{tocify} $title={এক নজরে শিরোনাম}
😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন।
Entamoeba histolytica -র জীবন চক্র
• এন্টামিবা হিস্টোলাইটিকার (Entamoeba histolytica ) জীবন চক্র শুধুমাত্র একটি পোষক দেহে সম্পূর্ণ হয়। তাই এদের মনোজেনেটিক পরজীবী বলে।
• জীবন চক্রের দশা :-
A. ট্রফোজয়েট দশা
B. প্রিসিস্টিক দশা
C. সিস্টিক দশা
D. মেটাসিস্টিক দশা
• A. ট্রফোজয়েট দশা : Trophozoite phase :
১. বৃহদন্ত্রে এই দশায় দ্রুত দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে।
২. অপত্যরা অন্ত্রের কলা, রক্তকণিকা, ব্যাকটেরিয়া ইত্যাদি ভক্ষণ করে বৃদ্ধি পায়।
• B. প্রিসিস্টিক দশা : Precystic phase :
১. কিছু কিছু পরিণত ট্রফোজয়েট বৃহদন্ত্রে মুক্ত হয় এবং নিষ্ক্রিয় হয়ে যায় এবং প্রিসিস্টিক দশায় প্রবেশ করে।
২. এই দশায় পরজীবী গোলাকার ব্যাসবিশিষ্ঠ হয়।
৩. সিউডোপোডিয়া কম সংখ্যায় এবং ধীরে ধীরে গঠিত হয়।
৪. সাইটোপ্লাজম এ খাদ্যবস্তুর পরিমাণ ক্রমশ কমে ও ক্রোমোটয়ডাল বডি বা ক্রোমোটয়ডাল বার (Chromotoidal bar) সৃষ্টির সূচনা হয়।
• C. সিস্টিক দশা : Cystic phase :
১. যে পদ্ধতিতে ট্রফোজয়েট সিস্ট দশায় পরিণত হয় তাকে এনসিস্টেশন বলে।
২. এই দশায় এন্টামিবা প্রাচীর দ্বারা পরিবেষ্টিত হয়।
৩. প্রাচীর পরিবেষ্টিত ৪ টি নিউক্লিয়াস যুক্ত পরজীবী কে সিস্ট (Cyst) বলে।
• D. মেটাসিস্টিক দশা : Metacystic phase :
১. অপরিচ্ছন্ন হাতের মাধ্যমে বা সংক্রামিত খাদ্য বা পানীয় এর মাধ্যমে সিস্ট দশা নতুন পোষক দেহের অন্ত্রে উপস্থিত হয়।
২. ক্ষারীয় ও আর্দ্র পরিবেশে সিস্টের আবরণীর মোচন ঘটে এবং ৪ টি নিউক্লিয়াস যুক্ত মেটাসিস্ট উৎপন্ন হয়। মে পদ্ধতিতে সিস্ট দশা ট্রফোজয়েট দশায় পরিণত হয় তাকে এক্সিসটেশন বলে।
৩. মেটাসিস্ট বিভাজিত হয়ে ৮ টি নিউক্লিয়াস যুক্ত অ্যামিবুলি গঠন করে।
৪. অ্যামিবুলি বৃদ্ধি পেয়ে ট্রফোজয়েট দশায় পরিণত হয়।
• সংক্রমণ : Infection :
১. ৪ টি নিউক্লিয়াস যুক্ত সিস্ট দশা মানুষের মলের সঙ্গে বাইরে আসে। মাছি, আরশোলা ইত্যাদি প্রাণী বা জল, শাকসবজি, পানীয় মাধ্যমে অন্য পোষক দেহে স্থানান্তরিত হয় বা সংক্রামিত হয়।
২. সিস্ট যুক্ত অর্ধ সিদ্ধ শাকসবজি বা পানীয় জল পান করলে, সিস্ট গুলি নতুন পোষক অর্থাৎ মানুষের পৌষ্টিক নালিতে প্রবেশ করে।
😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন।
😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।
😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।
😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।
😊 ধন্যবাদ ।।