classes
classes
 *West Bengal board only.

ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিন এর পার্থক্য | Difference between Euchromatin and Heterochromatin

{tocify} $title={এক নজরে শিরোনাম}

বিজ্ঞানবুকে আপনাকে স্বাগত। এই আর্টিকেলে যে বিষয়ে আমরা জানবো তা হল, ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন এর মধ্যে পার্থক্য। কোন কোন ক্ষেত্রে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন আলাদা এই পোস্টে সেই সমস্ত আমরা জানবো। তাহলে চলুন শুরু করা যাক।

আরো পড়ুন: বিশুদ্ধ বংশধারা নির্বাচন

ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন এর মধ্যে পার্থক্য (Difference between Euchromatin and Heterochromatin)

👉  1. ইউক্রোমাটিন বিভাজন দশায় গাঢ়ভাবে রঞ্জিত হয়।

                    👉  1. হেটারোক্রোমাটিন বিভাজন দশায় হালকাভাবে রঞ্জিত হয়।


👉  2. প্রধানত সম্পূর্ণ ক্রোমোজোম ইউক্রোমাটিন দিয়েই গঠিত হয়।

                     👉  2. হেটারোক্রোমাটিন ক্রোমোজোমের কয়েকটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে। (মহিলাদের ক্ষেত্রে একটি X ক্রোমোজোম সম্পূর্ণভাবে হেটারোক্রোমাটিন দিয়ে গঠিত হয়।)


👉  3. ইউক্রোমাটিন তুলনামূলকভাবে বেশি স্থায়ী হয়।

                    👉  3. হেটারোক্রোমাটিন এর স্থায়িত্ব ইউক্রোমাটিন এর থেকে তুলনামূলকভাবে কম। কারণ, তাপমাত্রা, জীবের বয়স, ও লিঙ্গের দ্বারা প্রভাবিত হয় হেটারোক্রোমাটিন এর স্থায়িত্ব।


👉  4. ইউক্রোমাটিন এর DNA সংশ্লেষণের ক্ষেত্রে, ইন্টারফেজ দশা প্রথমভাগে DNA এর প্রতিলিপিকরণ ঘটে।

                   👉  4. হেটারোক্রোমাটিন এর DNA সংশ্লেষণ এর ক্ষেত্রে, ইন্টারফেজ দশা শেষভাগে DNA সংশ্লেষিত হয়।


👉  5. ইউক্রোমাটিন অঞ্চলের জিনগুলি সক্রিয় প্রকৃতির।

                  👉  5. হেটারোক্রোমাটিন অঞ্চলের জিন গুলি নিষ্ক্রিয় প্রকৃতির।


👉  6. ইউক্রোমাটিন অঞ্চলের DNA এর বেস গুলি বিভিন্ন বিন্যাসে সজ্জিত থাকে।

                   👉  6. হেটারোক্রোমাটিন অঞ্চলের DNA এর বেসের বিন্যাসের ক্ষেত্রে বেস সিকুয়েন্স দেখা যায়। অর্থাৎ, অনেকগুলি A-T বা G-C পরপর অবস্থান করে।


👉  7. ইউক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার সম্পন্ন হয়।

                   👉  7. হেটারোক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার ঘটে না।


👉  8. ইউক্রোমাটিন অঞ্চলে ফসফোরাইলেশন এবং  অ্যাসেটাইলেশন ঘটে।

                  👉  8. হেটারোক্রোমাটিন অঞ্চলে ফসফোরাইলেশন বা  অ্যাসেটাইলেশন ধরনের কোনো বিক্রিয়া ঘটে না।


আরো পড়ুন: স্পন এর সংজ্ঞা ও প্রস্তুতি


 💁🏻 প্রশ্ন এবং উত্তর :-


১) ইউক্রোমাটিন কাকে বলে? (What is Euchromatin?)

