অযৌন জননের সুবিধা ও অসুবিধা | Advantages and disadvantages of Asexual reproduction

{tocify} $title={এক নজরে শিরোনাম}

বিজ্ঞানবুক এ আপনাকে স্বাগতম। এই আর্টিকেলে আমরা যে বিষয় সম্বন্ধে জানবো তা হলো অযৌন জননের সুবিধা এবং অসুবিধা। অযৌন জননের সুবিধা কি কি এবং অযৌন জননের অসুবিধা কি কি তার সমস্ত কিছু আমরা এই আর্টিকেলে জানব। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in



অযৌন জননের সুবিধা ও অসুবিধা

অযৌন জননের সুবিধা :

১. অযৌন জননের একটিমাত্র জনিতৃ থেকে বংশবিস্তার সম্ভব। অর্থাৎ, যৌন মিলনের প্রয়োজন হয়না।
২. অযৌন জনন খুব সরল একটি পদ্ধতি যা কেবল অ্যামাইটোসিস এবং মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়।
৩. অযৌন জননের মাধ্যমে দ্রুত বংশ বিস্তার ঘটে।
৪. একটিমাত্র জনিতৃ থেকে অযৌন জননের মাধ্যমে অসংখ্য অপত্য জীব সৃষ্টি হয়।
৫. অযৌন জননের মাধ্যমে সৃষ্ট অপত্য জীব গুলি জিনগতভাবে মাতৃ জীবের সদৃশ হয়।



অযৌন জননের অসুবিধা :

১. অযৌন জনন পদ্ধতিতে জিন বস্তুর মিলন না ঘটায় প্রজাতির মধ্যে কোনো ভেদ বা ভেরিয়েশন লক্ষ করা যায় না।

২. অযৌন জনন পদ্ধতিতে অপত্য দের মধ্যে প্রজাতিগত ভেদ না থাকায় এদের বিবর্তন ঘটে না।
৩. অযৌন জনন পদ্ধতিতে খুব দ্রুত হারে বিভাজন ঘটে ফলে জীবের সংখ্যা অতিরিক্ত হারে বেড়ে যায়। এর ফলে অপত্য দের খাদ্য এবং বাসস্থানের সংকুলান হয় না।
৪. অযৌন জনন পদ্ধতিতে উৎপন্ন অপত্য জীব পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে অক্ষম হয়।


Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

পড়তে থাকুন বিজ্ঞানবুক।

ধন্যবাদ।।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন