অঙ্গজ জননের সুবিধা ও অসুবিধা

অঙ্গজ জননের সুবিধা ও অসুবিধা


অঙ্গজ জননের সুবিধা

  1. যেসব উদ্ভিদ এ প্রাকৃতিকভাবে বীজ এর সৃষ্টি হয় না, সেইসব উদ্ভিদ শুধুমাত্র অঙ্গজ জনন পদ্ধতির মাধ্যমে বংশবিস্তার করতে পারে।
  2. অঙ্গজ জনন এর মাধ্যমে উৎপন্ন অপত্য উদ্ভিদ গুলির গুণমান একই রকম থাকে। কোন রকম পরিবর্তন বা ভ্যারিয়েশন (variation) ঘটে না।
  3. অঙ্গজ জনন পদ্ধতিতে উদ্ভিদের সংখ্যা দ্রুত বৃদ্ধি ঘটে ‌।
  4. অঙ্গজ জননের ক্ষেত্রে মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে জিনগত বৈশিষ্ট্য বজায় রেখে অপত্য উদ্ভিদের সৃষ্টি করা হয়।
  5. অঙ্গজ জনন পদ্ধতির দ্বারা সৃষ্ট অপত্য উদ্ভিদ গুলির বেঁচে থাকার ক্ষমতা প্রায় 100% হয়।
  6. অঙ্গজ জননের ক্ষেত্রে টিস্যু কালচারের মাধ্যমে ট্রান্সজেনিক উদ্ভিদ এর সৃষ্টি করা যায়।

অঙ্গজ জননের অসুবিধা

  1. অঙ্গজ জনন এর মাধ্যমে উৎপন্ন অপত্য উদ্ভিদ গুলি খুব সহজেই বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা আক্রান্ত হয় এবং এর ফলে অপত্য উদ্ভিদের তাড়াতাড়ি মৃত্যু ঘটে। 
  2. অঙ্গজ জনন পদ্ধতিতে সৃষ্ট অপত্য উদ্ভিদ গুলির মধ্যে প্রজাতিগত বৈচিত্র্য বা ভ্যারিয়েশন (variation) দেখা যায় না। এর ফলে অপত্য উদ্ভিদ গুলির মধ্যে নতুন কোনো বৈশিষ্ট্যের দেখা যায় না বা নতুন কোনো বৈশিষ্ট্যের অনুপ্রবেশ ঘটে না।
  3. অঙ্গজ জনন পদ্ধতিতে উৎপন্ন অপত্য উদ্ভিদ গুলির অভিযোজন ক্ষমতা কম হয় যার ফলে এদের কোনো বিবর্তন ঘটে না।
  4. অঙ্গজ জনন পদ্ধতিতে অপত্য দের বিস্তার ঘটা সম্ভব নয়। এই কারণে একই স্থানে অসংখ্য উদ্ভিদ একসঙ্গে গাদাগাদি করে জন্মায় এবং এভাবে জন্মানোর ফলে খাদ্য এবং স্থানাভাবে সহজেই অপত্য উদ্ভিদ গুলি মারা যায়।

Advantages and Disadvantages of Vegetative Reproduction by Bigyanbook



বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন