জননের গুরুত্ব | What are the Importance of reproduction?

www.bigyanbook.co.in

জীবের জননের প্রয়োজনীয়তা

জনন হলো জীবের অন্যতম এক প্রধান বৈশিষ্ট্য। এই জনন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি জীব তাদের নিজেদের অস্তিত্বকে অপত্যদের মধ্যে বাঁচিয়ে রেখে বংশ রক্ষা এবং বংশ বিস্তার ঘটায়। বংশ বিস্তারের মাধ্যমে জীবনের প্রভাব অক্ষুন্ন থাকে। জনন এর মাধ্যমে যে জীব থেকে অপত্য জীবের সৃষ্টি হয় তাকে জনিতৃ জীব বলে এবং জনিতৃ জীব থেকে সৃষ্ট জীব কে অপত্য জীব বলে। 


জনন কাকে বলে ?

যে জৈবিক পদ্ধতিতে জীব তার নিজের সত্তা এবং আকৃতিবশিষ্ট অপত্য জীবের সৃষ্টি করে এবং সংখ্যা বৃদ্ধির মাধ্যমে বংশধারা কে অক্ষুন্ন রাখে, তাকে জনন বা রিপ্রোডাকশন বলে।


• জননের গুরুত্ব (Importance of reproduction):

১. সমগ্র জীবজগৎ জনন পদ্ধতির মাধ্যমে, বংশধর সৃষ্টির দ্বারা নিজেদের অস্তিত্ব বজায় রাখে।

২. জননের মাধ্যমে প্রতিটি জীব তাদের নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি করে।

৩. জনন এর মাধ্যমে প্রতিটি জীব তার বংশানুক্রমিক ধারা কে বাঁচিয়ে রাখে।

৪. জনন এর দ্বারা জীবের মৃত্যুজনিত সংখ্যার হ্রাস এর পূরণ ঘটে, এর ফলে পৃথিবীতে জীবজগতের ভারসাম্য বজায় থাকে।

৫. যৌন জননের দ্বারা অপত্য বংশধরদের মধ্যে নানা বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে, ভেদ বা প্রকরণ দেখা যায়। এই প্রকরণ বা ভেদ জৈব অভিব্যক্তি কে সহায়তা করে।

৬. যৌন জনন এর মাধ্যমে অপত্যদের মধ্যে পরিব্যক্তি বা মিউটেশন ঘটার সম্ভাবনা থাকে, যার ফলে নতুন প্রজাতির উদ্ভব ঘটে।


Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

পড়তে থাকুন বিজ্ঞানবুক।

ধন্যবাদ।।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post