মদ্যপানের ফলাফল | Alcoholism

বিজ্ঞানবুক এ আপনাকে স্বাগত। এই আর্টিকেলে আমরা জানবো মদ্যপানের ফলাফল। মদ্যপানের উপর ভিত্তি করে বা মাদকাসক্তির উপর ভিত্তি করে মদ্যপানের শ্রেণীবিভাগ আমরা জানবো এই আর্টিকেলে। মদ্যপান কোন কোন দিক থেকে ক্ষতিকারক, মদ্যপান করার বিভিন্ন সমস্যা সমস্ত কিছুই আমরা এই আর্টিকেলে জানবো। এবং মাদকাসক্তি থেকে কিভাবে দূরে থাকা যায় তাও আমরা এই আর্টিকেলে জানব। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in

মদ্যপানের ফলাফল

• ইথাইল অ্যালকোহল এর বিভিন্ন মাত্রার জলীয় দ্রবণ বাজারে বিভিন্ন নামের মদ হিসেবে পাওয়া যায়। যেমন — বিয়ার (Beer), ব্রান্ডি (Brandy), ভোদকা (Vodka), জিন (Gin)


মদ্যপানের শ্রেণীবিভাগ :

মানুষের মধ্যে মদ্যপানের পরিমাণ ও পানজনিত অসুবিধা সৃষ্টির উপর ভিত্তি করে মাদকাসক্তি বা অ্যালকোহলিজম কে ৫ ভাগে ভাগ করা যায়।

১. Alpha alcoholism : আলফা অ্যালকোহলিজম :-

এক্ষেত্রে সাধারণত কোনো শারীরিক বা মানসিক যন্ত্রণা দূর করার জন্যে অত্যাধিক পরিমাণে মদ্যপান করা হয়। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যায়।

২. Beta alcoholism : বিটা অ্যালকোহলিজম :-

সামাজিক কারণে এক্ষেত্রে অত্যাধিক পরিমাণে মদ্যপান করা হয়। মদের উপর কোনো আসক্তি জন্মায় না।
লিভার সিরোসিস, গ্যাসট্রাইটিস, নিউরাইটিস জাতীয় রোগ দেখা যায়।

৩. Gama alcoholism : গামা অ্যালকোহলিজম :-

ধীরে ধীরে মদের উপর আসক্তি জন্মায়, মদ্যপান এর পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। মদ্যপান ছাড়লে অস্বাভাবিক লক্ষন প্রকাশিত হতে থাকে।

৪. Delta alcoholism : ডেল্টা অ্যালকোহলিজম :-

এক্ষেত্রে মদ্যপান এর উপর নিয়ন্ত্রণ থাকে কিন্তু মদ্যপান ছাড়ার ক্ষমতা থাকে না।

৫. Epsilon alcoholism : এপসিলন অ্যালকোহলিজম :-

এক্ষেত্রে মদ্যপান এর উপর আসক্তি এতটাই বেড়ে যায় যে, মদ্যপান একজন মানুষের বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। একে ডিপসোম্যানিয়া বলে।

» Consequences of drinking : মদ্যপান এর ফলাফল :

মদ্যপান কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে। মদ্যপান করলে ধীরে ধীরে অবসাদের সৃষ্টি হয়।
 

সমস্যা

• Health related problems of drinking : স্বাস্থ্য বিষয়ক সমস্যা :-


১. যকৃৎ সিরোসিস, যকৃৎ কোশের ক্যানসার, হেপাটাইটিস, পাকস্থলী প্রদাহ, পেপটিক আলসার, গলনালির প্রদাহ ও ক্যানসার।
২. স্মৃতিধ্বংস, মস্তিষ্কের কার্যক্ষমতা কমে ও ক্ষয় ঘটে, আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায়।

• Social problems of drinking : সামাজিক সমস্যা :-


বিবাহিত জীবনে অশান্তি, বিবাহ বিচ্ছেদ, আর্থিক দরিদ্রতা, পেশাগতভাবে অশান্তি, কর্মে অবনতি, বিভিন্ন দুর্নীতিমূলক কাজ, হঠকারিতা ইত্যাদি।




• Treatment for drug addiction : মাদকাসক্তি দূর করার চিকিৎসা :

যারা নিয়মিত মদ্যপানে অভ্যস্ত, হঠাৎ করে মদ ছেড়ে দিলে সমস্যা দেখা দেয়। যেমন, মেজাজ খিটখিটে, মনে উদবেগ, নিদ্রাহীনতা, শরীরে দুর্বলতা, বমি প্রভৃতি লক্ষন প্রকাশ পায়।
এই সমস্ত সিনড্রোম বা লক্ষন দূর করার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে।
মাদকাসক্তি দূর করার এই চিকিৎসা কে ডিটক্সিফিকেশন বলে।

Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

পড়তে থাকুন বিজ্ঞানবুক।

ধন্যবাদ।।





বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন