classes
classes
 *West Bengal board only.

থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির সুবিধা ও অসুবিধা | Thin layer chromatography advantages and disadvantages

{tocify} $title={এক নজরে শিরোনাম}
www.bigyanbook.co.in

থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি (Thin layer chromatography)

থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি একটি পদ্ধতি যার দ্বারা দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ থেকে উপাদান গুলিকে দুটি দশা, স্থির দশা এবং চলমান দশার বিস্তারিত মাধ্যমে পৃথক করা হয়।


থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির সুবিধা (Advantages of thin layer chromatography)

১. পৃথকীকরণের একটি সহজ পদ্ধতি হলো থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি।

২. অ-উদ্বায়ী যৌগ গুলি এই পদ্ধতিতে পৃথক করা যায়।

৩. থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে মাইক্রোলিটার পরিমাণের নমুনাও পৃথক করা যায়।

৪. এই পদ্ধতিতে জটিল মিশ্রণের উপাদান খুব সহজে পৃথক এবং পুনরুদ্ধার করা যায়।


থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির অসুবিধা  (Disadvantages of thin layer chromatography)

১. এই পদ্ধতিতে পরীক্ষালব্ধ ফলাফল পুনরুদ্ধার করা খুবই শক্ত।

২. থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি পদ্ধতি শুধুমাত্র দ্রবণীয় মিশ্রণের ক্ষেত্রেই কাজ করে।

৩. এই পদ্ধতি অটোমেটিক বা স্বয়ংক্রিয় পদ্ধতি নয়।

৪. থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি একটি মুক্ত সিস্টেম হবার ফলে, তাপমাত্রা এবং আর্দ্রতা পরীক্ষা লব্ধ ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে।


😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। 

😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। 

😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।

😊 ধন্যবাদ ।।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন