অচল রেণু কাকে বলে ?

www.bigyanbook.co.in

অচল রেণু কাকে বলে ?

ফ্লাজেলা বিহীন নিশ্চল রেনুকে অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর বলে।
যেমন —

1. রেণুস্থলীরেনু : Rhizopus , Mucor প্রভৃতি ছত্রাকে অনুকূল পরিবেশে রেণুস্থলীর মধ্যে অসংখ্য এককোষী নিশ্চল রেনু সৃষ্টি হয়। রেণুস্থলী বিদারিত হয়ে রেনু বাইরে নির্গত হয় এবং এরপর অঙ্কুরিত হয় ও অপত্য ছত্রাক সৃষ্টি করে।

2. কনিডিয়া : Penicillium জাতীয় ছত্রাকে বায়বীয় দন্ডাকার কনিডিওফোর থেকে অসংখ্য কনিডিয়া উৎপন্ন হয়। এই কনিডিয়া গুলি এক বা একাধিক সারিতে শৃঙ্খলাকারে সজ্জিত হয়। প্রতিটি কনিডিয়াম গোলাকার বা বৃত্তাকার এবং সূক্ষ্ম প্রাচীর যুক্ত হয়। কনিডিওফোর থেকে বিচ্ছিন্ন হবার পর কনিডিয়াম অঙ্কুরিত হয়ে অপত্য ছত্রাক সৃষ্টি করে।

3. ওইডিয়া : ছত্রাক অনুসুত্রের অগ্রভাগ বারবার বিভাজিত হয়ে গোলাকার বা আয়তাকার আকার ধারণ করে। শর্করা ও লবণের মাত্রা বেশি থাকলে ওইডিয়া উৎপন্ন হয়। ওইডিয়াম বিচ্ছিন্ন হয়ে অঙ্কুরোদগম এর মাধ্যমে নতুন অনুসূত্র গঠন করে। যেমন — Agaricus

4. ক্লামাইডোস্পোর : প্রতিকূল পরিবেশেও অনেক ছত্রাকের কোষ খাদ্য সঞ্চয় এর ফলে আয়তনে বৃদ্ধি পায় এবং গোলাকার আকৃতি ধারণ করে। ক্ল্যামাইডোস্পোর অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয় নতুন অনুসূত্র গঠন করে। যেমন — Mucor

5. হিপ্রোস্পোর (Hyprospore) : প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয়কারী স্থূল ও দৃঢ় প্রাচীর বিশিষ্ট অচল রেণু কে হিপ্রোস্পোর বলে।

6. হর্মোস্পোর : নীলাভ সবুজ শৈবালের সূত্রাকার দেহ কোষ খন্ডিত হয় এবং বিভাজিত হয়ে যে রেনু গঠন করে তাকে হর্মোস্পোর বলে।

Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

পড়তে থাকুন বিজ্ঞানবুক।

ধন্যবাদ।।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post