বিজ্ঞানবুক -এ আপনাকে স্বাগত। এই আর্টিকেলে আমরা জানবো ল্যাসারটিলিয়া এবং অফিডিয়ার মধ্যে পার্থক্য। ল্যাসারটিলিয়া এবং অফিডিয়া কোন কোন দিক থেকে আলাদা তার সবকিছু আমরা এই আর্টিকেলে জানবো। তাহলে চলুন শুরু করা যাক।
ল্যাসারটিলিয়া ও অফিডিয়া এর পার্থক্য
১. ল্যাসারটিলিয়া: এরা চার পদ বিশিষ্ট সরীসৃপ প্রাণী। প্রত্যেক পদে পাঁচটি নখ যুক্ত আঙ্গুল থাকে।
১. অফিডিয়া: এরা পদ বিহীন সরীসৃপ প্রাণী। (ব্যতিক্রম পাইথন, বোয়া, অজগর সাপের পশ্চাদপদ এর চিহ্ন বর্তমান)
২. ল্যাসারটিলিয়া: এদের বহিঃস্ত্বকীয় আঁশ গুলি ক্ষুদ্রাকার এবং এগুলি একে অপরের উপর সজ্জিত থাকে। এদের অস্টিওডার্ম উপস্থিত থাকে।
২. অফিডিয়া: এদের আঁশগুলো দেহের বিভিন্ন অংশে বিভিন্ন ভাবে রূপান্তরিত অবস্থায় থাকে। এদের অস্টিওডার্ম অনুপস্থিত।
৩. ল্যাসারটিলিয়া: এদের শরীরে বক্ষ চক্র, শ্রোণীচক্র উরঃফলক উপস্থিত।
৩. অফিডিয়া: এদের শরীরে বক্ষ চক্র কোন সময়েই থাকেনা। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় শ্রোণীচক্র এবং পশ্চাত্পদ অনুপস্থিত।
৪. ল্যাসারটিলিয়া: এদের করোটি স্নায়ু 12 জোড়া।
৪. অফিডিয়া: এদের করোটি স্নায়ু 10 জোড়া।
৫. ল্যাসারটিলিয়া: উদাহরণ — টিকটিকি।
৫. অফিডিয়া: উদাহরণ — সাপ।
Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।
পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।
পড়তে থাকুন বিজ্ঞানবুক।
ধন্যবাদ।।