সেন্ট্রাল ডগমা কী ?
প্রোটিন সংশ্লেষণ পদ্ধতি অর্থাৎ DNA এর জেনেটিক সংকেত mRNA তে এবং mRNA থেকে প্রোটিনে বাহিত হওয়ার ঘটনাকে সেন্ট্রাল ডগমা বলে।
সেন্ট্রাল ডগমা কথাটি প্রথম প্রবর্তন করেন ক্রিক (Crick) 1958 খ্রিস্টাব্দে। ক্রিকের মডেল অনুযায়ী সেন্ট্রাল ডগমা একমুখী। অর্থাৎ DNA এর জেনেটিক সংকেত mRNA তে বাহিত হয় এবং mRNA থেকে প্রোটিনে বাহিত হয়।
সেন্ট্রাল ডগমা প্রথম ধাপ কে ট্রানস্ক্রিপশন বলে। এই ট্রান্সক্রিপশনের মাধ্যমে DNA -এর জেনেটিক সংকেত mRNA তে পৌঁছায়। এই ধাপে কোডের কোনো পরিবর্তন হয় না কারণ, DNA এবং mRNA একে অপরের পরিপূরক।
সেন্ট্রাল ডগমার দ্বিতীয় ধাপকে ট্রান্সলেশন বলে। এই ধাপে DNA এর জেনেটিক সংকেত mRNA থেকে প্রোটিনে পৌঁছায়। এই ধাপে কোডের পরিবর্তন হয়। নিউক্লিওটাইড ক্রম (Sequence) অ্যামিনো অ্যাসিড ক্রমে পরিবর্তিত হয়।
সেন্ট্রাল ডগমা ছক
DNA → DNA | রেপ্লিকেশন |
DNA → mRNA | ট্রান্সক্রিপশন |
mRNA → প্রোটিন | ট্রান্সলেশন |
প্রোটিন → mRNA | রিভার্স ট্রান্সলেশন |
mRNA → DNA | রিভার্স ট্রান্সক্রিপশন |
1968 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ব্যারি কমোনার (Barry Commoner) সেন্ট্রাল ডগমা একটি চক্রাকার রূপের প্রস্তাব দেন। তার প্রস্তাব অনুযায়ী DNA এর জেনেটিক সংকেত mRNA তে বাহিত হয় এবং mRNA থেকে প্রোটিনে বাহিত হয়। প্রোটিন RNA কে সংশ্লেষ করতে পারে এবং RNA , DNA কে সংশ্লেষ করতে পারে।
কমনার প্রবর্তিত সেন্ট্রাল ডগমার ছক
DNA → DNA | রেপ্লিকেশন |
DNA → mRNA | ট্রান্সক্রিপশন |
mRNA → প্রোটিন | ট্রান্সলেশন |
প্রোটিন → mRNA | রিভার্স ট্রান্সলেশন |
mRNA → DNA | রিভার্স ট্রান্সক্রিপশন |