classes
classes
 *West Bengal board only.

ট্রান্সপোজন | Transposon | Transposable element

{tocify} $title={এক নজরে শিরোনাম}
www.bigyanbook.co.in

What is Transposon? or Transposable element?

যে বিশেষ DNA খন্ড ক্রোমোজোমের মধ্যে বা এক ক্রোমোজোম থেকে অন্য ক্রোমোজোমে স্থান পরিবর্তন করতে সক্ষম তাকে ট্রান্সপোজেবল এলিমেন্ট বা ট্রান্সপোজন (Transposon or Transposable element) বলে।


• বারবারা ম্যাক্লিংটক 1940 সালে ভুট্টার অন্তর্বীজের মধ্যে বর্ণের বৈচিত্র্য লক্ষ্য করেন। বারবারা ম্যাক্লিংটক এর মতে, এই বর্ণবৈচিত্র্য অস্থায়ী এবং পরিব্যক্তির ফলস্বরূপ এবং এই পরিব্যক্তি এক ধরনের সচল জেনেটিক পদার্থ বা DNA খন্ড এর জন্য সংঘটিত হয়। 1983 খ্রিস্টাব্দে বারবারা ম্যাক্লিংটক তার এই গবেষণার জন্য নোবেল পুরস্কার পান। বিজ্ঞানী বারবারা ম্যাক্লিংটক এটিকে 'জাম্পিং জিন' (Jumping gene) নাম দিয়েছিলেন।


• এখনো পর্যন্ত যত প্রাণী এবং উদ্ভিদে পরীক্ষা করা হয়েছে প্রায় সব ক্ষেত্রেই এই Transposable element এর অস্তিত্ব পাওয়া গিয়েছে। মানুষের জিনোমে এই ধরনের সচল DNA খন্ডের অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত Tn3, Tn4, Tn5 ইত্যাদি প্রায় 35 টির ও বেশি Transposon এর অস্তিত্ব পাওয়া গেছে। ধারণা করা হয় যে এই Transposon এর জন্যে অভিব্যাক্তি (Evolution) ঘটে।


দেখা গিয়েছে ভুট্টার ট্রান্সপোজন (Transposon) তামাক গাছের সমান কার্যকরী থাকে। ট্রান্সপোজন (Transposon) শুধুমাত্র একটি জীবের জিনোমের মধ্যেই স্থান পরিবর্তন করে এমন নয়, এরা এক প্রজাতি থেকে অন্য প্রজাতির জিনোমে ও চলে যেতে পারে। যদিও এই ধরনের ঘটনার সরাসরি প্রমাণ এখনো পর্যন্ত মেলেনি কিন্তু বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীদের এমনই ধারণা হয়েছে।


• ট্রান্সপোজন (Transposon) যেমন জিনোমের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় আবার তেমনি নিজের প্রতিলিপি তৈরি করে জিনোমের যেকোনো স্থানে যুক্ত হতে পারে।


Transposon example :

→ সরলতম Transposon হল 'ইনসারসন সিকুয়েন্স' (Insertion Sequence) , এতে 700-1500 বেস পেয়ার (base pairs) থাকে।

→ দীর্ঘ এবং জটিল তম Transposon হল 'কম্পোজিট ট্রান্সপোজন' (Composite Transposon)


• Transposon জিন প্রকাশ ব্যাহত করে এবং ডিভিশন (Deletion) ও ইনভার্শন (Inversion) ঘটায়। এর ফলে জীবের জিনোটাইপ ও ফিনোটাইপ উভয় ক্ষেত্রেই পরিবর্তন করা যায়।


Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

পড়তে থাকুন বিজ্ঞানবুক।

ধন্যবাদ।।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন