বিজ্ঞানবুক -এ আপনাকে স্বাগত। এই আর্টিকেলে আমরা যে বিষয় সম্বন্ধে জানবো তাহলো পরাগরেণু পোষণ। পরাগরেণু পোষণ কি তা আমরা এই আর্টিকেলে জানতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক।
পরাগরেণু পোষণ কী?
উদ্ভিদের পুং জনন অঙ্গ হল পরাগধানী। পরাগধানীর মধ্যে মিয়োসিস কোষ বিভাজনের ফলে হ্যাপ্লয়েড পরাগ বা হ্যাপ্লয়েড পোলেন তৈরি হয়। পোষণ মাধ্যমে এই হ্যাপ্লয়েড পরাগকে পোষণ করে নতুন উদ্ভিদ সৃষ্টি করাকে পরাগ রেণু পোষণ বলে।
পরাগরেণু পোষণের মাধ্যমে উৎপন্ন উদ্ভিদ হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। এই জন্য একে হ্যাপ্লয়েড কালচারও বলে।
• পোষণ পদ্ধতি:
জীবাণুনাশক তরল দিয়ে সতেজ ফুলের কুড়ির বহির্ভাগ জীবাণুমুক্ত করা হয়। এরপর পরাগধানীগুলি পৃথক করা হয়। পৃথকীকৃত পরাগধানী থেকে পরাগরেণু গুলিকে আলাদা করে পোষণ মাধ্যমে রাখা হয়। পরাগধানী থেকে পরাগরেণু গুলিকে বের করার জন্য পরাগধানী গুলিকে চাপ দিয়ে পরাগরেণু গুলিকে বের করে সেন্ট্রফিউজের মাধ্যমে আলাদা করা হয়। পরাগরেণু পোষণে MS মিডিয়াম ব্যবহার করা হয়। এই MS মিডিয়ামে সুক্রোজ 2-4% এবং আয়রন থাকা প্রয়োজনীয়।
পরাগ থেকে উৎপন্ন উদ্ভিদ হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। ডিপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করার জন্য পরাগগুলিতে কলচিসিন 0.5% প্রয়োগ করে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ করা যায় এবং এভাবে ডিপ্লয়েড উদ্ভিদের সৃষ্টি করা হয়।
Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।
পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।
পড়তে থাকুন বিজ্ঞানবুক।
ধন্যবাদ।।