classes
classes
 *West Bengal board only.

ওপেরন - ইনডিউসিবল, রিপ্রেসিবল | Inducible operon and Repressible operon

{tocify} $title={এক নজরে শিরোনাম}
www.bigyanbook.co.in

Inducible operon :

Inducer এক ধরনের বিপাকীয় বস্তু। এটির অনুপস্থিতিতে operon অবদমিত বা repressed থাকে, কোনো কাজ করে না। যেমন, E. coli ব্যাকটেরিয়ার lac operon । এই ওপেরন কে Inducible operon বলে। এখানে, Regulatory জিন যে Repressor তৈরি করে, সেটি একটি সক্রিয় রিপ্রেসর এবং এটি অপারেটর জিনের সঙ্গে যুক্ত হলে প্রতিলিপিকরণ বন্ধ থাকে ।


Repressible operon :

Repressible operon স্বাভাবিক ভাবে কার্যকর বা de-repressed থাকে। E. coli ব্যাকটেরিয়ার trip operon । এখানে Regulatory gene একটি নিষ্ক্রিয় Repressor তৈরি করে। এই রিপ্রেসর টি operator gene এর সাথে সংযুক্ত হতে পারে না। এরফলে, প্রতিলিপিকরণ ঘটে। এই নিষ্ক্রিয় Repressor কে Apo Repressor বলে। এই Apo Repressor টি Co Repressor এর সঙ্গে সংযুক্ত হলে, এটি সক্রিয় হয়ে যায় এবং অপারেটর জিনের সঙ্গে যুক্ত হয়, এরফলে প্রতিলিপিকরণ বন্ধ হয়ে যায়।


😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। 

😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। 

😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।

😊 ধন্যবাদ ।।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন