ভাসেকটোমি ও টিউবেকটোমি পার্থক্য | Difference Between Vasectomy And Tubectomy

বিজ্ঞানবুক -এ আপনাকে স্বাগত। এই আর্টিকেলে আমরা জানবো ভাসেকটোমি (Vasectomy) এবং টিউবেকটোমি (Tubectomy) এর পাার্থক্য। তাহলে চলুন শুরু করা যাক।


সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমে চিরস্থায়ীভাবে গর্ভনিরোধের জন্য পুরুষদের ভাসেকটমি এবং মহিলাদের টিউবেকটমি করে বন্ধ্যা করা হয়। এই পদ্ধতির মাধ্যমে গ্যামেট পরিবহনের পথ বন্ধ করে দিয়ে স্থায়ীভাবে গর্ভনিরোধন করা হয়।

আরো পড়ুন: ডিম্বাণু ব্যাংকের প্রয়োজনীয়তা

ভাসেকটোমি (Vasectomy) :

ভাসেক্টমি (Vasectomy) হল পুরুষদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি। এই পদ্ধতিতে শুক্রথলি (scrotum) চামড়ার দু-পাশ ছুরির মাধ্যমে 1 cm চিরে নিয়ে শুক্রনালি (vas deferens) বের করে কেটে দেওয়া হয় এবং কেটে দেওয়ার পর তা বেঁধে দেওয়া হয়। উভয় শুক্রাশয় এর শুক্রনালি কেটে বেঁধে দেয়া হয়। শুক্র নালী কেটে বেঁধে দেয়ার সময় মাঝখানে 1-4 cm ফাঁকা রাখা হয়। ফাঁকা স্থান রাখা হয় কারণ যাতে পুনরায় শুক্রনালি জোড়া লেগে না যেতে পারে।

ছবি: ভাসেকটোমি (Vasectomy)


আরো পড়ুন: মিউটেশনের গুরুত্ব

টিউবেকটোমি (Tubectomy) :

টিউবেকটমি (Tubectomy) হল স্ত্রী লোকের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি। এই পদ্ধতিতে স্ত্রীলোকের উভয় ফ্যালোপিয়ান নালি (fallopian tube) কেটে দুই প্রান্ত লাইগেশন করে দেয়া হয়।

ছবি: টিউবেকটোমি (Tubectomy)


আরো পড়ুন: প্রোগ্রেসিভ সিমপ্লিফিকেশন থিওরি

💁🏻 ভাসেকটোমি ও টিউবেকটোমি পার্থক্য (Difference between Vasectomy and Tubectomy) :

👉 1. ভাসেক্টমি হল পুরুষদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি।

           👉 1. টিউবেকটমি হল স্ত্রীলোকদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি।


👉 2. ভাসেক্টমির ক্ষেত্রে দুটো ভাস ডিফারেন্স কেটে দেওয়ার পর বেঁধে দেওয়া হয়।

          👉 2. টিউবেকটমির ক্ষেত্রে দুটো ফ্যালোপিয়ান নালির অংশ কেটে বেঁধে দেওয়া হয়।


👉 3. ভাসেক্টমি পদ্ধতিতে স্পার্ম গমনের পথ আটকে দেওয়া হয়।

          👉 3. টিউবেকটমি পদ্ধতিতে ডিম্বাণুর পথ অবরুদ্ধ করা হয়।


😊  Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। 

😊  এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। 

😊  এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

পড়তে থাকুন বিজ্ঞানবুক।

ধন্যবাদ।।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post