উত্তর: যে ক্রোমাটিন ইন্টারফেজ দশায় হালকাভাবে, কিন্তু কোষ বিভাজনের সময় গাঢ় ভাবে রঞ্জিত হয় তাকে ইউক্রোমাটিন বলে।

২) হেটারোক্রোমাটিন কাকে বলে? (What is Heterochromatin?)

উত্তর: যে ক্রোমাটিন ইন্টারফেজ দশায় গাঢ় ভাবে রঞ্জিত হয় কিন্তু বিভাজন কালে হালকা বর্ণ ধারণ করে তাকে হেটারোক্রোমাটিন বলে।

৩) পজিটিভ হেটারোপিকনোসিস কী? (What is Positive Heteropycnosis?)

উত্তর: হেটারোক্রোমাটিন যখন ইউক্রোমাটিন অপেক্ষা গাঢ় রঙে রঞ্জিত হয়, তখন তাকে পজিটিভ হেটারোপিকনোসিস বলে।

৪) নেগেটিভ হেটারোপিকনোসিস কী? (What is Negative Heteropycnosis?)

উত্তর: হেটারোক্রোমাটিন যখন ইউক্রোমাটিন অপেক্ষা হালকা রঙে রঞ্জিত হয় তখন তাকে নেগেটিভ হেটারোপিকনোসিস বলে।

৫) হেটারোপিকনোসিস কী? (What is Heteropycnosis?)

উত্তর: ক্রোমোজোম কে রঞ্জক দ্বারা রঞ্জিত করলে, অধিক কুন্ডলীকৃত স্থানে DNA ঘনীভূত অবস্থায় থাকার ফলে সেই স্থানটি গাঢ় বর্ণ ধারণ করে এবং কম কুন্ডলীকৃত স্থানটি হালকা বর্ণ ধারণ করে। ক্রোমোজোম এর ঘনীভবন বা রঞ্জক গ্ৰহণের এই প্রভেদ মূলক আচরণকে হেটারোপিকনোসিস বলে।

৬) অ্যালোসাইক্লি কী? (What is Allocycly?)

উত্তর: ক্রোমোজোম কে রঞ্জক দ্বারা রঞ্জিত করলে, অধিক কুন্ডলীকৃত স্থানে DNA ঘনীভূত অবস্থায় থাকার ফলে সেই স্থানটি গাঢ় বর্ণ ধারণ করে এবং কম কুন্ডলীকৃত স্থানটি হালকা বর্ণ ধারণ করে। ক্রোমোজোম এর ঘনীভবন বা রঞ্জক গ্ৰহণের এই প্রভেদ মূলক আচরণকে অ্যালোসাইক্লি বা হেটারোপিকনোসিস বলে।

৭) স্থায়ী হেটারোক্রোমাটিন বা কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন কাকে বলে? (What is Constitutive Heterochromatin?)

উত্তর: যে হেটারোক্রোমাটিন ক্রোমোজোমের একটি নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে এবং কখনও জেনেটিক রূপান্তর এর মাধ্যমে ইউক্রোমাটিন এ পরিবর্তীত হয় না তাকে স্থায়ী হেটারোক্রোমাটিন বা কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন বলে।

৮) অস্থায়ী হেটারোক্রোমাটিন বা ফ্যাকালটেটিভ হেটারোক্রোমাটিন কাকে বলে? (What is Facultative Heterochromatin?)

উত্তর: যে হেটারোক্রোমাটিন জীব দেহের নির্দিষ্ট কোশে বা পরিস্ফুটনের বিশেষ দশায় হেটারোক্রোমাটিন রূপে কার্যকরী হয়, আবার অন্য কোশ বা বিশেষ দশায় ইউক্রোমাটিন এ রূপান্তরিত হয় তাকে অস্থায়ী হেটারোক্রোমাটিন বা ফ্যাকালটেটিভ হেটারোক্রোমাটিন বলে।


😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। 

😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। 

😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।


😊 ধন্যবাদ ।।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন