সংশ্লেষ ও নিষেকের পার্থক্য | Difference Between Conjugation and Fertilization

বিজ্ঞানবুক -এ আপনাকে স্বাগতম। এই আর্টিকেলে আমরা সংশ্লেষ বা কনজুগেশন (Conjugation) এবং নিষেকের (Fertilization) মধ্যে পার্থক্য দেখবো। তাহলে চলুন শুরু করা যাক।


কনজুগেশন কী? (What is Conjugation?)

যে যৌন জনন প্রক্রিয়ায় ভিন্নধর্মী (পুরুষ এবং স্ত্রী), একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে অস্থায়ী মিলনের দ্বারা নিউক্লিয় পদার্থের মিলন ঘটে অপত্য জীবের সৃষ্টি হয়, তাকে সংশ্লেষ বা কনজুগেশন বলে।

              

             নিম্নশ্রেণির প্রাণী এবং উদ্ভিদ এর মধ্যে কনজুগেশন পদ্ধতি দেখা যায়। যেমন - স্পাইরোগাইরা, প্যারামেসিয়াম প্রভৃতি।


নিষেক কী ? (What is Fertilization?)

পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলে।

নিষেক দু রকমের দেখা যায়। যথা, বহিঃনিষেক এবং অন্তঃনিষেক।


সংশ্লেষ ও নিষেকের পার্থক্য (Difference between Conjugation and Fertilization)

👉  1. সংশ্লেষ একটি সরল প্রক্রিয়া।

               👉  1. অপরদিকে, নিষেক হলো একটি জটিল প্রক্রিয়া।


👉  2. সংশ্লেষ সাধারণত নিম্নশ্রেণির জীবদেহে দেখা যায়।

             👉  2. অপরদিকে, নিষেক প্রধানত উচ্চশ্রেণীর জীবদেহে এবং কিছু নিম্নশ্রেণির জীবদেহে দেখা যায়।


👉  3. সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী গ্যামেট দুটি অঙ্গসংস্থানগত ভাবে এক হলেও তারা শারীরবৃত্তীয় ভাবে আলাদা হয়।

             👉  3. অপরদিকে, নিষেক এ অংশগ্রহণকারী গ্যামেট দুটি অঙ্গসংস্থানগত ভাবে এবং শারীরবৃত্তীয় ভাবে বিপরীত যৌনের হয়।


👉  4. সংশ্লেষ প্রক্রিয়ায়, উৎপন্ন সংশ্লেষ নালীর মাধ্যমে গ্যামেটের মিলন ঘটে।

            👉  4. নিষেক প্রক্রিয়ায় কোনো সংশ্লেষনালী গঠিত হয় না।


👉  5. উদাহরণ: স্পাইরোগাইরা।

           👉  5. উদাহরণ: উডোগোনিয়াম, মানুষ।


Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

পড়তে থাকুন বিজ্ঞানবুক।

ধন্যবাদ।।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post