classes
classes
 *West Bengal board only.

জিনের বৈশিষ্ট্য | Characters Of Gene

{tocify} $title={এক নজরে শিরোনাম}

বিজ্ঞানবুক -এ আপনাকে স্বাগত। এই আর্টিকেলে আমরা জানবো জিনের বিভিন্ন বৈশিষ্ট্যাবলি সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।


জিন কী ? (What is Gene?)

জিন হল বংশগতির গঠনগত এবং কার্যগত একক।


জিনের বৈশিষ্ট্যাবলী (Characters of gene)

1. জিন হল বংশগত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক।

2. জিন বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক।

3. জিন ক্রোমোজোম এ অবস্থিত এবং এটি ক্রোমোজোমের অবিচ্ছিন্ন অংশ।

4. একটি ক্রোমোজোমের অসংখ্য জিন থাকে। ক্রোমোজোমে জিন রৈখিক সজ্জাক্রমে (Linearly arranged) অবস্থান করে।

5. জিন নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত।

6. আকৃতি এবং সংযুক্তি অপরিবর্তিত রেখে জিনের নিজস্ব উৎপাদনের ক্ষমতা আছে।

7. জিনের পরিব্যক্তি বা মিউটেশন -এর ক্ষমতা আছে।

8. ক্রোমোজোমে প্রত্যেক জিনের স্থান নির্দিষ্ট থাকে। ক্রোমোজোমে জিনের এই নির্দিষ্ট স্থানকে জিনের লোকাস (Locus) বলে।

9. জীবের কোন কোন বৈশিষ্ট্যের ক্ষেত্রে, একাধিক জিন একসঙ্গে কাজ করতে পারে। অর্থাৎ জীবের কোন কোন বৈশিষ্ট্য একাধিক জিনের সম্মিলিত ক্রিয়ার ফল। উদাহরণ, ড্রসোফিলা মাছির চোখের রং প্রায় 20 টি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়।

10. কোনো কোনো ভাইরাসের (যেমন- উদ্ভিদ ভাইরাস) জিন, RNA দ্বারা গঠিত হয়।


Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

পড়তে থাকুন বিজ্ঞানবুক।

ধন্যবাদ।।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন