classes
classes
 *West Bengal board only.

চলমান বিভেদ | Continuous Variation

{tocify} $title={এক নজরে শিরোনাম}

বিজ্ঞানবুক -এ আপনাকে স্বাগত। এই আর্টিকেলে আমরা যে বিষয়ে জানব তাহলো চলমান বা কন্টিনিউয়াস বিভেদ। তাহলে চলুন শুরু করা যাক।


উৎপত্তির স্থান অনুযায়ী, বিভেদ কে দুই ভাগে ভাগ করা যায়। 1. সোমাটিক বা দেহগঠনগত বিভেদ এবং 2. জার্মিনাল বা জনন কলাস্থানিক বিভেদ।


সোমাটিক বিভেদ কী? (What is Somatic Variation?)

শুধুমাত্র দেহ কোষের মধ্যে যে বিভেদ সীমাবদ্ধ থাকে তাকে সোমাটিক বিভেদ সোমাটিক ভেরিয়েশন বলে।


জার্মিনাল বিভেদ কী? (What is Germinal Variation?)

যে সকল বিভেদ জীবের জনন কলায় সৃষ্টি হয় তাদের জার্মিনাল বিভেদ বা জার্মিনাল ভেরিয়েশন বলে।


জার্মিনাল বিভেদ কে দুই ভাগে বিভক্ত। 1. চলমান বা কন্টিনিউয়াস বিভেদ (Continuous Variation) এবং 2. অসংলগ্ন ডিসকন্টিনিউয়াস বিভেদ (Discontinuous Variation)।


চলমান বিভেদ (Continuous Variation)

চলমান বা কন্টিনিউয়াস বিভেদ এর মধ্যে একটি ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। এই ধরনের বিভেদ গুলি সাধারণত ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় আবির্ভূত হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র বিভাগগুলি এক সঙ্গে যুক্ত হয়ে মাত্রাধিক্যে পৌঁছায়। জীবের কোন চরিত্রের সাপেক্ষে এই ধরনের পরিবর্তনগুলি লক্ষ্য করা যায় বলে তাদের একটি মধ্যমান পাওয়া যায়। এই মধ্যমানের দুদিকে চারিত্রিক পরিবর্তনগুলি সজ্জা লাভ করে থাকে এবং একটি ঘন্টাকৃতি লেখচিত্রের সৃষ্টি হয়। মধ্যমান এর দুদিকে বিভেদের এইগুলি বিস্তৃত থাকে বলে এগুলিকে পরিবর্তনশীল বিভেদ বলা হয়। ডারউইনের মতে এই ধরনের বিভেদের অভিব্যক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদে চলমান বিভেদ গুরুত্ব পেয়েছে।

চলমান বিভেদ দু-প্রকারের। 1. সাবস্ট্যানটিভ বিভেদ (Sabstantive Variation) বা আকৃতিগত বিভেদ এবং 2. মেরিস্টিক বিভেদ (Meristic Variation) বা সংখ্যাভিত্তিক বিভেদ


1. সাবস্ট্যানটিভ বিভেদ (Substantive Variation)

যে বিভেদ জীবের শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন করে তাদের সাবস্ট্যানটিভ বিভেদ (Substantive Variation) বা আকৃতিগত বিভেদ বলে।

এই বিভেদ দ্বারা প্রভাবিত হয় জীবের আকার-আকৃতি, বর্ণ, ওজন প্রভৃতি।


2. মেরিস্টিক বিভেদ (Meristic Variation)

জীবের কোনো কোনো বৈশিষ্ট্য শুধুমাত্র সংখ্যার বিচারে বিবেচিত হয়। যেমন, মটরশুটিতে কতগুলি বীজ আছে, একটি মুরগি থেকে বছরে কতগুলি ডিম পাওয়া যায় ইত্যাদি। এইরকম সংখ্যাভিত্তিক বিচারে  তারতম্যযুক্ত বিভেদগুলি মেরিস্টিক বিভেদ হিসেবে গণ্য হয়।


Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

পড়তে থাকুন বিজ্ঞানবুক।

ধন্যবাদ।।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন