classes
classes
 *West Bengal board only.

পায়রার দুধ | Pigeon's milk - What is Pigeon's milk?

{tocify} $title={এক নজরে শিরোনাম}

বিজ্ঞান বুক এ আপনাকে স্বাগত। এই আর্টিকেলে আমরা জানবো পায়রার দুধ সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in

পায়রার দুধ কী?


প্রজনন ঋতুতে পুরুষ এবং স্ত্রী পায়রার ক্রপের আঁইশাকার আবরণী কলার ফ্যাট যুক্ত কোষ বিচ্ছিন্ন হয়ে একপ্রকার শ্বেতবর্ণের তরল পদার্থ ক্ষরণ করে একে পায়রার দুধ বলে। পায়রার এই শ্বেতবর্ণের তরল পদার্থের মধ্যে থাকে, জল 65.87% , প্রোটিন 13.3% - 18.6% , ফ্যাট 6.0% - 12.7% , অঙ্গার 1.5% ।

• পায়রার শাবকরা এই দুগ্ধ পান করে পুষ্টি লাভ করে থাকে।

Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

পড়তে থাকুন বিজ্ঞানবুক।

ধন্যবাদ।।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন