বিজ্ঞানবুক -এ আপনাকে স্বাগত। এই আর্টিকেলে আমরা যে বিষয়ে জানব তা হলো জিনের কাজ। বিভিন্ন ক্ষেত্রে জিন কি কি কাজ করে থাকে তার সমস্ত কিছুই এই আর্টিকেলে আমরা জানবো। তাহলে চলুন শুরু করা।
আরো পড়ুন: ক্লোনিং এর গুরুত্বজিনের কাজ (Functions of Gene)
1. কোন জীবের বৈশিষ্ট্য জিন দ্বারা নির্ধারিত এবং প্রকাশিত হয়।
2. জিন বংশগতি নির্ধারণ করে। পিতা-মাতার বৈশিষ্ট্য, গ্যামেটের মাধ্যমে জিন সঞ্চারণ এর দ্বারা সন্তান-সন্ততিতে বাহিত হয়।
3. প্রজাতির মধ্যে বৈচিত্র্য, অথবা ঘনিষ্ঠ দুটি প্রাণী বা উদ্ভিদের মধ্যে প্রভেদ জিনগত পার্থক্যের জন্যই হয়ে থাকে।
4. কোষে RNA এবং প্রোটিন উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে জিন।
5. জিনের জনন ক্ষমতা আছে এবং এটি রেপ্লিকেশন পদ্ধতির মাধ্যমে নিজেদের প্রতিলিপি গঠন করতে পারে। জিনের এমন ক্ষমতার জন্যেই, জনিতৃ জীবেরা তাদের অপত্যদের মধ্যে জিনের সঞ্চারণ ঘটাতে পারে।
6. জিন তার অন্তর্নিহিত সংবাদ ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে m-RNA তে প্রেরণ করে। m-RNA থেকে আবার এই বার্তা ট্রানসলেশন এর মাধ্যমে প্রোটিনে সঞ্চারিত হয়।
7. ভ্রূণ থেকে কোন প্রাণী বা উদ্ভিদের পরিস্ফুরন কালে অথবা রূপান্তর পদ্ধতিতে জিনের ভূমিকা লক্ষ্য করা যায়।
8. জীবের বৃদ্ধি বা বার্ধক্য সবই জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
9. প্রাকৃতিক পরিবর্তনের জিন সাড়া দিতে পারে। প্রতিকূল পরিবেশে জিনের পরিবর্তন বা মিউটেশন ঘটতে পারে অথবা প্রতিকূল পরিবেশে এই জিনের পরিবর্তন বা মিউটেশন জীবের কোন ত্রুটির সঞ্চার ঘটতে পারে।
10. পরিবেশের সঙ্গে জিনের নিজের স্থায়িত্ব বজায় রাখার ক্ষমতা আছে, সেই কারণে প্রজাতিগুলিও প্রকৃতিতে যথেষ্ট স্থায়িত্ব পায়।
আরো পড়ুন: স্পার্ম ব্যাংক বা শুক্রাণু ব্যাংক
Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।
পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুকে।
পড়তে থাকুন বিজ্ঞানবুক।
ধন্যবাদ।।