঠনের অনুরূপ হয়। এছাড়াও এই উদ্ভিদের মঞ্জুরী পত্রের মধ্যে গুপ্তবীজী উদ্ভিদের ফুলের মত পুষ্প পুট এর উপস্থিতি দেখা যায়।

5. গুপ্তবীজী উদ্ভিদের মতোই এই উদ্ভিদের জাইলেম কলার মধ্যে ট্রাকিয়া উপস্থিত থাকে

6. এই উদ্ভিদের অর্থাৎ Gnetum এর পুংরেণুপত্রে বৃন্ত যুক্ত মাইক্রোস্পোরাঞ্জিয়াম অঙ্গসংস্থানগত দিক দিয়ে গুপ্তবীজী উদ্ভিদের পুংকেশরের মতো হয়।

7. এই উদ্ভিদের মেগা স্পোরোজেনেসিস প্রক্রিয়া গুপ্তবীজী উদ্ভিদের মত হয়। Gnetum এর স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ গুপ্তবীজী উদ্ভিদের মত টেট্রাস্পোরিক প্রকৃতির হয় অর্থাৎ মেগাস্পোর মাতৃকোষের হ্রাস বিভাজনের ফলে উৎপন্ন চারটি নিউক্লিয়াস স্ত্রী লিঙ্গধর সৃষ্টিতে অংশগ্রহণ করে।

8. গুপ্তবীজী উদ্ভিদের অনুরূপভাবে এই উদ্ভিদেরও শস্যকলা নিষেকের পর গঠিত হয়।

9. গুপ্তবীজী উদ্ভিদের মত এই উদ্ভিদের স্ত্রী লিঙ্গধর উদ্ভিদে স্ত্রীধানী বা আর্কিগোনিয়াম অনুপস্থিত থাকে

10. গুপ্তবীজী উদ্ভিদের অনুরূপ এই উদ্ভিদের পুং লিঙ্গধর উদ্ভিদে প্রোথ্যালিয়াল কোশ, বৃন্ত কোশ প্রভৃতি অনুপস্থিত থাকে।

আরো পড়ুন: বহুভ্রুণতা

Gnetum এর ব্যক্তবীজী বৈশিষ্ট্য (Gymnospermic characters of Gnetum ) :

1. জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদের মতো Gnetum এর বীজ নগ্ন অবস্থায় থাকে অর্থাৎ ফলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে না।

2. জিম্নোস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদের মতোই এই উদ্ভিদের ফ্লোয়েম কলার উপাদান গত বৈশিষ্ট্য অনুরূপ হয়।

3. অন্যান্য জিমনোস্পার্ম উদ্ভিদ বা ব্যক্তবীজী উদ্ভিদের মতো এই উদ্ভিদেরও স্ত্রী লিঙ্গধর উদ্ভিদে মুক্ত নিউক্লিয়াস বিভাজন ঘটে থাকে।

4. ব্যক্তবীজী উদ্ভিদের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন এই উদ্ভিদের কোনো কোনো প্রজাতিতে পুং লিঙ্গধর জনুতে প্রোথ্যালিয়াল কোশ গঠিত হয়।

5. জিম্নোস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদের অনুরূপ এই উদ্ভিদের ডিম্বকের অগ্রভাগে বা মাইক্রোপাইল প্রান্তে পরাগধানী গহবর বা পোলেন চেম্বার (Pollen chamber) গঠিত হয়

6. এই উদ্ভিদের শস্য কলার প্রকৃতি ব্যক্তবীজী উদ্ভিদের অনুরূপ হয়।


😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। 

😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। 

😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।

😊 ধন্যবাদ ।।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন