classes
classes
 *West Bengal board only.

ক্লোনিং এর গুরুত্ব | Importance of cloning in botany

{tocify} $title={এক নজরে শিরোনাম}

বিজ্ঞানবুক এ আপনাকে স্বাগত। এই পোস্টে যে বিষয় সম্বন্ধে জানবো তা হল ক্লোনিং এর গুরুত্ব। উদ্ভিদ ক্লোনিং কী এবং তার বিভিন্ন প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আমরা এই পোস্টে জানব। তাহলে চলুন শুরু করা যাক।


প্রথমেই আমরা জেনে নেব উদ্ভিদ ক্লোনিং সম্বন্ধে।
আরো পড়ুন: সাবান উৎপাদন পদ্ধতি

উদ্ভিদ ক্লোনিং কী?

উদ্ভিদ কলা পোষন পদ্ধতিতে, একটি কোষ থেকে অনুশীলন ধাত্রে অসংখ্য কোষ তৈরি করে প্রত্যেক কোষ থেকে তৈরি দেহজ ভ্রুণ (Somatic embryo) অঙ্কুরিত করে যে অসংখ্য সমজাতীয় এবং একইচরিত্র বিশিষ্ট উদ্ভিদ পাওয়া যায় তাকে উদ্ভিদ ক্লোনিং বলে।

আরো পড়ুন: থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির সুবিধা ও অসুবিধা

এবার আমরা জানবো এই পোস্টের প্রধান বিষয় ক্লোনিং এর গুরুত্ব সম্বন্ধে।

ক্লোনিং এর গুরুত্ব (Importance of cloning)

1. উদ্ভিদ ক্লোনিং পদ্ধতিতে দ্রুত অনেক অপত্য চারা গাছ উৎপন্ন করা যায়।

2. উদ্ভিদ ক্লোনিং এর মাধ্যমে উৎপন্ন চারা গাছ গুলি, তার মাতৃ উদ্ভিদের অনুরূপ সম জিনোটাইপ সম্পন্ন হয়।

3. এই উদ্ভিদ ক্লোনিং পদ্ধতিতে উৎপন্ন অপত্য চারা গাছ গুলি মাতৃ উদ্ভিদ এর অনুরূপ গুণ সম্পন্ন হয়।

4. প্রাকৃতিকভাবে বা স্বাভাবিকভাবে যেসব উদ্ভিদের বংশবৃদ্ধি সহজে হয় না, তাদের সংখ্যা সহজেই উদ্ভিদ ক্লোনিং পদ্ধতির মাধ্যমে বৃদ্ধি করা যায়।

5. কলাকৌশল পদ্ধতির মাধ্যমে উদ্ভিদের কোন অংশ থেকে কলা নিয়ে তা উদ্ভিদ ক্লোনিং পদ্ধতিতে নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়।

6. উদ্ভিদ ক্লোনিং পদ্ধতিতে সৃষ্ট উদ্ভিদের বিশুদ্ধ দ্বারা নির্ণয় করা যায়।

আরো পড়ুন: Bt জিনের সংজ্ঞা ও ব্যবহার

Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট সরাসরি পান আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন বিনামূল্যে। এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। ফেসবুক পেজে লাইক করার জন্য নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক এবং ফলো করতে পারেন। এছাড়াও আপনি আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল কেও লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন। পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলাতে বিজ্ঞানবুকে। শেয়ার করুন বিজ্ঞান বুকের আর্টিকেল গুলি আপনার বন্ধুদের সঙ্গে।

পড়তে থাকুন বিজ্ঞানবুক।

ধন্যবাদ।।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন