বিজ্ঞানবুক এ আপনাকে স্বাগত। এই আর্টিকেলে আমরা জানবো, চৌম্বক পর্দা বা চৌম্বক আবরণ সম্পর্কে। চৌম্বক পর্দা বা আবরণ কি তার সমস্ত কিছুই আমরা এই আর্টিকেলে জানবো।
চৌম্বক পর্দা বা আবরণ (Magnetic screen) :
চৌম্বক পর্দা বা আবরণ অয়শ্চৌম্বকত্ব ধর্মের উপর নির্ভরশীল। এটি এমন একটি পদ্ধতি, যার দ্বারা একটি অঞ্চলকে সম্পূর্ণভাবে চৌম্বক ক্ষেত্র এর প্রভাব থেকে মুক্ত রাখা যায়।
একটি দন্ড চুম্বকের কোনো একটি মেরুর সামনে একটি চুম্বক শলাকা রাখলে, শলাকাটি বিক্ষিপ্ত হয়।
কিন্তু এই দন্ড চুম্বক এবং চুম্বক শলাকা উভয়ের মাঝে একটি কাঁচা লোহার পাত রাখলে চুম্বক শলাকাটির কোনো বিক্ষেপ ঘটে না।
এর কারণ, কাঁচা লোহার পাতের চৌম্বক ভেদ্যতা বায়ু অপেক্ষা অনেক বেশি। যে কারণে, দন্ড চুম্বক থেকে নির্গত বলরেখা গুলি, লোহার পাতের মধ্য দিয়ে যতটা সম্ভব বেশি পথ যেতে চায়, ফলে বল রেখা গুলি লোহার পাত ভেদ করে অপরপ্রান্তে অর্থাৎ চুম্বক শলাকার দিকে যেতে পারে না।
এর ফলে, চুম্বক শলাকা দিকের অংশ চৌম্বক প্রভাব মুক্ত থাকে।
অনুরূপভাবে, কোনো দন্ড চুম্বকের কোনো একটি মেরুর সামনে একটি কাঁচা লোহার বলয় বা রিং (ring) রাখলে, দন্ড চুম্বক থেকে আসা অধিক সংখ্যক বলরেখা বলয়ের মাঝের বায়ু পূর্ণ স্থান দিয়ে না গিয়ে লোহার মধ্য দিয়ে চলে যায়।
লোহার বল এর মধ্যে স্থানে (ছবিতে 'X' চিহ্নিত, নীচে) বলরেখা প্রবেশ করে না বলে ওই অঞ্চলটি চৌম্বক প্রভাব মুক্ত থাকে। ওই স্থানে কোনো চুম্বক শলাকা রাখলে শলাকাটি যে কোনো দিকে মুখ করে দাঁড়াতে পারে।
চৌম্বক পর্দা কী (What is magnetic screen) ?
কোনো নির্দিষ্ট স্থানকে চৌম্বক প্রভাব মুক্ত রাখার জন্য ব্যবহৃত উচ্চ চৌম্বক ভেদ্যতা বিশিষ্ট চৌম্বক পদার্থ কে চৌম্বক পর্দা বলে।
চৌম্বক পর্দার উদাহরণ (magnetic screen example) :
গ্যালভানোমিটার, অ্যামিটার প্রভৃতি যন্ত্রকে বাইরের চুম্বক প্রভাব থেকে মুক্ত রাখার জন্য কাঁচা লোহার আচ্ছাদন ব্যবহার করা হয়, যা চৌম্বক পর্দা হিসেবে কাজ করে। এছাড়া, দামি ঘড়িকে অ্যান্টিম্যাগনেটিক (antimagnetic) করার উদ্দেশ্যে, ঘড়ির চারদিকে একটি কাঁচা লোহার বেড় লাগানো হয়।
😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন।
😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন।
😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।
😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।
😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।
😊 ধন্যবাদ ।।